ETV Bharat / sports

ICC-র প্রেসিডেন্ট পদে সৌরভই সেরা ব্যক্তি : গ্রেম স্মিথ - ICC

ICC-র বর্তমান প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর ৷ জুন মাসেই তাঁর মেয়াদ শেষ হবে ৷ তাই তাঁর ছেড়ে যাওয়া স্থানে সৌরভকেই দেখতে চান গ্রেম স্মিথ ।

image
সৌরভ গঙ্গোপাধ্যায়
author img

By

Published : May 21, 2020, 9:42 PM IST

কেপটাউন, 21 মে : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়কেই দেখতে চান গ্রেম স্মিথ ৷ তাঁর মতে, এই মুহূর্তে সৌরভই পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে সঠিক ব্যক্তি ৷

বর্তমানে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ অন্যদিকে ICC-র প্রেসিডেন্ট হলেন শশাঙ্ক মনোহর ৷ জুন মাসেই তাঁর মেয়াদ শেষ হবে ৷ তাই তাঁর ছেড়ে যাওয়া স্থানে সৌরভকেই দেখতে চান দক্ষিণ আফ্রিকা দলের ডিরেক্টর ৷

স্মিথ বলেন, "এই সময় এমন একজনকে ICC-র প্রেসিডেন্ট হিসেবে চাই যাঁর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে ৷ যে একই সঙ্গে ICC-কে সঠিক পথে চালিত করতে পারে ৷ আমি কোরোনা পরবর্তী সময়ের কথা বলছি যে সময় একজন গুরুত্বপূর্ণ নেতা চাই ৷ আমি মনে করি এই সময় ওই জায়গায় সৌরভই সঠিক ব্যক্তি ৷ ’’

তিনি আরও বলেন, ‘‘আমি সৌরভকে খুব ভালো করে চিনি ৷ আমি ওর বিরুদ্ধে খেলেছি ৷ আমি অনুভব করেছি ওর নেতৃত্ব দেওয়ার যথেষ্ট গুণ আছে ৷ সবার উপরে আমি মনে করি এই মুহূর্তে ICC-র সৌরভের মতো কাউকে দরকার ৷ ’’

2019 সালের অক্টোবর মাসে BCCI এর সভাপতি হন সৌরভ ৷ তাঁর আমলেই প্রথম গোলাপি বলে দিন-রাতের টেস্ট ম্যাচ খেলে ভারত ৷

কেপটাউন, 21 মে : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়কেই দেখতে চান গ্রেম স্মিথ ৷ তাঁর মতে, এই মুহূর্তে সৌরভই পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে সঠিক ব্যক্তি ৷

বর্তমানে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ অন্যদিকে ICC-র প্রেসিডেন্ট হলেন শশাঙ্ক মনোহর ৷ জুন মাসেই তাঁর মেয়াদ শেষ হবে ৷ তাই তাঁর ছেড়ে যাওয়া স্থানে সৌরভকেই দেখতে চান দক্ষিণ আফ্রিকা দলের ডিরেক্টর ৷

স্মিথ বলেন, "এই সময় এমন একজনকে ICC-র প্রেসিডেন্ট হিসেবে চাই যাঁর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে ৷ যে একই সঙ্গে ICC-কে সঠিক পথে চালিত করতে পারে ৷ আমি কোরোনা পরবর্তী সময়ের কথা বলছি যে সময় একজন গুরুত্বপূর্ণ নেতা চাই ৷ আমি মনে করি এই সময় ওই জায়গায় সৌরভই সঠিক ব্যক্তি ৷ ’’

তিনি আরও বলেন, ‘‘আমি সৌরভকে খুব ভালো করে চিনি ৷ আমি ওর বিরুদ্ধে খেলেছি ৷ আমি অনুভব করেছি ওর নেতৃত্ব দেওয়ার যথেষ্ট গুণ আছে ৷ সবার উপরে আমি মনে করি এই মুহূর্তে ICC-র সৌরভের মতো কাউকে দরকার ৷ ’’

2019 সালের অক্টোবর মাসে BCCI এর সভাপতি হন সৌরভ ৷ তাঁর আমলেই প্রথম গোলাপি বলে দিন-রাতের টেস্ট ম্যাচ খেলে ভারত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.