মুম্বই, 25 এপ্রিল: জন্মদিন পার হয়ে গিয়েছে একদিন হল । কিন্তু সচিন তেন্ডুলকরের জন্মদিনের রেশ এখনও কাটেনি । কোরোনা আতঙ্ক যতই তাড়া করুক মাস্টার ব্লাস্টারের 47তম জন্মদিন নিয়ে আগ্রহের শেষ ছিল না দেশবাসীর । এদিনও প্রচুর শুভেচ্ছা পেয়েছেন তিনি । শনিবার বিকেলে তাই সকল অনুরাগীদের ধন্যবাদ জানালেন সচিন । তার সঙ্গে একটি ছোট্ট অনুরোধও রাখলেন ভারতীয় ক্রিকেটের ঈশ্বর ।
এর আগেও বারবার বলেছেন, আবারও দেশবাসীকে ঘরে থাকার অনুরোধ জানান সচিন । সেই অনুরোধের সঙ্গে ক্রিকেটের উদাহরণও টেনে এনেছেন তিনি । কোরোনা বিদ্ধ দেশে ঘরে থাকাটাই যে সুরক্ষিত থাকার একমাত্র তা জানিয়ে টুইটে দেশের এই ব্যাটিং কিংবদন্তি লেখেন, "আপনাদের শুভেচ্ছার জন্য অসংখ্য ধন্যবাদ । আমি ক্রিজে থাকাকালীন আপনারা সবসময় প্রার্থনা করেছন যে আমি যাতে আউট না হই । আমার প্রার্থনা এটাই আপনারা কেউ বাড়ির বাইরে যাবেন না । বাড়িতে থাকুন, সুস্থ থাকুন ।"
-
Thank you for all your wonderful wishes.
— Sachin Tendulkar (@sachin_rt) April 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
You always prayed for me to stay at the crease and not get out.
My only wish for all of you today is that you too don't get out. #StayHome and stay healthy. 🙏🏻
">Thank you for all your wonderful wishes.
— Sachin Tendulkar (@sachin_rt) April 25, 2020
You always prayed for me to stay at the crease and not get out.
My only wish for all of you today is that you too don't get out. #StayHome and stay healthy. 🙏🏻Thank you for all your wonderful wishes.
— Sachin Tendulkar (@sachin_rt) April 25, 2020
You always prayed for me to stay at the crease and not get out.
My only wish for all of you today is that you too don't get out. #StayHome and stay healthy. 🙏🏻
কোরোনার কারণে এবারের জন্মদিন সেলিব্রেট করেননি সচিন । দিনটা বাড়িতেই পরিবারের সঙ্গে কাটিয়েছেন । আর এই কোরোনা পরিস্থিতিতেও সচিনের জন্মদিন নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো ।