ETV Bharat / sports

"মাঠের বাইরেও বন্ধুত্ব অটুট থাকুক", 48-এর সৌরভকে শুভেচ্ছা মাস্টার ব্লাস্টারের - সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা সচিনের

48-এ পা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ শুভেচ্ছা জানালেন সচিন তেন্ডুলকর, বিরাট কোহলিরা ৷

"মাঠের বাইরেও বন্ধুত্ব অটুট থাকুক", 48-এর সৌরভকে শুভেচ্ছা মাস্টার ব্লাস্টারের
"মাঠের বাইরেও বন্ধুত্ব অটুট থাকুক", 48-এর সৌরভকে শুভেচ্ছা মাস্টার ব্লাস্টারের
author img

By

Published : Jul 8, 2020, 1:08 PM IST

কলকাতা, 8 জুলাই : বাইশ গজে তাঁদের জুটি এখনও শিহরণ জাগায় দেশের আপামর ক্রিকেটপ্রেমীর হৃদয়ে ৷ ক্রিজে গাঙ্গুলি-তেন্ডুলকর জুটি মানে রানের বর্ষা, ভারতীয়দের উচ্ছ্বাস আর বিপক্ষের চাপ ৷ ক্রিকেট বিশ্বের সবচেয়ে সফল এই জুটির ওয়ান ডে ফরম্যাটে রয়েছে 8 হাজারেরও বেশি রান ৷ শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও এই জুটির বন্ধুত্ব অটুট ৷ সেই বন্ধুত্ব যাতে আরও অটুট থাকে, সৌরভের 48তম জন্মদিনে সেই কামনাই করলেন সচিন তেন্ডুলকর ৷

একদিন আগেই 39 বছরে পা দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি ৷ শুভেচ্ছায় ভেসে গেছিলেন প্রাক্তন অধিনায়ক ৷ তার একদিন পরই 48 বছরে পা দিলেন আরও এক প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ কারণ, BCCI প্রেসিডেন্টের আসনে বসার পর এটা প্রথম জন্মদিন তাঁর ৷ সকাল থেকেই শুভেচ্ছায় ভাসছেন বোর্ড প্রেসিডেন্ট ৷ প্রিয় দাদিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা ৷ তার মধ্যে নজর কেড়েছে মাস্টার ব্লাস্টারের টুইট ৷ বুধবার সকালে টুইটারে শুভেচ্ছা জানিয়ে সচিন লিখেছেন, "শুভ জন্মদিন দাদি ৷ মাঠে আমাদের জুটি যেমন অটুট ছিল, আশা করি যত সময় গড়াবে মাঠের বাইরেও সেই বন্ধুত্ব আরও মজবুত হবে ৷ বছরটা তোমার ভালো কাটুক ৷ এটাই আশা করি ৷"

  • Happy birthday Dadi!
    Hope our off-field partnership keeps going strong like our on-field ones. Wish you a blessed year ahead. pic.twitter.com/jOmq9XN07w

    — Sachin Tendulkar (@sachin_rt) July 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বর্তমান অধিনায়ক বিরাট কোহলি লিখেছেন, "হ্যাপি বার্থ ডে দাদা ৷ ভগবান তোমার মঙ্গল করুক ৷"

ভারতের অন্যতম সফল অধিনায়ক থেকে আজ বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের তাজ সৌরভের মাথায় ৷ বাইশ গজে যেমন সাফল্য পেয়েছেন, ক্রিকেট প্রশাসক হিসেবেও সুনাম কুড়িয়েছেন ৷ এমনকী ICC-এর চেয়ারম্যান পদেও সৌরভকে দেখতে ইচ্ছুক বিশ্ব ক্রিকেট ৷ একসময় ক্রিকেট মাঠে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা সতীর্থ ভিভিএস লক্ষ্মণও চাইছেন জীবনে আরও সাফল্য অর্জন করুক সৌরভ ৷ প্রিয় দাদির 48তম জন্মদিনে তাঁর টুইট, "এই দিনটা বারবার আসুক ৷ জীবনে আরও সাফল্য পাও ৷ আরও মানুষের ভালোবাসা অর্জন করো ৷ এটাই চাই ৷ আজকের দিনটা আর সারাবছরটা তোমার ভালো কাটুক ৷"

সৌরভকে শুভেচ্ছা জানিয়ে আরও কিছু টুইট -

কলকাতা, 8 জুলাই : বাইশ গজে তাঁদের জুটি এখনও শিহরণ জাগায় দেশের আপামর ক্রিকেটপ্রেমীর হৃদয়ে ৷ ক্রিজে গাঙ্গুলি-তেন্ডুলকর জুটি মানে রানের বর্ষা, ভারতীয়দের উচ্ছ্বাস আর বিপক্ষের চাপ ৷ ক্রিকেট বিশ্বের সবচেয়ে সফল এই জুটির ওয়ান ডে ফরম্যাটে রয়েছে 8 হাজারেরও বেশি রান ৷ শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও এই জুটির বন্ধুত্ব অটুট ৷ সেই বন্ধুত্ব যাতে আরও অটুট থাকে, সৌরভের 48তম জন্মদিনে সেই কামনাই করলেন সচিন তেন্ডুলকর ৷

একদিন আগেই 39 বছরে পা দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি ৷ শুভেচ্ছায় ভেসে গেছিলেন প্রাক্তন অধিনায়ক ৷ তার একদিন পরই 48 বছরে পা দিলেন আরও এক প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ কারণ, BCCI প্রেসিডেন্টের আসনে বসার পর এটা প্রথম জন্মদিন তাঁর ৷ সকাল থেকেই শুভেচ্ছায় ভাসছেন বোর্ড প্রেসিডেন্ট ৷ প্রিয় দাদিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা ৷ তার মধ্যে নজর কেড়েছে মাস্টার ব্লাস্টারের টুইট ৷ বুধবার সকালে টুইটারে শুভেচ্ছা জানিয়ে সচিন লিখেছেন, "শুভ জন্মদিন দাদি ৷ মাঠে আমাদের জুটি যেমন অটুট ছিল, আশা করি যত সময় গড়াবে মাঠের বাইরেও সেই বন্ধুত্ব আরও মজবুত হবে ৷ বছরটা তোমার ভালো কাটুক ৷ এটাই আশা করি ৷"

  • Happy birthday Dadi!
    Hope our off-field partnership keeps going strong like our on-field ones. Wish you a blessed year ahead. pic.twitter.com/jOmq9XN07w

    — Sachin Tendulkar (@sachin_rt) July 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বর্তমান অধিনায়ক বিরাট কোহলি লিখেছেন, "হ্যাপি বার্থ ডে দাদা ৷ ভগবান তোমার মঙ্গল করুক ৷"

ভারতের অন্যতম সফল অধিনায়ক থেকে আজ বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের তাজ সৌরভের মাথায় ৷ বাইশ গজে যেমন সাফল্য পেয়েছেন, ক্রিকেট প্রশাসক হিসেবেও সুনাম কুড়িয়েছেন ৷ এমনকী ICC-এর চেয়ারম্যান পদেও সৌরভকে দেখতে ইচ্ছুক বিশ্ব ক্রিকেট ৷ একসময় ক্রিকেট মাঠে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা সতীর্থ ভিভিএস লক্ষ্মণও চাইছেন জীবনে আরও সাফল্য অর্জন করুক সৌরভ ৷ প্রিয় দাদির 48তম জন্মদিনে তাঁর টুইট, "এই দিনটা বারবার আসুক ৷ জীবনে আরও সাফল্য পাও ৷ আরও মানুষের ভালোবাসা অর্জন করো ৷ এটাই চাই ৷ আজকের দিনটা আর সারাবছরটা তোমার ভালো কাটুক ৷"

সৌরভকে শুভেচ্ছা জানিয়ে আরও কিছু টুইট -

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.