সিডনি, 5 ডিসেম্বর : একদিনের সিরিজ় খোয়াতে হলেও ডনের দেশে কুড়ি-বিশের সিরিজ়টা জয় দিয়ে শুরু করেছে ভারত । তবে জয়ের আনন্দের সঙ্গে রয়েছে চোটের ধাক্কা । গতকাল মানুকা ওভালে ইনিংসের শেষ ওভারে হেলমেটে বল লাগে রবীন্দ্র জাদেজার । ফলে, সিরিজ় থেকে ছিটকে গেলেন ফর্মে থাকা এই অলরাউন্ডার । তাঁর পরিবর্তে জায়গা পেয়েছেন শার্দুল ঠাকুর ।
জাড্ডুর চোট নিয়ে বিসিসিআই জানিয়েছে, ইনিংস ব্রেকের সময়ই জাদেজার চোট পরীক্ষা করা হয় । বর্তমানে বোর্ডের মেডিকেল টিমের তত্ত্বাবধানে রাখা হয়েছে তাঁকে । প্রয়োজন পড়লে মাথার স্ক্যান করা হবে । তাই সিরিজ়ের বাকি ম্যাচগুলি খেলতে পারবেন না জাদেজা । হেলমেটে বল লাগার পর জাদেজার মাথা ঘুরছিল । তাই কনকাশন পরিবর্ত হিসেবে যুজবেন্দ্র চ্বহালকে মাঠে নামানো হয় ।
কনকাশন পরিবর্ত নিয়ে তীব্র প্রতিবাদ জানান অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার । তাদের মতে, স্টার্কের বল হেলমেটে লাগার আগেই জাদেজাকে খোঁড়াতে দেখা গিয়েছিল । যে কারণে 19তম ওভারে তিনি বিরতি নিয়েছিলেন । এরপর জাড্ডুর হেলমেটে বল লাগে । পরিবর্ত হিসেবে নামেন চ্বহাল । যা নিয়ে অজ়িদের তীব্র আপত্তি ছিল । তাদের বক্তব্য, পায়ে চোট লাগলে চহ্বাল কেন কনকাশন সাব হিসেবে নামবে ?
যদিও বিতর্কে জল ঢালেন অজ়ি অধিনায়ক অ্যারন ফিঞ্চ । তিনি বলেন, "ওদের চিকিৎসকরা জাদেজাকে মাঠে নামতে দেননি । চিকিৎসকদের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে পারি না ।"