ETV Bharat / sports

ইডেনে মুস্তাক আলির প্রস্তুতি ঘুরে দেখলেন সৌরভ

author img

By

Published : Dec 31, 2020, 9:20 AM IST

নতুন মরশুমে মুস্তাক আলি টি টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে বল গড়ানোর উদ্যোগ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড । অংশগ্রহণকারী দলগুলোকে একাধিক বিভাগে ভাগ করে দেওয়া হয়েছে । মূলপর্বের খেলাটি হবে আমেদাবাদে । বাংলা তার গ্রুপের খেলা কলকাতাতে খেলবে ।

Sourav ganguly
ইডেনে মুস্তাক আলির প্রস্তুতি ঘুরে দেখলেন সৌরভ

কলকাতা, 31 ডিসেম্বর : আসন্ন মুস্তাক আলি টুর্নামেন্টের প্রস্তুতি দেখতে ইডেনে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি । সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া এবং যুগ্মসচিব স্নেহাশিস গাঙ্গুলির সঙ্গে মুস্তাক আলির ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন । পাশাপাশি ইডেনে ব্যস্ত বাংলা দলের অনুশীলন দাঁড়িয়ে দেখেন ।

বাংলার কোচ অরুণ লালের সঙ্গে দলের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন সৌরভ । নতুন মরশুমে মুস্তাক আলি টি টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে বল গড়ানোর উদ্যোগ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড । অংশগ্রহণকারী দলগুলোকে একাধিক বিভাগে ভাগ করে দেওয়া হয়েছে । মূলপর্বের খেলাটি হবে আমেদাবাদে । বাংলা তার গ্রুপের খেলা কলকাতাতে খেলবে । ছয় দলের গ্রুপের খেলার আয়োজনের ত্রুটি যাতে না থাকে সেজন্য সিএবি তৎপর । একই সঙ্গে বোর্ডও কোভিড বিধিনিষেধ মানতে খামতি রাখতে চায় না । জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বল গড়ানো শুরু হবে ।

Sourav visits Eden Gardens
অনুশীলনে ব্যস্ত বাংলার খেলোয়াড়রা


কোভিড পরিস্থিতির জন্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল তার বার্ষিক সাধারণ সভা আয়োজন করতে পারেনি । পরিস্থিতি একটু উন্নত হওয়ায় সিএবিতে সেই স্থগিত সভা আয়োজন করা হয়েছিল। প্রয়াত ক্রীড়াব্যক্তিত্বের শ্রদ্ধা জানানো হয় সভায় । এই বছর কোরোনার কারণে ক্রিকেট মরশুম শেষ করা যায়নি । ফলে বার্ষিক সাধারণ সভার পাশাপাশি বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা যায়নি ।

কলকাতা, 31 ডিসেম্বর : আসন্ন মুস্তাক আলি টুর্নামেন্টের প্রস্তুতি দেখতে ইডেনে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি । সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া এবং যুগ্মসচিব স্নেহাশিস গাঙ্গুলির সঙ্গে মুস্তাক আলির ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন । পাশাপাশি ইডেনে ব্যস্ত বাংলা দলের অনুশীলন দাঁড়িয়ে দেখেন ।

বাংলার কোচ অরুণ লালের সঙ্গে দলের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন সৌরভ । নতুন মরশুমে মুস্তাক আলি টি টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে বল গড়ানোর উদ্যোগ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড । অংশগ্রহণকারী দলগুলোকে একাধিক বিভাগে ভাগ করে দেওয়া হয়েছে । মূলপর্বের খেলাটি হবে আমেদাবাদে । বাংলা তার গ্রুপের খেলা কলকাতাতে খেলবে । ছয় দলের গ্রুপের খেলার আয়োজনের ত্রুটি যাতে না থাকে সেজন্য সিএবি তৎপর । একই সঙ্গে বোর্ডও কোভিড বিধিনিষেধ মানতে খামতি রাখতে চায় না । জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বল গড়ানো শুরু হবে ।

Sourav visits Eden Gardens
অনুশীলনে ব্যস্ত বাংলার খেলোয়াড়রা


কোভিড পরিস্থিতির জন্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল তার বার্ষিক সাধারণ সভা আয়োজন করতে পারেনি । পরিস্থিতি একটু উন্নত হওয়ায় সিএবিতে সেই স্থগিত সভা আয়োজন করা হয়েছিল। প্রয়াত ক্রীড়াব্যক্তিত্বের শ্রদ্ধা জানানো হয় সভায় । এই বছর কোরোনার কারণে ক্রিকেট মরশুম শেষ করা যায়নি । ফলে বার্ষিক সাধারণ সভার পাশাপাশি বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.