বেঙ্গালুরু, 20 জানুয়ারি : ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট ৷ আসন্ন নিউজ়িল্যান্ড সফরে অনিশ্চিত ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান ৷ বেঙ্গালুরুতে সিরিজ়ের তৃতীয় তথা শেষ ওয়ান-ডে ম্যাচ চলাকালীন ফিল্ডিং করার সময় কাঁধে চোট পান তিনি ৷
সিরিজ়ের নির্ণায়ক ম্যাচে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়াকে 7 উইকেটে হারায় ভারত ৷ বেঙ্গালুরুর ব্যাটিং পিচে ভারতীয় বোলারদের দাপটে 286 রানে আটকে যায় অজ়ি ইনিংস ৷ জবাবে ব্যাট করতে নেমে প্রথমে লোকেশ রাহুলের উইকেট হারালেও সহজেই 7 উইকেটে ম্যাচ জেতে ভারত ৷ চোটের জন্য ব্যাট করতে নামেননি শিখর ধাওয়ান ৷
ম্যাচের পাঁচ ওভারের অ্যারোন ফিঞ্চের শট বাঁচাতে গিয়ে বাঁ-কাঁধে চোট পান শিখর ৷ তারপর আর মাঠে নামেননি ভারতীয় ক্রিকেটের গব্বর ৷ তাঁর বাঁ-কাঁধে X-রে করা হয় ৷ ফলে 24 তারিখ থেকে অকল্যান্ডে শুরু হওয়া প্রথম টি-20 ম্যাচে অনিশ্চিত হয়ে পড়লেন তিনি ৷