ETV Bharat / sports

কোরোনা পরবর্তী ক্রিকেট বিশ্বে ভীতি, সংশয় আর দ্বিধা থাকবে: দ্রাবিড় - ভারতীয় ক্রিকেট দল

সমস্তরকম স্বাস্থ্যবিধি মানা হলেও কোরোনা পরবর্তী সময়ে খেলোয়াড়দের মধ্যে একটা ভীতি কাজ করবে বলে মনে করছেন রাহুল দ্রাবিড় ।

Dravid
Dravid
author img

By

Published : May 18, 2020, 6:39 PM IST

দিল্লি, 18 মে: কোরোনার ভয় কাটিয়ে ফের কবে বাইশ গজে বল গড়াবে তা এখনও নিশ্চিত নয় । তবে কোরোনা পরবর্তী ক্রিকেট বিশ্বে অনেক কিছুই বদলে যাবে বলে মনে করছেন রাহুল দ্রাবিড় । তাঁ মতে, কোরোনা পরবর্তী ক্রিকেট বিশ্বে ক্রিকেটারদের মনে সংশয়, দ্বিধা আর ভীতি কাজ করবে ।

মারণ ভাইরাসের দাপটে টোকিয়ো অলিম্পিক সহ বিশ্বের বড় বড় ক্রীড়া প্রতিযোগিতা দুমাসের বেশি সময় ধরে স্থগিত হয়ে রয়েছে । এই সংকটজনক পরিস্থিতি কাটিয়ে ধীরে ধীরে সচল হচ্ছে ক্রীড়া জগত । ইতিমধ্যে শুরু হয়ে গেছে বুন্দেশলিগা । ইউরোপের অন্যান্য দেশগুলিও সেই পথে এগোনোর পরিকল্পনা করছে । আগামী মাসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ় খেলতে চলেছে ইংল্যান্ড । সমস্তরকম স্বাস্থ্যবিধি মানা হলেও কোরোনা পরবর্তী সময়ে খেলোয়াড়দের মধ্যে একটা ভীতি কাজ করবে বলে মনে করছেন রাহুল দ্রাবিড় । তাঁর কথায়, "খুব অল্প সময়ের জন্য হলেও বেশ কিছু বিষয়ে সংশয় ও ভীতি কাজ করবে । আমি নিশ্চিত, মাঠে ফেরার পর অনেকের মধ্যে দ্বিধাবোধও দেখা যাবে । "

তিনি বলেন, "কোরোনার জন্য সব ধরনের স্পোর্টিং ইভেন্ট স্থগিত হয়ে গেছে । এতে বিশাল কিছু সমস্যা হবে বলে মনে করি না । একবার মাঠে নামার পর মনে হয় না ক্রীড়াবিদদেরও তেমন সমস্যা হবে । যেটা সমস্যা হবে তা হল দু-তিন মাস না খেলার কারণে ফিটনেস নিয়ে ।" দ্রাবিড়ের মতে, ম্যাচ ফিট হওয়ার জন্য খেলোয়াড়দের যথেষ্ট সময় দেওয়ার প্রয়োজন রয়েছে । বলেন, "ম্যাচ বা গেম ফিটনেস ফিরে পাওয়ার জন্য একটু সময় লাগবে । না হলে আত্মবিশ্বাস নিয়ে তারা মাঠে নামতে পারবে না । নিজেদের শরীরের উপরই তাদের বিশ্বাস থাকবে না । তাই অ্যাথলিটদের ফিট হওয়ার জন্য যথেষ্ট সময় দেওয়ার প্রয়োজন রয়েছে ।" পাশাপাশি এই 2-3 মাসের বিশ্রামে খেলোয়াড়দের সুবিধা হবে বলেই মনে করেন তিনি ।

দিল্লি, 18 মে: কোরোনার ভয় কাটিয়ে ফের কবে বাইশ গজে বল গড়াবে তা এখনও নিশ্চিত নয় । তবে কোরোনা পরবর্তী ক্রিকেট বিশ্বে অনেক কিছুই বদলে যাবে বলে মনে করছেন রাহুল দ্রাবিড় । তাঁ মতে, কোরোনা পরবর্তী ক্রিকেট বিশ্বে ক্রিকেটারদের মনে সংশয়, দ্বিধা আর ভীতি কাজ করবে ।

মারণ ভাইরাসের দাপটে টোকিয়ো অলিম্পিক সহ বিশ্বের বড় বড় ক্রীড়া প্রতিযোগিতা দুমাসের বেশি সময় ধরে স্থগিত হয়ে রয়েছে । এই সংকটজনক পরিস্থিতি কাটিয়ে ধীরে ধীরে সচল হচ্ছে ক্রীড়া জগত । ইতিমধ্যে শুরু হয়ে গেছে বুন্দেশলিগা । ইউরোপের অন্যান্য দেশগুলিও সেই পথে এগোনোর পরিকল্পনা করছে । আগামী মাসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ় খেলতে চলেছে ইংল্যান্ড । সমস্তরকম স্বাস্থ্যবিধি মানা হলেও কোরোনা পরবর্তী সময়ে খেলোয়াড়দের মধ্যে একটা ভীতি কাজ করবে বলে মনে করছেন রাহুল দ্রাবিড় । তাঁর কথায়, "খুব অল্প সময়ের জন্য হলেও বেশ কিছু বিষয়ে সংশয় ও ভীতি কাজ করবে । আমি নিশ্চিত, মাঠে ফেরার পর অনেকের মধ্যে দ্বিধাবোধও দেখা যাবে । "

তিনি বলেন, "কোরোনার জন্য সব ধরনের স্পোর্টিং ইভেন্ট স্থগিত হয়ে গেছে । এতে বিশাল কিছু সমস্যা হবে বলে মনে করি না । একবার মাঠে নামার পর মনে হয় না ক্রীড়াবিদদেরও তেমন সমস্যা হবে । যেটা সমস্যা হবে তা হল দু-তিন মাস না খেলার কারণে ফিটনেস নিয়ে ।" দ্রাবিড়ের মতে, ম্যাচ ফিট হওয়ার জন্য খেলোয়াড়দের যথেষ্ট সময় দেওয়ার প্রয়োজন রয়েছে । বলেন, "ম্যাচ বা গেম ফিটনেস ফিরে পাওয়ার জন্য একটু সময় লাগবে । না হলে আত্মবিশ্বাস নিয়ে তারা মাঠে নামতে পারবে না । নিজেদের শরীরের উপরই তাদের বিশ্বাস থাকবে না । তাই অ্যাথলিটদের ফিট হওয়ার জন্য যথেষ্ট সময় দেওয়ার প্রয়োজন রয়েছে ।" পাশাপাশি এই 2-3 মাসের বিশ্রামে খেলোয়াড়দের সুবিধা হবে বলেই মনে করেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.