ETV Bharat / sports

পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ় নির্ভর করছে কেন্দ্রের সিদ্ধান্তে : সৌরভ

ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ সীমান্তের বেড়াজাল পেরিয়ে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের কাছেই আলাদা উন্মাদনার ৷ ICC টুর্নামেন্টে মুখোমুখি হলেও দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের জেরে বহুদিন ধরে বন্ধ আছে দ্বিপাক্ষিক সিরিজ় ৷ এবার ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ় নিয়ে নিজের মতামত জানালেন BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷

India Pakistan
সৌরভ গঙ্গোপাধ্যায়
author img

By

Published : Dec 20, 2019, 6:26 PM IST

কলকাতা, 20 ডিসেম্বর : 2012-13 সালে পাকিস্তানের ভারত সফরের পর আর দুই দেশ দ্বিপাক্ষিক সিরিজ় খেলেনি ৷ ফের কবে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ় হবে ? এই প্রশ্নের জবাবে আজ BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, পাকিস্তানের সঙ্গে ক্রিকেট হবে কি না তা পুরোটাই কেন্দ্রের উপর নির্ভর করছে ৷ সরকারই এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ৷

2012-13 সালে ভারত সফরে এসেছিল পাকিস্তান ৷ তিন ম্যাচের একদিনের সিরিজ় 2-1 ব্যবধানে জিতেছিল পাকিস্তান ৷ আর 2 ম্যাচের T-20 সিরিজ় 1-1 ড্র হয়েছিল ৷ ওই সিরিজ়ের পর এশিয়া কাপ, ICC-র বিভিন্ন টুর্নামেন্টে পরস্পরের মুখোমুখি হয় দুই দেশ ৷ কিন্তু, দ্বিপাক্ষিক সিরিজ় হয়নি ৷

বোর্ড সভাপতির পদে নিযুক্ত হওয়ার পর দু'মাস কাটিয়ে ফেললেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ ভারতীয় ক্রিকেটের উন্নয়নের জন্য তিনি কী কী ভাবছেন, তা নিয়ে আজ সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, "মাত্র দু'মাস হয়েছে ৷ এর মধ্যেই গোলাপি টেস্ট আয়োজন করতে পেরেছি ৷ আগামীদিনেও ক্রিকেটের উন্নয়নের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হবে ৷"

সম্প্রতি সোশাল মিডিয়াতে নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 নিয়ে টুইটারে পোস্ট করেছিলেন সৌরভকন্যা সানা ৷ সেই খবর ভাইরাল হয় নেট দুনিয়ায় ৷ পরে পোস্টটি ডিলিট করে দেওয়া হয় ৷ মেয়ের পোস্ট নিয়ে পরে সৌরভ টুইট করে লেখেন , ‘‘প্লিজ় সানাকে এ সবের বাইরে রাখুন । ওই পোস্টটা সত্যি নয় । রাজনীতি বোঝার মতো বয়সও ওর হয়নি ।’’ সেই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আজ তিনি ফের বলেন, সানা এইসব বিষয়ের জন্য এখনও অনেক ছোটো ৷ তাকে এইসব বিষয়ে না জড়ানোর জন্যও আবেদন করেন সৌরভ ৷ পাশাপাশি নেটে ছড়িয়ে যাওয়া একাধিক ভুল খবর থেকেও তিনি সাবধান করেন মানুষকে ৷

কলকাতা, 20 ডিসেম্বর : 2012-13 সালে পাকিস্তানের ভারত সফরের পর আর দুই দেশ দ্বিপাক্ষিক সিরিজ় খেলেনি ৷ ফের কবে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ় হবে ? এই প্রশ্নের জবাবে আজ BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, পাকিস্তানের সঙ্গে ক্রিকেট হবে কি না তা পুরোটাই কেন্দ্রের উপর নির্ভর করছে ৷ সরকারই এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ৷

2012-13 সালে ভারত সফরে এসেছিল পাকিস্তান ৷ তিন ম্যাচের একদিনের সিরিজ় 2-1 ব্যবধানে জিতেছিল পাকিস্তান ৷ আর 2 ম্যাচের T-20 সিরিজ় 1-1 ড্র হয়েছিল ৷ ওই সিরিজ়ের পর এশিয়া কাপ, ICC-র বিভিন্ন টুর্নামেন্টে পরস্পরের মুখোমুখি হয় দুই দেশ ৷ কিন্তু, দ্বিপাক্ষিক সিরিজ় হয়নি ৷

বোর্ড সভাপতির পদে নিযুক্ত হওয়ার পর দু'মাস কাটিয়ে ফেললেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ ভারতীয় ক্রিকেটের উন্নয়নের জন্য তিনি কী কী ভাবছেন, তা নিয়ে আজ সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, "মাত্র দু'মাস হয়েছে ৷ এর মধ্যেই গোলাপি টেস্ট আয়োজন করতে পেরেছি ৷ আগামীদিনেও ক্রিকেটের উন্নয়নের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হবে ৷"

সম্প্রতি সোশাল মিডিয়াতে নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 নিয়ে টুইটারে পোস্ট করেছিলেন সৌরভকন্যা সানা ৷ সেই খবর ভাইরাল হয় নেট দুনিয়ায় ৷ পরে পোস্টটি ডিলিট করে দেওয়া হয় ৷ মেয়ের পোস্ট নিয়ে পরে সৌরভ টুইট করে লেখেন , ‘‘প্লিজ় সানাকে এ সবের বাইরে রাখুন । ওই পোস্টটা সত্যি নয় । রাজনীতি বোঝার মতো বয়সও ওর হয়নি ।’’ সেই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আজ তিনি ফের বলেন, সানা এইসব বিষয়ের জন্য এখনও অনেক ছোটো ৷ তাকে এইসব বিষয়ে না জড়ানোর জন্যও আবেদন করেন সৌরভ ৷ পাশাপাশি নেটে ছড়িয়ে যাওয়া একাধিক ভুল খবর থেকেও তিনি সাবধান করেন মানুষকে ৷

New Delhi, Dec 20 (ANI): Prime Minister Narendra Modi attended the inaugural session of '100 years of ASSOCHAM in Delhi. Speaking about the 'Ease of Doing Business' rankings, he said, "Today, India is among those top 10 countries which have continuously improved in 'Ease of Doing Business' in last 3 years. You climb up the 'Ease of Doing Business' rankings when you work hard day and night, when you bring about a change in the policies, starting from the ground."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.