ETV Bharat / sports

রোহিতের চোট বিতর্ক, মুখ খুললেন রবি শাস্ত্রী

আরব আমিরশাহিতে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সময় চোট পান রোহিত ৷ তার পর থকে চারটি ম্যাচে মাঠে নামেননি হিটম্যান ৷

রোহিত ও শাস্ত্রী
রোহিত ও শাস্ত্রী
author img

By

Published : Nov 1, 2020, 4:11 PM IST

দিল্লি, 1 নভেম্বর : অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে রোহিত শর্মাকে না রাখা নিয়ে শুরু হয়েছিল বিতর্ক ৷ এবার সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন জাতীয় দলের কোচ রবি শাস্ত্রী ৷ অস্ট্রেলিয়াগামী তিন ফর্ম্যাটের দলেই চোটের জন্য রাখা হয়নি রোহিতকে ৷

আরব আমিরশাহিতে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সময় চোট পান রোহিত ৷ তারপর থকে চারটি ম্যাচে মাঠে নামেননি হিটম্যান ৷ তাঁর পরিবর্তে দলের অধিনায়কত্ব সামলাচ্ছেন কাইরন পোলার্ড ৷

নির্বাচকরা তাই অস্ট্রেলিয়া সফরে তাঁর নাম বিবেচনা করেননি ৷ বলা হয় রোহিতের চোটের উপর নজর রাখা হচ্ছে ৷

কিন্তু জাতীয় দল ঘোষণার কয়েক ঘণ্টা পরই মুম্বই ইন্ডিয়ান্সের নেটে রোহিতকে ব্যাট করতে দেখা যায় ৷ সোশাল মিডিয়ায় সেই ভিডিয়ো পোস্ট করে MI ৷ তবে আরও একটি জিনিস বিতর্ক তৈরি করে ৷ কিংস ইলেভেন পঞ্জাবে চোটের জন্য বাদ পড়া ময়ঙ্ক আগরওয়ালকে অস্ট্রেলিয়া সফরে দলে রাখা হয় ৷

আজ দল নির্বাচন নিয়ে তৈরি বিতর্ক নিয়ে মুখ খোলেন রবি শাস্ত্রী ৷ পরিষ্কার করে জানিয়ে দেন দল নির্বাচনে তাঁর কোনও হাত নেই ৷ এছাড়া রোহিত শর্মার মেডিকেল রিপোর্ট নিয়েও কথা বলেন ভারতীয় দলের কোচ ৷ জানান, মেডিকেল রিপোর্ট অনুযায়ী রোহিত যদি ফিরতে তাড়াহুড়ো করেন, তাহলে তিনি পুনরায় চোটের কবলে পড়তে পারেন ৷

শাস্ত্রী বলেন, ‘‘বিষয়টি পুরোপুরি মেডিকেল টিম দেখাশোনা করছে ৷ আমরা এর মধ্যে প্রবেশ করিনি ৷ তাঁরা নির্বাচকদের রিপোর্ট দিয়েছেন ৷ এবং নির্বাচকরা তাঁদের কাজ করেছেন ৷ আমার কিছু বলার নেই ৷ আমি নির্বাচক দলের সদস্য নই ৷ যেটা আমি জানি মেডিকেল রিপোর্ট অনুযায়ী, তাড়াহুড়ো করলে ফের চোটগ্রস্ত হতে পারে রোহিত ৷’’

হিটম্যানের চোটের আপডেট দেন মুম্বইয়ের অধিনায়ক কাইরন পোলার্ডও ৷ ক্যারিবিয়ান অলরাউন্ডার জানান, ‘‘ রোহিত দ্রুত সুস্থ হচ্ছে ৷ আশা করছি ও দ্রুত ফিরে আসবে ৷’’

দিল্লি, 1 নভেম্বর : অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে রোহিত শর্মাকে না রাখা নিয়ে শুরু হয়েছিল বিতর্ক ৷ এবার সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন জাতীয় দলের কোচ রবি শাস্ত্রী ৷ অস্ট্রেলিয়াগামী তিন ফর্ম্যাটের দলেই চোটের জন্য রাখা হয়নি রোহিতকে ৷

আরব আমিরশাহিতে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সময় চোট পান রোহিত ৷ তারপর থকে চারটি ম্যাচে মাঠে নামেননি হিটম্যান ৷ তাঁর পরিবর্তে দলের অধিনায়কত্ব সামলাচ্ছেন কাইরন পোলার্ড ৷

নির্বাচকরা তাই অস্ট্রেলিয়া সফরে তাঁর নাম বিবেচনা করেননি ৷ বলা হয় রোহিতের চোটের উপর নজর রাখা হচ্ছে ৷

কিন্তু জাতীয় দল ঘোষণার কয়েক ঘণ্টা পরই মুম্বই ইন্ডিয়ান্সের নেটে রোহিতকে ব্যাট করতে দেখা যায় ৷ সোশাল মিডিয়ায় সেই ভিডিয়ো পোস্ট করে MI ৷ তবে আরও একটি জিনিস বিতর্ক তৈরি করে ৷ কিংস ইলেভেন পঞ্জাবে চোটের জন্য বাদ পড়া ময়ঙ্ক আগরওয়ালকে অস্ট্রেলিয়া সফরে দলে রাখা হয় ৷

আজ দল নির্বাচন নিয়ে তৈরি বিতর্ক নিয়ে মুখ খোলেন রবি শাস্ত্রী ৷ পরিষ্কার করে জানিয়ে দেন দল নির্বাচনে তাঁর কোনও হাত নেই ৷ এছাড়া রোহিত শর্মার মেডিকেল রিপোর্ট নিয়েও কথা বলেন ভারতীয় দলের কোচ ৷ জানান, মেডিকেল রিপোর্ট অনুযায়ী রোহিত যদি ফিরতে তাড়াহুড়ো করেন, তাহলে তিনি পুনরায় চোটের কবলে পড়তে পারেন ৷

শাস্ত্রী বলেন, ‘‘বিষয়টি পুরোপুরি মেডিকেল টিম দেখাশোনা করছে ৷ আমরা এর মধ্যে প্রবেশ করিনি ৷ তাঁরা নির্বাচকদের রিপোর্ট দিয়েছেন ৷ এবং নির্বাচকরা তাঁদের কাজ করেছেন ৷ আমার কিছু বলার নেই ৷ আমি নির্বাচক দলের সদস্য নই ৷ যেটা আমি জানি মেডিকেল রিপোর্ট অনুযায়ী, তাড়াহুড়ো করলে ফের চোটগ্রস্ত হতে পারে রোহিত ৷’’

হিটম্যানের চোটের আপডেট দেন মুম্বইয়ের অধিনায়ক কাইরন পোলার্ডও ৷ ক্যারিবিয়ান অলরাউন্ডার জানান, ‘‘ রোহিত দ্রুত সুস্থ হচ্ছে ৷ আশা করছি ও দ্রুত ফিরে আসবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.