কলকাতা, 16 মার্চ : প্রথমে বাধ সাধে বৃষ্টি । পরে কোরোনা আতঙ্ক । যার জেরে বাতিল হয়ে যায় ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে একদিনের সিরিজ় । সেক্ষেত্রে ধরমশালা থেকে মুম্বই হয়ে দেশে ফেরার কথা ছিল দক্ষিণ আফ্রিকা দলের । কিন্তু কোরোনা আতঙ্কের জন্য কলকাতা বিমানবন্দরকেই নিরাপদ বলে মনে হয়েছে তাদের । আর তাই আজ ধরমশালা থেকে কলকাতায় পৌঁছায় তারা । এদিকে চিরাচরিত রীতি ভেঙে বিমানবন্দরের কাছে নিউটাউনের একটি অভিজাত হোটেলে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে । একইসঙ্গে তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য নামী বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের একটি প্যানেলও নিযুক্ত করা হয়েছে ।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা একদিনের সিরিজ়ের প্রথম ম্যাচ ধরমশালায় হওয়ার কথা ছিল । কিন্তু বৃষ্টির কারণে তা আর হয়নি । সিরিজ়ের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ লখনউ ও কলকাতায় হওয়ার কথা ছিল । কিন্তু কোরোনার জেরে BCCI দর্শকশূন্য মাঠে খেলার কথা ঘোষণা করে । পরে পুরো সিরিজ়ই বাতিল করে দেওয়া হয় । সেক্ষেত্রে ধরমশালা থেকে মুম্বই বিমানবন্দর হয়ে দেশে ফেরার কথা দক্ষিণ আফ্রিকা দলের । কিন্তু কোরোনা আতঙ্কের জেরে তারা কলকাতা বিমানবন্দরকেই নিরাপদ বলে মনে করে । তাই গতকালই দক্ষিণ আফ্রিকা দলের কলকাতায় আসার বিষয়টি CAB-কে জানিয়ে দেওয়া হয় ।
আজ সকালে CAB প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া, দুই সচিব দেবব্রত দাস ও স্নেহাশিস গাঙ্গুলি দক্ষিণ আফ্রিকা দলকে স্বাগত জানান । তাদের থাকার জন্য যাবতীয় আয়োজন করা হয় । তবে, সেক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয় । সাধারণত যে কোনও ক্রিকেট দল এলে তাদের থাকার ব্যবস্থা দক্ষিণ কলকাতার একটি হোটেলে করা হয় । কিন্তু এক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা দলের থাকার ব্যবস্থা নিউটাউনের একটি অভিজাত হোটেলে করা হয় । এই পরিবর্তনের কারণ হিসেবে CAB সচিব দেবব্রত দাস বলেন, "রাজ্য সরকার দক্ষিণ আফ্রিকা দলকে শহরের মধ্যে রাখার অনুমতি দেয়নি । সংশ্লিষ্ট হোটেলও তাদের থাকার ক্ষেত্রে অনুমতি দিতে অস্বীকার করে । তাই সাবধানতার কথা মাথায় রেখে সমস্ত ব্যবস্থা করা হয়েছে । স্বাস্থ্য পরীক্ষার জন্য নামী বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের একটি প্যানেলও নিযুক্ত করা হয়েছে ।"