ETV Bharat / sports

শ্রেয়সের শতরান, ৪ নম্বরের শূন্যস্থান মেটাচ্ছে ভারত - india vs newzeland

শ্রেয়স আইয়ারের শতরান । সাময়িক ধাক্কা কাটিয়ে হ্যামিলটনে ঘুরে দাঁড়াল ভারত ।

image
শ্রেয়স আইয়ার
author img

By

Published : Feb 5, 2020, 11:56 AM IST

হ্যামিলটন, ৫ ফেব্রুয়ারি : ভারতীয় দলে দীর্ঘদিন ধরেই মাথাব্যাথার কারণ ছিল চার নম্বরে কে নামবে তা নিয়ে । অনেক পরীক্ষা-নিরীক্ষা হয়েছে । কয়েকজনকে তৈরি করার চেষ্টাও করা হয়েছে । কিন্তু কাঙ্খিত ফল মেলেনি । এবার বোধহয় সেই সমস্যার স্থায়ী সমাধান হতে চলেছে শ্রেয়স আইয়ারের হাত ধরে । কারণ হ্যামিলটনে তাঁর ব্যাটিংয়েই ঘুরে দাঁড়াল ভারত ।

হ্যামিলটনে কেরিয়ারের প্রথম শতরান । তাও এমন সময় এল যখন দলের তাঁকে সবথেকে বেশি দরকার ছিল । প্রথমে অধিনায়ক বিরাটকে যোগ্য সঙ্গত দিলেন । পরে লোকেশ রাহুলকে সঙ্গী করে ইনিংস গড়ার কাজে মন দিলেন তিনি । দুরন্ত ব্যাটিংয়ে শুধু শতরানই করলেন না, দলকে শক্ত ভিতের উপরও দাঁড় করিয়ে দিলেন ।

অর্ধশতরান করেন লোকেশ রাহুলও । মিডল অর্ডারে দলের যে ভারসাম্যের অভাব হচ্ছিল অধিনায়ক কোহলি তার সহজ সমাধান বের করে ফেলছেন বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ । লোকেশ রাহুলকে ব্যাটিং অর্ডারে নিচের দিকে খেলানোয় দলের ভারসাম্যও ঠিক থাকল আর তিনি উইকেট কিপিং করায় একজন অতিরিক্ত ব্যাটসম্যানও খেলাতে পারছে দল ।

হ্যামিলটন, ৫ ফেব্রুয়ারি : ভারতীয় দলে দীর্ঘদিন ধরেই মাথাব্যাথার কারণ ছিল চার নম্বরে কে নামবে তা নিয়ে । অনেক পরীক্ষা-নিরীক্ষা হয়েছে । কয়েকজনকে তৈরি করার চেষ্টাও করা হয়েছে । কিন্তু কাঙ্খিত ফল মেলেনি । এবার বোধহয় সেই সমস্যার স্থায়ী সমাধান হতে চলেছে শ্রেয়স আইয়ারের হাত ধরে । কারণ হ্যামিলটনে তাঁর ব্যাটিংয়েই ঘুরে দাঁড়াল ভারত ।

হ্যামিলটনে কেরিয়ারের প্রথম শতরান । তাও এমন সময় এল যখন দলের তাঁকে সবথেকে বেশি দরকার ছিল । প্রথমে অধিনায়ক বিরাটকে যোগ্য সঙ্গত দিলেন । পরে লোকেশ রাহুলকে সঙ্গী করে ইনিংস গড়ার কাজে মন দিলেন তিনি । দুরন্ত ব্যাটিংয়ে শুধু শতরানই করলেন না, দলকে শক্ত ভিতের উপরও দাঁড় করিয়ে দিলেন ।

অর্ধশতরান করেন লোকেশ রাহুলও । মিডল অর্ডারে দলের যে ভারসাম্যের অভাব হচ্ছিল অধিনায়ক কোহলি তার সহজ সমাধান বের করে ফেলছেন বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ । লোকেশ রাহুলকে ব্যাটিং অর্ডারে নিচের দিকে খেলানোয় দলের ভারসাম্যও ঠিক থাকল আর তিনি উইকেট কিপিং করায় একজন অতিরিক্ত ব্যাটসম্যানও খেলাতে পারছে দল ।

Washington DC (US), Feb 05 (ANI): United States (US) president Donald Trump delivered his third State of the Union (SOTU) address to a Joint Session of the United States Congress. Addressing the session, Trump spoke about threat of coronavirus outbreak which the world is facing at the moment. He said, "We're working with the Chinese government and working closely together on Coronavirus outbreak in China. My administration will take all necessary steps to safeguard our citizens from this threat." He further asserted that the AIDS epidemic will be eradicated from America by the end of this decade. The address comes amid his ongoing impeachment trial in the Senate.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.