ETV Bharat / sports

টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষে থাকার লক্ষ্যে আগামীকাল ওয়েলিংটনে নামছে ভারত

author img

By

Published : Feb 20, 2020, 8:11 PM IST

টি-20, ওয়ানডে সিরিজ় এখন অতীত ৷ দুই ম্যাচের টেস্ট সিরিজ়ের প্রথম ম্যাচে আগামীকাল ওয়েলিংটনে মুখোমুখি ভারত ও নিউজ়িল্যান্ড ৷ ভারতীয় দলে একাধিক পরিবর্তনের ইঙ্গিত কোহলির ৷

image
টিম ইল্ডিয়া

ওয়েলিংটন, 20 ফেব্রুয়ারি : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পর সম্ভবত প্রথমবার কঠিন চ্যালেঞ্জের সামনে পড়তে চলেছে ভারত ৷ আগামীকাল থেকে ওয়েলিংটনের বেসিন রিজ়ার্ভে শুরু হতে চলেছে ভারত বনাম নিউজ়িল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ ৷ এখনও পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপে 7টি ম্যাচ খেলেছে ভারত ৷ এবং সবকটিতেই জয় পেয়েছেন কোহলিরা ৷ তাই নিউজ়িল্যান্ডের বিপক্ষেও টেস্ট চ্যাম্পিয়নশিপে জয়ের ধারা বজায় রাখতে চাইবেন তাঁরা ৷

সুস্থ হয়ে ফের জাতীয় দলে ফিরেছেন নিউজ়িল্যান্ডের অন্যতম পেস বোলার ট্রেন্ট বোল্ট ৷ যদিও কিউয়ি বোলিং লাইনে সম্ভবত থাকছেন না নেল ওয়েঙ্গার ৷ অন্যদিকে ভারতীয় দলে নেই ওপেনার রোহিত শর্মা ৷ তাই হিটম্যানের অবর্তমানে সম্ভবত দলে কামব্যাক করছেন পৃথ্বী শ ৷ যদিও তাঁকে কড়া চ্যালেঞ্জের সামনে ফেলেছেন ভারতীয় A দলের হয়ে নিউজ়িল্যান্ডের মাটিতে দুরন্ত খেলা শুভমন গিল ৷

2018 সালের অক্টোবরে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন পৃথ্বী শ ৷ কয়েকদিন আগেই ওয়ানডেতে অভিষেক হয় তাঁর ৷ নিউজ়িল্যান্ডের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ়ে ভারতীয় দলে প্রথম একাদশে সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ পৃথ্বী ৷ তা সত্ত্বেও কিউয়িদের বিরুদ্ধে ওপেনিংয়ে ময়ঙ্কের সঙ্গী হতে চলেছেন তিনিই ৷

যদিও পৃথ্বীকে কঠিন চ্যালেঞ্জর মুখে ফেলেছিলেন শুভমন গিল ৷ নিউজ়িল্যান্ডের মাটিতে দ্বিশতরান করেছেন ৷ কিন্তু অধিনায়ক বিরাট কোহলি ইঙ্গিত দিয়েছেন ময়ঙ্কের ওপেনিং পার্টনার হচ্ছেন পৃথ্বীই ৷

এদিকে ওয়েলিংটনে খেলার জন্য তৈরি ইশান্ত শর্মাও ৷ সম্ভবত তিন পেসার নিয়েই মাঠে নামছে ভারত ৷ সেক্ষেত্রে ইশান্তের সঙ্গী হতে চলেছেন মহম্মদ শামি ও জসপ্রীত বুমরা ৷ স্পিনার হিসেবে খেলবেন রবিচন্দ্রন অশ্বিন ৷ দলের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে খেলতে পারেন হনুমা বিহারী ৷ নিউজ়িল্যান্ড বোর্ড একাদশের বিরুদ্ধে শতরান করেছিলেন তিনি ৷

অন্যদিকে নিউজ়িল্যান্ড শিবিরে প্রথম একাদশে থাকছেন ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি ৷ তবে প্রথম ম্যাচে নেল ওয়েঙ্গারের খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে ৷ তাঁর স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় পরিবারের সঙ্গে ছুটি কাটাতে পারেন তিনি ৷ তাঁর পরিবর্ত হিসেবে দলে ডাকা হয়েছে ম্যাট হেনরিকে ৷ সম্ভবত অভিষেক হতে চলেছে কেইলি জেমিসনের ৷

টি-20 সিরিজ়ে কিউয়িদের হোয়াইট ওয়াশ করার পর ছন্দ হারায় ভারতীয় দল ৷ পরপর তিনটি ওয়ানডে-তেই হারের মুখ দেখতে হয় টিম কোহলিকে ৷ আর টেস্ট সিরিজ়ের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়ে সিরিজ় শুরু করতে মুখিয়ে তারা ৷

ওয়েলিংটন, 20 ফেব্রুয়ারি : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পর সম্ভবত প্রথমবার কঠিন চ্যালেঞ্জের সামনে পড়তে চলেছে ভারত ৷ আগামীকাল থেকে ওয়েলিংটনের বেসিন রিজ়ার্ভে শুরু হতে চলেছে ভারত বনাম নিউজ়িল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ ৷ এখনও পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপে 7টি ম্যাচ খেলেছে ভারত ৷ এবং সবকটিতেই জয় পেয়েছেন কোহলিরা ৷ তাই নিউজ়িল্যান্ডের বিপক্ষেও টেস্ট চ্যাম্পিয়নশিপে জয়ের ধারা বজায় রাখতে চাইবেন তাঁরা ৷

সুস্থ হয়ে ফের জাতীয় দলে ফিরেছেন নিউজ়িল্যান্ডের অন্যতম পেস বোলার ট্রেন্ট বোল্ট ৷ যদিও কিউয়ি বোলিং লাইনে সম্ভবত থাকছেন না নেল ওয়েঙ্গার ৷ অন্যদিকে ভারতীয় দলে নেই ওপেনার রোহিত শর্মা ৷ তাই হিটম্যানের অবর্তমানে সম্ভবত দলে কামব্যাক করছেন পৃথ্বী শ ৷ যদিও তাঁকে কড়া চ্যালেঞ্জের সামনে ফেলেছেন ভারতীয় A দলের হয়ে নিউজ়িল্যান্ডের মাটিতে দুরন্ত খেলা শুভমন গিল ৷

2018 সালের অক্টোবরে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন পৃথ্বী শ ৷ কয়েকদিন আগেই ওয়ানডেতে অভিষেক হয় তাঁর ৷ নিউজ়িল্যান্ডের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ়ে ভারতীয় দলে প্রথম একাদশে সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ পৃথ্বী ৷ তা সত্ত্বেও কিউয়িদের বিরুদ্ধে ওপেনিংয়ে ময়ঙ্কের সঙ্গী হতে চলেছেন তিনিই ৷

যদিও পৃথ্বীকে কঠিন চ্যালেঞ্জর মুখে ফেলেছিলেন শুভমন গিল ৷ নিউজ়িল্যান্ডের মাটিতে দ্বিশতরান করেছেন ৷ কিন্তু অধিনায়ক বিরাট কোহলি ইঙ্গিত দিয়েছেন ময়ঙ্কের ওপেনিং পার্টনার হচ্ছেন পৃথ্বীই ৷

এদিকে ওয়েলিংটনে খেলার জন্য তৈরি ইশান্ত শর্মাও ৷ সম্ভবত তিন পেসার নিয়েই মাঠে নামছে ভারত ৷ সেক্ষেত্রে ইশান্তের সঙ্গী হতে চলেছেন মহম্মদ শামি ও জসপ্রীত বুমরা ৷ স্পিনার হিসেবে খেলবেন রবিচন্দ্রন অশ্বিন ৷ দলের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে খেলতে পারেন হনুমা বিহারী ৷ নিউজ়িল্যান্ড বোর্ড একাদশের বিরুদ্ধে শতরান করেছিলেন তিনি ৷

অন্যদিকে নিউজ়িল্যান্ড শিবিরে প্রথম একাদশে থাকছেন ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি ৷ তবে প্রথম ম্যাচে নেল ওয়েঙ্গারের খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে ৷ তাঁর স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় পরিবারের সঙ্গে ছুটি কাটাতে পারেন তিনি ৷ তাঁর পরিবর্ত হিসেবে দলে ডাকা হয়েছে ম্যাট হেনরিকে ৷ সম্ভবত অভিষেক হতে চলেছে কেইলি জেমিসনের ৷

টি-20 সিরিজ়ে কিউয়িদের হোয়াইট ওয়াশ করার পর ছন্দ হারায় ভারতীয় দল ৷ পরপর তিনটি ওয়ানডে-তেই হারের মুখ দেখতে হয় টিম কোহলিকে ৷ আর টেস্ট সিরিজ়ের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়ে সিরিজ় শুরু করতে মুখিয়ে তারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.