কলকাতা, 23 মার্চ : ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে পাঁচ মাস । ভারতীয় ক্রিকেট প্রশাসনের শাসনদণ্ড হাতে নিয়ে দশমাসের মেয়াদকালের অর্ধেক পথ পার করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় । দেশের অন্যতম সফল অধিনায়ক, ক্রিকেট প্রশাসনের সর্বোচ্চ চেয়ারে বসার দিন বলেছিলেন তিনি প্রমাণ করতে চান ক্রিকেটাররা প্রশাসক হতে পারেন । গত পাঁচ মাসের শাসনকালে সৌরভের মার্কশিট বৈচিত্র্য, প্রশাসনিক দক্ষতার অভিঞ্জান সম্বলিত ৷
কোরোনা ভাইরাসের আতঙ্কে আপাতত ঘরবন্দী সৌরভ । অলস দিন যাপনে সময় কাটছে মহারাজের । যাবতীয় কাজ চছে মুঠোফোনে । কিংবা কম্পিউটারের মাধ্যমে । প্রশাসক সৌরভ বলছেন, ক্রিকেট মাঠে পারফরম্যান্স করা অনেক কঠিন কাজ । চাপের মধ্যে ম্যাকগ্রাথের বিরুদ্ধে একটা ভুলের কোনও ফিরে আসার সুযোগ নেই । কিন্তু প্রশাসনিক কাজে ভুল করলে শুধরে নেওয়ার সুযোগ থাকে ।
23অক্টোবর ভারতীয় ক্রিকেট বোর্ডের উনচল্লিশতম সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সৌরভ । প্রাথমিক জড়তা সামলে মসনদে স্বমেজাজে মহারাজ । ভারতীয় দলকে পিঙ্ক বল টেস্ট খেলানোর সিদ্ধান্তের মধ্যে দিয়ে দূরদর্শিতার পরিচয় দিয়েছেন । কোরোনা ভাইরাসের আতঙ্ক এখন ক্রীড়া দুনিয়ায় । এই পরিসরে IPL আয়োজন করার চ্যালেঞ্জ এখন বড় পরীক্ষা । সামনের কয়েক দিনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে তাঁকে ।
নিজের ক্রিকেট প্রশাসক জীবনে পাকিস্তানের বিরুদ্ধে ইডেনে ম্যাচ আয়োজনকে উপরের দিকে রাখেন তিনি । দায়িত্ব নেওয়ার পরে, ভারতীয় দল কেন ICC ট্রফি জিততে পারছে না সেই প্রশ্ন ধেয়ে এসেছে তাঁর দিকে । এটা ঠিক টিম ইন্ডিয়া 2015 থেকে 2019পর্যন্ত তিনবার বিশ্বজয়ের মঞ্চে সেমিফাইনালে থেমে গিয়েছে । তবে অতীত নয়, সৌরভ গঙ্গোপাধ্যায় পারফরম্যান্স এর আতস কাঁচে সবকিছু দেখতে চান । পারফরম্যান্স করলে আপনি থাকবেন নচেৎ সরে যেতে হবে, এটাই সৌরভের একমাত্র মন্ত্র । এবং সেটা যে কোহলিদের সাজঘরে বোর্ড সভাপতির অঘোষিত বার্তা তা সবাই জানেন ।
স্বার্থের সংঘাত শব্দটি ভারতীয় ক্রিকেটের সবচেয়ে অস্বস্তিকর, যে প্রশ্নের উত্তর এখনও অজানা । সৌরভ তাঁর ঘনিষ্ঠ মহলে বলেন স্বার্থের সংঘাতের এই ছবি তাঁর কাছে স্পষ্ট নয় । সবাই এই নিয়মের ফাঁদে জড়িয়ে পড়বেন । ফলস্বরূপ শচিন, দ্রাবিড়, কপিলদেব,লক্ষণ দের মত কোনও কিংবদন্তি ক্রিকেটার কে যুক্ত করা যাবে না ক্রিকেট প্রশাসনে ।
দেশের ঘরোয়া ক্রিকেটের পরিকাঠামো গত বদলের কথা বলেছেন । চেষ্টা করছেন । একইভাবে গত পাঁচ মাসে বিশ্ব ক্রিকেটের অনেক সমস্যা সামলে ভারতীয় ক্রিকেটের কর্তৃত্ব বজায় রেখেছেন সৌরভ । প্রশাসক ইনিংসের বাকি পাঁচ মাসে আরও জাঁকিয়ে বসে রান বাড়ানোর জন্যে নতুন স্ট্যান্স নিচ্ছেন সৌরভ মহারাজ গঙ্গোপাধ্যায় ।