ETV Bharat / sports

ব্যক্তিগত ও পেশাগত জীবনকে আলাদা করতে শিখিয়েছেন রাহুল দ্রাবিড় : পূজারা

রাহুল দ্রাবিড়ের সঙ্গে পূজারার তুলনা করা হয় । এই প্রসঙ্গে তাঁর বক্তব্য, "আমি কোনওদিন তাঁঁকে অনুকরণের চেষ্টা করিনি ।"

Cheteeshwar Pujara on Rahul dravid
চেতেশ্বর পুজারা
author img

By

Published : Jun 27, 2020, 1:12 PM IST

দিল্লি, 27 জুন : তাঁর ক্রিকেট কেরিয়ারে রাহুল দ্রাবিড়ের ভূমিকা নিয়ে কৃতজ্ঞতা জানালেন চেতেশ্বর পূজারা । তিনি জানান, কীভাবে তাঁঁর জীবনে রাহুল দ্রাবিড় বড় ভূমিকা পালন করেছেন । রাহুল দ্রাবিড়ের কাছে তিনি শিখেছেন কীভাবে খেলার পর মাঠ থেকে ফোকাস সরাতে হয় ।

পূজারা বলেন, “ভারতীয় ক্রিকেটের ওয়াল রাহুল দ্রাবিড় আমাকে শিখিয়েছেন, ব্যক্তিগত ও পেশাগত জীবনকে কীভাবে আলাদা রাখতে হয় । ক্রিকেট থেকে মন সরিয়ে ব্যক্তিগত জীবনে কীভাবে মনোনিবেশ করতে হয় তা বুঝতে শিখিয়েছেন। আমার এক ধরনের চিন্তাভাবনা ছিল । কিন্তু আমি যখন তাঁঁর সঙ্গে কথা বলি, তখন এই বিষয়গুলি আমার কাছে আরও স্পষ্ট হয়ে যায় । আমি বুঝতে শিখি যে, আমাকে আসলে কী করতে হবে ।”

একটি স্পোর্টস ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে পূজারা আরও জানান, "কাউন্টি ক্রিকেটে দেখেছি কীভাবে ব্যক্তিগত ও পেশাগত জীবনকে আলাদা রাখতে হয় । সেই পরামর্শ আমার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ । অনেকে বলেন আমি আমার লক্ষ্য থেকে সরে যাই না, একথা ঠিক । কিন্তু আমি জানি কখন ক্রিকেট থেকে নিজের মনকে সরাতে হবে । ক্রিকেটের বাইরেও একটা জগত আছে ।" রাহুল দ্রাবিড় তাঁঁর উজ্জ্বল কেরিয়ারে 164টি টেস্টে 13,288 রান করেছেন । অন্যদিকে 344টি একদিনের ম্যাচে 10,889 রান করেছেন । দেশের হয়ে 79টি একদিনের ম্যাচে অধিনায়কত্ব করেছেন । যার মধ্যে 42টি ম্যাচে ভারত জয়ী হয়েছে । এর মধ্যে 14টি ম্যাচে রান তাড়া করে সাফল্য পেয়েছে ভারত ।

ভারতীয় টেস্ট দলের সদস্য পূজারা বলেন, “রাহুলভাইকে এক লাইনে বর্ণনা করা যায় না । তিনি সবসময় আমাদের কাছে অনুপ্রেরণা ।” পূজারার মানসিক দৃঢ়তা এবং ব্যাটিংয়ের টেকনিক নিয়ে রাহুল দ্রাবিড়ের সঙ্গে তুলনা করা হয় । সেই বিষয়ে তাঁর বক্তব্য, “আমি কোনওদিন দ্রাবিড়ভাইকে অনুকরণ করার চেষ্টা করিনি । আমাদের দু'জনে খেলার ধরন এক । কিন্তু এটা তাঁঁকে পছন্দ করার জন্য নয় । আমি যখন সৌরাষ্ট্রের হয়ে খেলতাম তখন এই বিষয়গুলি শিখেছি । আমি বুঝেছি শুধু সেঞ্চুরি করলে যথেষ্ট নয় । নিজের দলকে দায়িত্ব নিয়ে এগিয়ে দিতে হবে । আমি এভাবে দায়িত্ব নিতে শিখেছি । ফলে, আমার দলের স্কোর কার্ডে রানের সংখ্যা বেড়েছে । তাই আমার কাছে আমার উইকেট গুরুত্বপূর্ণ । ঘরোয়া ক্রিকেটে সৌরাষ্ট্র খুব দুর্বল দল ছিল । তাই আমি যখন সৌরাষ্ট্রের হয়ে খেলতাম, তখন এই অভিজ্ঞতা সঞ্চয় করি ।”

দিল্লি, 27 জুন : তাঁর ক্রিকেট কেরিয়ারে রাহুল দ্রাবিড়ের ভূমিকা নিয়ে কৃতজ্ঞতা জানালেন চেতেশ্বর পূজারা । তিনি জানান, কীভাবে তাঁঁর জীবনে রাহুল দ্রাবিড় বড় ভূমিকা পালন করেছেন । রাহুল দ্রাবিড়ের কাছে তিনি শিখেছেন কীভাবে খেলার পর মাঠ থেকে ফোকাস সরাতে হয় ।

পূজারা বলেন, “ভারতীয় ক্রিকেটের ওয়াল রাহুল দ্রাবিড় আমাকে শিখিয়েছেন, ব্যক্তিগত ও পেশাগত জীবনকে কীভাবে আলাদা রাখতে হয় । ক্রিকেট থেকে মন সরিয়ে ব্যক্তিগত জীবনে কীভাবে মনোনিবেশ করতে হয় তা বুঝতে শিখিয়েছেন। আমার এক ধরনের চিন্তাভাবনা ছিল । কিন্তু আমি যখন তাঁঁর সঙ্গে কথা বলি, তখন এই বিষয়গুলি আমার কাছে আরও স্পষ্ট হয়ে যায় । আমি বুঝতে শিখি যে, আমাকে আসলে কী করতে হবে ।”

একটি স্পোর্টস ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে পূজারা আরও জানান, "কাউন্টি ক্রিকেটে দেখেছি কীভাবে ব্যক্তিগত ও পেশাগত জীবনকে আলাদা রাখতে হয় । সেই পরামর্শ আমার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ । অনেকে বলেন আমি আমার লক্ষ্য থেকে সরে যাই না, একথা ঠিক । কিন্তু আমি জানি কখন ক্রিকেট থেকে নিজের মনকে সরাতে হবে । ক্রিকেটের বাইরেও একটা জগত আছে ।" রাহুল দ্রাবিড় তাঁঁর উজ্জ্বল কেরিয়ারে 164টি টেস্টে 13,288 রান করেছেন । অন্যদিকে 344টি একদিনের ম্যাচে 10,889 রান করেছেন । দেশের হয়ে 79টি একদিনের ম্যাচে অধিনায়কত্ব করেছেন । যার মধ্যে 42টি ম্যাচে ভারত জয়ী হয়েছে । এর মধ্যে 14টি ম্যাচে রান তাড়া করে সাফল্য পেয়েছে ভারত ।

ভারতীয় টেস্ট দলের সদস্য পূজারা বলেন, “রাহুলভাইকে এক লাইনে বর্ণনা করা যায় না । তিনি সবসময় আমাদের কাছে অনুপ্রেরণা ।” পূজারার মানসিক দৃঢ়তা এবং ব্যাটিংয়ের টেকনিক নিয়ে রাহুল দ্রাবিড়ের সঙ্গে তুলনা করা হয় । সেই বিষয়ে তাঁর বক্তব্য, “আমি কোনওদিন দ্রাবিড়ভাইকে অনুকরণ করার চেষ্টা করিনি । আমাদের দু'জনে খেলার ধরন এক । কিন্তু এটা তাঁঁকে পছন্দ করার জন্য নয় । আমি যখন সৌরাষ্ট্রের হয়ে খেলতাম তখন এই বিষয়গুলি শিখেছি । আমি বুঝেছি শুধু সেঞ্চুরি করলে যথেষ্ট নয় । নিজের দলকে দায়িত্ব নিয়ে এগিয়ে দিতে হবে । আমি এভাবে দায়িত্ব নিতে শিখেছি । ফলে, আমার দলের স্কোর কার্ডে রানের সংখ্যা বেড়েছে । তাই আমার কাছে আমার উইকেট গুরুত্বপূর্ণ । ঘরোয়া ক্রিকেটে সৌরাষ্ট্র খুব দুর্বল দল ছিল । তাই আমি যখন সৌরাষ্ট্রের হয়ে খেলতাম, তখন এই অভিজ্ঞতা সঞ্চয় করি ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.