ETV Bharat / sports

"ধোনি, কোহলি, রোহিতদের দেখে অধিনায়ক হিসেবে উন্নতি করেছি" - vizag

IPL-এ সব থেকে তরুণ অধিনায়ক হিসেবে দলকে সাফল্য এনে দিয়ে শ্রেয়স জানান, টসের সময় ধোনি, কোহলি ও রোহিত শর্মাদের পাশে দাঁড়িয়ে তিনি অনেক কিছু শিখেছেন ।

শ্রেয়স
author img

By

Published : May 11, 2019, 9:31 AM IST

বিশাখাপটনম, 11 মে : শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে এবারই প্রথম প্লে অফের কোনও ম্যাচে জয় পায় দিল্লি। তবে গতকাল কোয়ালিফায়ার 2-তে চেন্নাইয়ের কাছে হেরে যায় তারা । তা সত্ত্বেও গত মরশুমগুলোর তুলনায় দিল্লির এটাই সেরা পারফরম্যান্স । IPL-এ সব থেকে তরুণ অধিনায়ক হিসেবে দলকে সাফল্য এনে দিয়ে শ্রেয়স জানান, টসের সময় ধোনি, কোহলি ও রোহিত শর্মাদের পাশে দাঁড়িয়ে তিনি অনেক কিছু শিখেছেন ।

তিনি বলেন, "এমএস ধোনি, বিরাট কোহলি এবং রোহিত শর্মাদের নেতৃত্বাধীন দলগুলোকে দেখে ও টসের সময় তাঁদের পাশে দাঁড়াতে পেরে আমি খুব ভাগ্যবান । তাঁদেরকে নেতৃত্ব দিতে দেখে অনেক কিছু শেখার সৌভাগ্য হয়েছে ।"

হারের কারণ দর্শাতে গিয়ে তিনি বলেন, "আমরা যতটা আশা করেছিলাম তত রান করতে পারিনি । আমরা পাওয়ার প্লেতে নিরাশাজনক ভাবে শুরু করেছিলাম । আমরা জানতাম যে ওদের কাছে ভালো স্পিনার রয়েছে । এই কারণে পরের দিকে রান করা আরও কঠিন হয়ে পড়ে । এই পিচে আগে খেলার অভিজ্ঞতা থাকলেও তা কাজে লাগাতে পারিনি । কোনও ব্যাটসম্যানই দায়িত্ব নেননি ।"

এদিকে এই মরশুমে অধিনায়ক হিসেবে অভিজ্ঞতা সম্পর্কে শ্রেয়স বলেন, "অধিনায়ক হিসেবে আমি মালিক আর ম্যানেজমেন্টের সমর্থন পেয়ে খুশি । অনেকগুলো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে চাপও ছিল । নিজের দলের উপর আমার গর্ব হচ্ছে । আমরা এতদূর আসার জন্য ভালো খেলেছি । এই মরশুম আমাদের জন্য একটা স্বপ্নের মতো ছিল ।"

বিশাখাপটনম, 11 মে : শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে এবারই প্রথম প্লে অফের কোনও ম্যাচে জয় পায় দিল্লি। তবে গতকাল কোয়ালিফায়ার 2-তে চেন্নাইয়ের কাছে হেরে যায় তারা । তা সত্ত্বেও গত মরশুমগুলোর তুলনায় দিল্লির এটাই সেরা পারফরম্যান্স । IPL-এ সব থেকে তরুণ অধিনায়ক হিসেবে দলকে সাফল্য এনে দিয়ে শ্রেয়স জানান, টসের সময় ধোনি, কোহলি ও রোহিত শর্মাদের পাশে দাঁড়িয়ে তিনি অনেক কিছু শিখেছেন ।

তিনি বলেন, "এমএস ধোনি, বিরাট কোহলি এবং রোহিত শর্মাদের নেতৃত্বাধীন দলগুলোকে দেখে ও টসের সময় তাঁদের পাশে দাঁড়াতে পেরে আমি খুব ভাগ্যবান । তাঁদেরকে নেতৃত্ব দিতে দেখে অনেক কিছু শেখার সৌভাগ্য হয়েছে ।"

হারের কারণ দর্শাতে গিয়ে তিনি বলেন, "আমরা যতটা আশা করেছিলাম তত রান করতে পারিনি । আমরা পাওয়ার প্লেতে নিরাশাজনক ভাবে শুরু করেছিলাম । আমরা জানতাম যে ওদের কাছে ভালো স্পিনার রয়েছে । এই কারণে পরের দিকে রান করা আরও কঠিন হয়ে পড়ে । এই পিচে আগে খেলার অভিজ্ঞতা থাকলেও তা কাজে লাগাতে পারিনি । কোনও ব্যাটসম্যানই দায়িত্ব নেননি ।"

এদিকে এই মরশুমে অধিনায়ক হিসেবে অভিজ্ঞতা সম্পর্কে শ্রেয়স বলেন, "অধিনায়ক হিসেবে আমি মালিক আর ম্যানেজমেন্টের সমর্থন পেয়ে খুশি । অনেকগুলো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে চাপও ছিল । নিজের দলের উপর আমার গর্ব হচ্ছে । আমরা এতদূর আসার জন্য ভালো খেলেছি । এই মরশুম আমাদের জন্য একটা স্বপ্নের মতো ছিল ।"

Hanoi (Vietnam), May 11 (ANI): Vice President Venkaiah Naidu, who is on a four-day visit to Vietnam, on Friday, met the chairwoman of the National Assembly of Vietnam Nguyen Kim Thi Ngan in capital Hanoi. Naidu had arrived in Vietnam on Thursday for his official four-day visit to the Southeast Asian nation. The visit is expected to enhance India's comprehensive strategic partnership with Vietnam.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.