কলকাত, 8 জুলাই : মহারাজের জন্মদিন বলে কথা ৷ একটু অন্যভাবে পালন না করলে হয় ? আজ 48-এ পা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ এই উপলক্ষে তাঁর ফ্যান ক্লাবের তরফে তৈরি করা হল দাদা’র ছবি দেওয়া মাস্ক ৷ জন্মদিনে তাঁর বাড়িতে গিয়ে সেই মাস্ক সৌরভের হাতে তুলে দিতে চান তাঁর সমর্থকরা ৷
খেলার মাঠে যখন তিনি দল সামলাতেন তখন তাঁকে মুগ্ধ হয়ে দেখতেন দর্শকরা ৷ ক্রিজ় ছাড়ার পর যখন ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ পদে বসেছেন, তখনও তাঁর জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি ৷ বাঙালির আবেগ সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে বরাবর তাঁর সমর্থকরা নতুন কিছু করেন ৷ এবছর অবশ্য কোরোনা ভাইরাসের আবহে কোনও জমায়েত বা জন্মদিন উদযাপনের উপায় নেই ৷ কিন্তু প্রিয় দাদা’র জন্মদিনে কিছু হবে না, তা কী করে হয় ৷ তাই তাঁর ফ্যান ক্লাবের সদস্যরা সৌরভের ছবি দেওয়া মাস্ক তৈরি করে ফেললেন ৷
কলকাতা ও রাজ্যের অন্যান্য জায়গায় ফ্যান ক্লাবের সদস্যরা রয়েছেন ৷ মহারাজের দরবার-ফ্যান ক্লাবের অন্যতম সদস্য সায়ন সামন্ত বলছেন, ‘‘জন্মদিনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে এই মাস্ক তুলে দিতে চাই । পাঁচ বছর আগে এই ফ্যান ক্লাব শুরু হয়েছে । প্রতিবছর আমরা সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন পালন করি । এবার সেই কর্মকাণ্ডে পরিবর্তন নিয়ে আসার পাশাপাশি সামাজিক বার্তা দিতে চাই ।’’