কলকাতা, 2 জানুয়ারি : এখন ভালো আছেন বিসিসিআই-এর প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় । গল্প করেছেন, রাতে তিনি ফল, টোস্ট খেয়েছেন । এখন তাঁকে বিশ্রামে থাকতে হবে । এদিকে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের কোরোনা রিপোর্ট নেগেটিভ এসেছে । শনিবার রাতে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এমনই জানানো হয়েছে ।
আজ দুপুর একটা নাগাদ দক্ষিণ কলকাতায় অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে সৌরভ গঙ্গোপাধ্যায়কে ভরতি করা হয়েছে । পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা বুঝতে পারেন, তাঁর হার্ট অ্যাটাক হয়েছে । তাঁর হার্টের তিনটি আর্টারিতে ব্লক ধরা পড়ে । এরপর বিকেলে অ্যানজিওপ্লাস্টি করে একটি আর্টারির ব্লক ছাড়ানো সম্ভব হয়েছে । তাঁর চিকিৎসার জন্য 9 জন চিকিৎসকের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে । আইসিইউ-তে পর্যবেক্ষণে রয়েছেন তিনি ।
সৌরভ গঙ্গোপাধ্যায় এখন কেমন আছেন? এই বিষয়ে শনিবার রাতে ওই বেসরকারি হাসপাতালের সিইও রূপালি বসু বলেন, "ভালো আছেন সৌরভ গঙ্গোপাধ্যায় । তিনি চা খেয়েছেন, সবার সঙ্গে কথা বলছেন । খুব ভালো মেজাজে আছেন তিনি । এখন তাঁকে বিশ্রামে থাকতে হবে ।" তিনি আরও বলেন, "রাতে তিনি ফল এবং টোস্ট খেতে চেয়েছেন । এসব তাঁকে দেওয়া হয়েছে । তিনি গল্প করেছেন ।" তবে, হাসপাতালে তাঁর সঙ্গে যেন বেশি মানুষ দেখা করতে না আসেন, তার অনুরোধ জানিয়েছেন সৌরভ।
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের পরবর্তী চিকিৎসার বিষয়ে রূপালি বসু শনিবার রাতে বলেন, "এদিন অ্যাঞ্জিওপ্লাস্টি করে সৌরভ গঙ্গোপাধ্যায়ের হার্টের কালপ্রিট আর্টারির ব্লক রিলিজ করে দেওয়া হয়েছে। তাঁর হার্ট খুব ভালো পাম্প করছে । তিনি স্টেবল আছেন ।" তবে তিনি এও বলেন, "সৌরভ গঙ্গোপাধ্যায়ের হার্টের অন্য আরও দুটি আর্টারিতেও ব্লক রয়েছে । এই দুটি আর্টারির ব্লক রিলিজ করতে হবে । কীভাবে এই ব্লক রিলিজ করা হবে, আগামী সোমবার এই বিষয়ে মেডিকেল বোর্ডের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে । এক্ষেত্রে অ্যাঞ্জিওপ্লাস্টি হতে পারে অথবা বাইপাস সার্জারি হতে পারে।"
আরও পড়ুন : কার্ডিওভাসকুলার সিংকোপে আক্রান্ত সৌরভ, আসলে এটি কী ?
বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, নিয়মিত শরীরচর্চা করলেও, বেশ কয়েক বছর ধরে স্বাস্থ্য পরীক্ষা করেননি সৌরভ গঙ্গোপাধ্যায় । যার জেরে এদিন অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হওয়ার আগে বোঝা সম্ভব হয়নি যে তাঁর তিনটি আর্টারিতে ব্লক রয়েছে । তবে, এদিন গোল্ডেন আওয়ারের মধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসা করা সম্ভব হয়েছে বলে, দ্রুত তাঁর শারীরিক অবস্থার এই উন্নতি হয়েছে বলেও এই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে ।