কলকাতা, 31 জানুয়ারি : সুস্থ আছেন তিনি ৷ তাই আজই হয়ত হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ গতকাল চিকিৎসক আফতাব খান তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করেন । পরীক্ষার ফল দেখে চিকিৎসকরা খুশি ।
27 জানুয়ারি বুকে ব্যথা নিয়ে বাইপাসের ধারের বেসরকারি এই হাসপাতালে ভরতি হন সৌরভ ৷ এই নিয়ে চলতি মাসে দু'বার হাসপাতালে ভরতি হতে হল তাঁকে ৷ তিনটি ব্লকেজ থাকলেও প্রথমবার তাঁর বুকে বসেছিল একটি স্টেন্ট ৷ দ্বিতীয়বার হাসপাতালে ভরতি হওয়ার পর বাকি দুটো স্টেন্টও বসানো হয়েছে ৷ দু'বারই চিকিৎসক দেবী শেটির পরামর্শে আফতাব খান সহ আরও তিন চিকিৎসক সৌরভের চিকিৎসায় নিযুক্ত ছিলেন ৷ বর্তমানে সুস্থ আছেন সৌরভ ৷ 48 ঘণ্টায় শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় আজ সকালে সৌরভকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । হাসপাতাল সূত্রে সেই খবর জানানো হলেও নিশ্চিত করা যাচ্ছে না । কারণ প্রথমবার নির্ধারিত দিনের একদিন পর বাড়ি ফিরেছিলেন তিনি । এবারও সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ।
সৌরভ হাসপাতালে ভরতি হওয়ার পর রাজ্যপাল, মুখ্যমন্ত্রী দেখা করে খবর নিয়েছেন । শুভানুধ্যায়ীদের নিয়মিত খবর নেওয়া চলছেই । আর সৌরভের বাড়ি ফেরার খবরে স্বস্তির নিশ্বাস ফেলেছেন তাঁর অনুরাগীরা ৷ আর কয়েকদিন পরই শুরু হচ্ছে ইংল্যান্ড সিরিজ় ৷ এখন সুস্থ হয়ে কত তাড়াতাড়ি কাজে ফিরতে পারেন বিসিসিআই প্রেসিডেন্ট সেটাই দেখার ৷