আবু ধাবি, 8 অক্টোবর : দু'জনেরই ফ্যান তিনি ৷ একজন শাহরুখ খান ৷ অন্যজন মহেন্দ্র সিং ধোনি ৷ বুধবার শেখ জায়েদ স্টেডিয়ামে CSK বনাম KKR ম্যাচে উপস্থিত ছিলেন দু'জনই ৷ এই দুই প্রিয় মানুষের মধ্যে একজনের মুখে যেমন হাসি ফোটালেন তেমনই অন্যজনের কাছ থেকে জয় ছিনিয়ে আনলেন রাহুল ত্রিপাঠী ৷
বুধবার আবু ধাবির মাঠে ওড়েনি হেলিকপ্টার শট ৷ রবীন্দ্র জাদেজার তরোয়ালবাজিরও দেখা মেলেনি ৷ পরিবর্তে ম্যাচের লাইমলাইট কেড়ে নিলেন ধোনির রাজ্যেরই এক তরুণ ক্রিকেটার রাহুল ত্রিপাঠী ৷ সুনীল নারিনের ব্যর্থতা KKR-এর ওপেনিংয়ে নামার সুযোগ করে দিয়েছিল তাঁকে ৷ কলকাতার ব্যাটিং বিপর্যয়ের দিন একাই 51 বলে 81 রান করলেন ৷ 8টি চার ও 3টি ছয় দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস ৷ মহারাষ্ট্রের ঘরোয়া টিমের হয়ে খেলা রাহুলের ব্যাটে ভর করেই চেন্নাই সুপার কিংসকে 167 রানের টার্গেট দেয় KKR ৷ সেই লক্ষ্যে দলকে পৌঁছে দিতে পারেননি শেন ওয়াটসন, অম্বাতি রায়ডুরা ৷
ম্যাচ শেষে ধোনির মুখে হয়তো শোনা যায়নি রাহুলের নাম ৷ তবে দলকে জেতানোর পুরস্কার দিলেন কিং খান ৷ রাহুল ম্যাচ সেরার পুরস্কার নিতে গেলে গ্যালারি থেকে শাহরুখ চিৎকার করে বললেন, "রাহুল, নাম তো সুনা হি হোগা ৷" যা তাঁর ব্লকবাস্টার ছবি "দিল তো পাগল হ্যায়"-এর ডায়লগ ৷ শুনে হাসিতে গড়িয়ে পড়েন রাহুল ত্রিপাঠী ও সঞ্চালক হর্ষ ভোগলে ৷
-
The moment when @ImRTripathi met the 👑 🤩@iamsrk #KKRHaiTaiyaar #KorboLorboJeetbo #Dream11IPL pic.twitter.com/5UQhGxWAXs
— KolkataKnightRiders (@KKRiders) October 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The moment when @ImRTripathi met the 👑 🤩@iamsrk #KKRHaiTaiyaar #KorboLorboJeetbo #Dream11IPL pic.twitter.com/5UQhGxWAXs
— KolkataKnightRiders (@KKRiders) October 7, 2020The moment when @ImRTripathi met the 👑 🤩@iamsrk #KKRHaiTaiyaar #KorboLorboJeetbo #Dream11IPL pic.twitter.com/5UQhGxWAXs
— KolkataKnightRiders (@KKRiders) October 7, 2020
তার আগে অবশ্য দলের মালিকের সঙ্গে রাহুলের পরিচয় করিয়ে দেন দীনেশ কার্তিক ৷ বুধবার ছেলে আরিয়ান ও মেয়ে সুহানাকে নিয়ে আবু ধাবিতে উপস্থিত ছিলেন শাহরুখ ৷ ম্যাচ শেষে নিচ থেকে গ্যালারিতে দাঁড়িয়ে থাকা শাহরুখের সঙ্গে রাহুলের পরিচয় করিয়ে দেন KKR অধিনায়ক ৷ রাহুল যে শাহরুখের বড় ফ্যান তাও জানান কার্তিক ৷ KKR-এর টুইটার পেজে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ৷
-
We were a few runs short, but the bowling made up for it at the end. Well played boys of @KKRiders And have to mention our @ImRTripathi ‘Naam toh suna tha....kaam usse bhi kamaal hai’ Be healthy all of you and rest well. @Bazmccullum will see u soon
— Shah Rukh Khan (@iamsrk) October 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">We were a few runs short, but the bowling made up for it at the end. Well played boys of @KKRiders And have to mention our @ImRTripathi ‘Naam toh suna tha....kaam usse bhi kamaal hai’ Be healthy all of you and rest well. @Bazmccullum will see u soon
— Shah Rukh Khan (@iamsrk) October 7, 2020We were a few runs short, but the bowling made up for it at the end. Well played boys of @KKRiders And have to mention our @ImRTripathi ‘Naam toh suna tha....kaam usse bhi kamaal hai’ Be healthy all of you and rest well. @Bazmccullum will see u soon
— Shah Rukh Khan (@iamsrk) October 7, 2020
এই নিয়ে পাঁচটি ম্যাচ খেলে তিনটিতে জয় পেল কলকাতা নাইট রাইডার্স ৷ চেন্নাইয়ের বিরুদ্ধে 10 রানের জয়ে পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে এসেছে তারা ৷