ETV Bharat / sports

পৃথ্বী-আদিত্যর দাপটে বিজয় হাজারে চ্যাম্পিয়ন মুম্বই

author img

By

Published : Mar 14, 2021, 9:02 PM IST

বিজয় হাজারে ট্রফির ফাইনালে আজ অরুণ জেটলি স্টেডিয়ামে তারা উত্তরপ্রদেশকে ৬ উইকেটে হারিয়ে চতুর্থবারের জন্য চ্যাম্পিয়ন হল মুম্বই। পৃথ্বী সিরিজে ৮২৭ রান করে এই টুর্নামেন্ট শেষ করেন।

Mumbai win
Vijay Hazare Trophy

নয়াদিল্লি, ১৪ মার্চ: অধিনায়ক পৃথ্বী শ এবং আদিত্য তারের অনবদ্য ইনিংসে বিজয় হাজারে ট্রফি জিতল মুম্বই। আজ অরুণ জেটলি স্টেডিয়ামে তারা উত্তরপ্রদেশকে ৬ উইকেটে হারিয়ে চতুর্থবারের জন্য চ্যাম্পিয়ন হল তারা।

প্রথম ইনিংসে ব্যাট করে উত্তরপ্রদেশ মুম্বইয়ের সামনে ৪ উইকেট হারিয়ে ৩১৩ রানের লক্ষ্যমাত্রা দেয়। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৪১.৩ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পৃথ্বীরা। উত্তরপ্রদেশের মাধব কৌশিক ১৫৮ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে মুম্বইয়ের পৃথ্বী শ ৩৯ বলে করেন ৭৩ রান এবং আদিত্য তারে ১১৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন।

পৃথ্বী সিরিজে ৮২৭ রান করে এই টুর্নামেন্ট শেষ করেন। ৩১৩ রান তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করেন পৃথ্বী শ এবং ইয়াসাভি জয়সোয়াল। প্রথম ৯ ওভারে তারা ৮৯ রান সংগ্রহ করে। অধিনায়ক পৃথ্বী বিজয় হাজারে ট্রফিতে ৮০০ এরও বেশি রান করেন। রান তাড়া করতে নেমে মুম্বই ১৫ ওভারে ১২৭ রানে ২টি উইকেট হারায়। পরে পৃথ্বী শ এবং আদিত্য তারে ব্যাট ধরেন। শিবম দুবে করেন ৪২ রান। মুম্বই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন ৫১ বল বাকি থাকতে।

নয়াদিল্লি, ১৪ মার্চ: অধিনায়ক পৃথ্বী শ এবং আদিত্য তারের অনবদ্য ইনিংসে বিজয় হাজারে ট্রফি জিতল মুম্বই। আজ অরুণ জেটলি স্টেডিয়ামে তারা উত্তরপ্রদেশকে ৬ উইকেটে হারিয়ে চতুর্থবারের জন্য চ্যাম্পিয়ন হল তারা।

প্রথম ইনিংসে ব্যাট করে উত্তরপ্রদেশ মুম্বইয়ের সামনে ৪ উইকেট হারিয়ে ৩১৩ রানের লক্ষ্যমাত্রা দেয়। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৪১.৩ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পৃথ্বীরা। উত্তরপ্রদেশের মাধব কৌশিক ১৫৮ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে মুম্বইয়ের পৃথ্বী শ ৩৯ বলে করেন ৭৩ রান এবং আদিত্য তারে ১১৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন।

পৃথ্বী সিরিজে ৮২৭ রান করে এই টুর্নামেন্ট শেষ করেন। ৩১৩ রান তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করেন পৃথ্বী শ এবং ইয়াসাভি জয়সোয়াল। প্রথম ৯ ওভারে তারা ৮৯ রান সংগ্রহ করে। অধিনায়ক পৃথ্বী বিজয় হাজারে ট্রফিতে ৮০০ এরও বেশি রান করেন। রান তাড়া করতে নেমে মুম্বই ১৫ ওভারে ১২৭ রানে ২টি উইকেট হারায়। পরে পৃথ্বী শ এবং আদিত্য তারে ব্যাট ধরেন। শিবম দুবে করেন ৪২ রান। মুম্বই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন ৫১ বল বাকি থাকতে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.