ETV Bharat / sports

ভালো আছেন সৌরভ - sourav ganguly

বৃহস্পতিবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের হৃদযন্ত্রে দুটো স্টেন্ট বসানো হয় । আপাতত প্রাথমিক খবর অনুযায়ী, সম্ভবত সোমবার ছাড়া হতে পারে তাঁকে ।

sourav
sourav
author img

By

Published : Jan 29, 2021, 11:32 AM IST

কলকাতা, 29 জানুয়ারি : ভালো আছেন সৌরভ গঙ্গোপাধ্যায় । তাঁর শারীরিক অবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে । রাতে ভালো ঘুমিয়েছেন তিনি । স্বাভাবিক খাওয়াদাওয়াও করেছেন । অক্সিজেন দেওয়ার মাত্রা কমানো হয়েছে ।

বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের হৃদযন্ত্রে দুটো স্টেন্ট বসানো হয় । হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেটি, অশ্বিন বি মেহতার পরামর্শে জয় বসু, শিবাশিস বন্দ্যোপাধ্যায়, আফতাব খানকে নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ড সফলভাবে পুরো প্রক্রিয়ায়টি সম্পন্ন করে । 24 ঘণ্টাই তাঁকে নজরদারিতে রাখা হবে । শারীরিক অবস্থার উন্নতি অনুযায়ী তাঁকে হাসপাতাল থেকে ছাড়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে । আপাতত প্রাথমিক খবর অনুযায়ী, সম্ভবত সোমবার ছাড়া হতে পারে মহারাজকে । তবে আগামীকাল অর্থাৎ শনিবারও তাঁকে ছাড়া হতে পারে ।
আরও পড়ুন : বসল আরও দুটি স্টেন্ট, সৌরভ-সাক্ষাৎ মমতার

চলতি মাসের শুরুতে প্রথমবার হৃদযন্ত্রের সমস্যা নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ । সেই সময় তিনটি ব্লকেজ ধরা পড়েছিল । সেইমতো তখন একটি স্টেন্ট বসানো হয়েছিল । সেই সময়ও তাঁকে দেখতে এসেছিলেন দেবী শেটি । বাকি দুটো ব্লকেজ সরিয়ে কয়েক সপ্তাহের ব্যবধানে দুটো স্টেন্ট বসানোর কথা হয়েছিল । 20 দিনের ব্যবধানে সৌরভকে ফের হাসপাতালে ভর্তি করতে হয় ।

ইসিজি রিপোর্টে সামান্য ত্রুটি ধরা পড়ায় চিকিৎসকরা দ্রুত বাকি দুটো স্টেন্ট বসান । চিকিৎসকরা বর্তমানে তাঁকে বিধিনিষেধের মধ্যে থাকার নির্দেশ দিয়েছেন । নিয়মিত ওষুধ খাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে ।

কলকাতা, 29 জানুয়ারি : ভালো আছেন সৌরভ গঙ্গোপাধ্যায় । তাঁর শারীরিক অবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে । রাতে ভালো ঘুমিয়েছেন তিনি । স্বাভাবিক খাওয়াদাওয়াও করেছেন । অক্সিজেন দেওয়ার মাত্রা কমানো হয়েছে ।

বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের হৃদযন্ত্রে দুটো স্টেন্ট বসানো হয় । হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেটি, অশ্বিন বি মেহতার পরামর্শে জয় বসু, শিবাশিস বন্দ্যোপাধ্যায়, আফতাব খানকে নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ড সফলভাবে পুরো প্রক্রিয়ায়টি সম্পন্ন করে । 24 ঘণ্টাই তাঁকে নজরদারিতে রাখা হবে । শারীরিক অবস্থার উন্নতি অনুযায়ী তাঁকে হাসপাতাল থেকে ছাড়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে । আপাতত প্রাথমিক খবর অনুযায়ী, সম্ভবত সোমবার ছাড়া হতে পারে মহারাজকে । তবে আগামীকাল অর্থাৎ শনিবারও তাঁকে ছাড়া হতে পারে ।
আরও পড়ুন : বসল আরও দুটি স্টেন্ট, সৌরভ-সাক্ষাৎ মমতার

চলতি মাসের শুরুতে প্রথমবার হৃদযন্ত্রের সমস্যা নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ । সেই সময় তিনটি ব্লকেজ ধরা পড়েছিল । সেইমতো তখন একটি স্টেন্ট বসানো হয়েছিল । সেই সময়ও তাঁকে দেখতে এসেছিলেন দেবী শেটি । বাকি দুটো ব্লকেজ সরিয়ে কয়েক সপ্তাহের ব্যবধানে দুটো স্টেন্ট বসানোর কথা হয়েছিল । 20 দিনের ব্যবধানে সৌরভকে ফের হাসপাতালে ভর্তি করতে হয় ।

ইসিজি রিপোর্টে সামান্য ত্রুটি ধরা পড়ায় চিকিৎসকরা দ্রুত বাকি দুটো স্টেন্ট বসান । চিকিৎসকরা বর্তমানে তাঁকে বিধিনিষেধের মধ্যে থাকার নির্দেশ দিয়েছেন । নিয়মিত ওষুধ খাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.