ETV Bharat / sports

CSK-র জার্সিতে আর মাঠে দেখা যাবে না ওয়াটসনকে - chennai superkings

CSK-এর সতীর্থদের সবধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা জানিয়ে দিয়েছেন তিনি ।

"অবসর" ওয়াটসনের, CSK-এর জার্সিতে আর দেখা যাবে না অজ়ি তারকাকে
"অবসর" ওয়াটসনের, CSK-এর জার্সিতে আর দেখা যাবে না অজ়ি তারকাকে
author img

By

Published : Nov 2, 2020, 5:36 PM IST

আবু ধাবি, 2 নভেম্বর : এই প্রথম লিগ পর্ব থেকে বিদায় নিয়েছে চেন্নাই সুপার কিংস । আর তারপরই CSK-কে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন । জাতীয় দল থেকে আগেই অবসর নিয়েছিলেন । এবার ফ্র্যাঞ্চাইজ়ি লিগ থেকেও সরে দাঁড়ালেন ওয়াটসন । CSK-এর সতীর্থদের সবধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা জানিয়ে দিয়েছেন তিনি । ফলে আগামী বছর CSK-এর জার্সিতে আর দেখা যাবে না প্রাক্তন অজ়ি তারকাকে ।

2018 সালে অজ়ি ওপেনারকে যখন দলে নেয় চেন্নাই সুপার কিংস ততদিনে জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেছেন ওয়াটসন । 2018 মরশুমে চেন্নাইয়ের খেতাব জয়ের পিছনে তাঁর বড় অবদান ছিল । সেমিফাইনালে সেঞ্চুরি হাঁকিয়ে CSK-কে তৃতীয়বারের জন্য ফাইনালে তুলেছিলেন ওয়াটসন । গতকাল পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের পর ড্রেসিংরুমে সতীর্থদের তিনি জানিয়ে দেন এটাই তাঁর শেষ ম্যাচ । কারণ তিনি ফ্র্যাঞ্চাইজ়ি লিগ থেকেও অবসর নিচ্ছেন । কথাগুলো বলার সময় আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তিনি ।

CSK-এর আগে রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেন ওয়াটসন । 2008 সালে রাজস্থান রয়্যালসকে প্রথম IPL খেতাব জিততে বড় ভূমিকা পালন করেছিলেন তিনি । 39 বছরের এই অজ়ি ক্রিকেটার আন্তর্জাতিক স্তরে 59টি টেস্ট, 190টি ওয়ানডে এবং 58টি টি-20 খেলেছেন । মোট 145টি IPL-এর ম্যাচের মধ্যে CSK-এর হয়ে 43টি ম্যাচ খেলেছেন । চলতি মরশুমে বেশ কয়েকটি ম্যাচে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন শেন ওয়াটসন । তার মধ্যে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে 83 রানের ইনিংস রয়েছে । তবে চলতি মরশুমটা ভুলে যেতে চাইবেন অজ়ি অলরাউন্ডার ।

IPL-এ কামব্যাক করার জন্য মুখিয়ে রয়েছে চেন্নাই সুপার কিংস । 2020 মরশুমটা ভুলে গিয়ে নতুনভাবে ঘুরে দাঁড়াতে চাইছে তারা । ফলে হলুদ জার্সিতে না খেললেও আগামী মরশুমে CSK-এর সাপোর্ট স্টাফ টিমে দেখা যেতে পারে ওয়াটসনকে ।

আবু ধাবি, 2 নভেম্বর : এই প্রথম লিগ পর্ব থেকে বিদায় নিয়েছে চেন্নাই সুপার কিংস । আর তারপরই CSK-কে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন । জাতীয় দল থেকে আগেই অবসর নিয়েছিলেন । এবার ফ্র্যাঞ্চাইজ়ি লিগ থেকেও সরে দাঁড়ালেন ওয়াটসন । CSK-এর সতীর্থদের সবধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা জানিয়ে দিয়েছেন তিনি । ফলে আগামী বছর CSK-এর জার্সিতে আর দেখা যাবে না প্রাক্তন অজ়ি তারকাকে ।

2018 সালে অজ়ি ওপেনারকে যখন দলে নেয় চেন্নাই সুপার কিংস ততদিনে জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেছেন ওয়াটসন । 2018 মরশুমে চেন্নাইয়ের খেতাব জয়ের পিছনে তাঁর বড় অবদান ছিল । সেমিফাইনালে সেঞ্চুরি হাঁকিয়ে CSK-কে তৃতীয়বারের জন্য ফাইনালে তুলেছিলেন ওয়াটসন । গতকাল পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের পর ড্রেসিংরুমে সতীর্থদের তিনি জানিয়ে দেন এটাই তাঁর শেষ ম্যাচ । কারণ তিনি ফ্র্যাঞ্চাইজ়ি লিগ থেকেও অবসর নিচ্ছেন । কথাগুলো বলার সময় আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তিনি ।

CSK-এর আগে রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেন ওয়াটসন । 2008 সালে রাজস্থান রয়্যালসকে প্রথম IPL খেতাব জিততে বড় ভূমিকা পালন করেছিলেন তিনি । 39 বছরের এই অজ়ি ক্রিকেটার আন্তর্জাতিক স্তরে 59টি টেস্ট, 190টি ওয়ানডে এবং 58টি টি-20 খেলেছেন । মোট 145টি IPL-এর ম্যাচের মধ্যে CSK-এর হয়ে 43টি ম্যাচ খেলেছেন । চলতি মরশুমে বেশ কয়েকটি ম্যাচে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন শেন ওয়াটসন । তার মধ্যে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে 83 রানের ইনিংস রয়েছে । তবে চলতি মরশুমটা ভুলে যেতে চাইবেন অজ়ি অলরাউন্ডার ।

IPL-এ কামব্যাক করার জন্য মুখিয়ে রয়েছে চেন্নাই সুপার কিংস । 2020 মরশুমটা ভুলে গিয়ে নতুনভাবে ঘুরে দাঁড়াতে চাইছে তারা । ফলে হলুদ জার্সিতে না খেললেও আগামী মরশুমে CSK-এর সাপোর্ট স্টাফ টিমে দেখা যেতে পারে ওয়াটসনকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.