আবু ধাবি, 22 অক্টোবর : কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং বিভাগকে ছারখার করে ম্যাচ জিতে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর । প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে 100 রানও তুলতে পারেননি দীনেশ কার্তিক-ইয়ন মরগ্যানরা । ব্যাঙ্গালুরু পেসার মহম্মদ সিরাজ় 4 ওভারে 8 রান দিয়ে তুলে নেন তিনটি উইকেট ৷ কোহলির দলের বোলিংয়ের প্রশংসা করে ম্যাচ শেষে নাইট অধিনায়ক ইয়ন মরগ্যান বলেছেন, "আমাদের RCB-এর বোলিংয়ের জবাব দেওয়া উচিত ছিল ।"
আবু ধাবির মাঠে প্রথমে ব্যাটিং করে বহু সংগ্রাম করে রান তোলেন নাইট ব্যাটসম্যানরা । নির্ধারিত ওভারে 8 উইকেট হারিয়ে 84 রান তোলেন তাঁরা । এই বিপর্যয়ের পর মরগ্যান বলছেন, টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্তটা ভুল ছিল । ম্যাচ হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে নাইট অধিনায়ক বলেন, "আমার মনে হয় শুরুটা হয়েছিল ব্যাটিং দিয়ে । প্রথম চার থেকে পাঁচজন ব্যাটসম্যানের দ্রুত ফিরে যাওয়াটা হতাশাজনক । RCB খুব ভালো বল করেছে । তবে আমাদের উচিত ছিল এর জবাব দেওয়া । শিশিরের কথা মাথায় রেখে আমাদের প্রথমে বল করা উচিত ছিল ।" নাইটদের প্রথম তিন ব্যাটসম্যান যখন ফিরে যায় তখন KKR-এর দলীয় স্কোর ছিল 3 ।
পুরোপুরি ফিট নন সুনীল নারাইন । চোটে কবলে আন্দ্রে রাসেলও । ফলে কোহলিদের বিরুদ্ধে এই দুই ক্যারিবিয়ান অলরাউন্ডারকে পায়নি নাইট শিবির । দুই অলরাউন্ডারকে না পাওয়ায় বড় ফাঁক রয়ে গেছে বলে মনে করছেন মরগ্যান । তাঁর কথায়, "আমাদের শীর্ষ তিন ব্যাটসম্যানের নির্ধারণ সম্পর্কে আমরা ধারাবাহিক । আমাদের বিশ্বাস, তাঁদের মধ্যে যে কেউ ম্যাচ জেতাতে পারেন । ওঁদের মধ্যে সেই প্রতিভা রয়েছে । তাই ভারতীয় ব্যাটসম্যানদের পাশে দাঁড়ানোটা জরুরি । আশা করছি, রাসেল ও নারাইন দ্রুত ফিট হয়ে দলে যোগ দেবেন । এরকম মানের দুজন অলরাউন্ডার না থাকা মানে বড় ফাঁক থেকে যাওয়া । আশা করছি, খুব দ্রুত তাঁদের পাব আমরা ।"