লন্ডন, 4 ফেব্রুয়ারি : এবার বীরেন্দ্র সেওয়াগের সঙ্গে ঋষভ পন্থের তুলনা করলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন ৷ তাঁর মতে, বীরেন্দ্র সেওয়াগ যেমন বিপক্ষ বোলারদের মধ্যে ভীতির সৃষ্টি করতেন, তেমনই ক্ষমতা রয়েছে ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যানের মধ্যে ৷ তবে, সেক্ষেত্রে পন্থকে নিজের আক্রমণাত্মক ব্যাটিং বজায় রাখতে হবে বলে মনে করেন ভন ৷
অস্ট্রেলিয়ায় ভারতের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের অন্যতম কারিগর ছিলেন ঋষভ পন্থ ৷ ক্যাঙ্গারুদের দেশে অসাধারণ পারফর্মেন্সের কারণে আইসিসির জানুয়ারি মাসের প্লেয়ার অফ দ্য ম্যাচের জন্য মনোনীত হয়েছেন ঋষভ ৷ যার পরেই ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজে ঋষভের পারফর্মেন্সের উপরে নজর রয়েছে ক্রিকেট বিশ্বের ৷ তেমনই মাইকেল ভনও মনে করেন, পন্থ এবং ইংল্যান্ডের খেলায়াড়দের দ্বৈরথ দেখার মতো হতে চলেছে ৷ তিনি বলেন, ‘‘ঋষভের সঙ্গে বেন স্টোকসের মতো ক্রিকেটারকে একসঙ্গে দেখা খুবই মজার ৷ যখন পন্থ ব্যাট হাতে মাঠে নামবেন, তখন তাঁর খেলা দেখার জন্য মুখিয়ে থাকব ৷ আমি এই সুযোগ মিস হতে দিতে পারি না ৷ কারণ এমন মুহূর্ত খুবই কম আসে ৷’’
আরও পড়ুন : ইংল্যান্ড শিবিরে ধাক্কা, কব্জিতে চোট পেয়ে প্রথম 2 টেস্টে নেই ওপেনার জ়্যাক ক্রোলি
‘‘তবে, ঋষভ যদি একইরকম উৎসাহের সঙ্গে নিজের ক্রিকেট চালিয়ে যায় যা তিনি এখন করছেন তবে, বিপক্ষের বহু দলকে তিনি চ্যালেঞ্জের মুখে ফেলে দেবেন,’’ বলে মনে করেন মাইকেল ভন ৷ তিনি আরও বলেন, ‘‘সেওয়াগ যেভাবে বিপক্ষের বোলারদের মধ্যে ভীতি তৈরি করতেন, তেমনি ছয় মারার ক্ষমতা রয়েছে ঋষভের ৷’’