ETV Bharat / sports

15.5 কোটিতে KKR-এ কামিন্স, লিনকে নিল মুম্বই - কলকাতা নাইট রাইডারর্স

IPL নিলামের প্রথম দিনেই রাজত্ব করলেন অজ়িরা ৷ IPL-এর ইতিহাসে বিদেশি খেলোয়াড় হিসেবে রেকর্ড দামে বিক্রি হলেন অস্ট্রেলীয় অল রাউন্ডার প্যাট কামিন্স ৷ ভারতীয় মুদ্রায় সাড়ে 15 কোটিতে প্যাট কামিন্সকে কিনে নিল কলকাতা নাইট রাইডারর্স ৷ এর আগে সর্বকালীন সেরা দর উঠেছিল যুবরাজ সিংয়ের ৷ 2015 সালে 16 কোটিতে তাঁকে কিনেছিল দিল্লি ৷ 2017 সালে সাড়ে 14 কোটি টাকায় বেন স্টোকসকে কিনেছিল পুণে সুপারজায়েন্টস ৷ এর আগে বিদেশি ক্রিকেটারদের তালিকায় সবথেকে বেশি দর ছিল তাঁরই ৷

IPL
IPL নিলাম
author img

By

Published : Dec 19, 2019, 10:58 PM IST

Updated : Dec 20, 2019, 12:05 AM IST

কলকাতা, 19 ডিসেম্বর : শেষ হল IPL 2020 নিলামের প্রথম দিন ৷ ভারতীয় ও বিদেশি মিলিয়ে মোট 338 জন ক্রিকেটার নাম দিয়েছিলেন এবারের নিলামে ৷ নিলামের প্রথম দিনেই রাজত্ব করলেন অজ়িরা ৷ IPL-এর ইতিহাসে বিদেশি খেলোয়াড় হিসেবে রেকর্ড দামে বিক্রি হলেন অস্ট্রেলিয় অলরাউন্ডার প্যাট কামিন্স ৷ ভারতীয় মুদ্রায় সাড়ে 15 কোটিতে প্যাট কামিন্সকে কিনে নিল কলকাতা নাইট রাইডার্স ৷ 10 কোটি 75 লাখ টাকায় আরেক অজ়ি অল রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে কিনল পঞ্জাব ৷ ক্রিস মরিসকে 10 কোটির মূল্যে কিনল রয়্যাল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালোর ৷ এক কথায় আজকের নিলামে রাজত্ব করেছেন অলরাউন্ডাররাই ৷ নিলামের প্রথম দিনে ভারতীয়দের মধ্যে চড়া দাম উঠল প্রাক্তন নাইট পীয়ূষ চাওলারও ৷ 6 কোটি 75 লাখে তাঁকে কিনে নিল চেন্নাই সুপার কিংস ৷

এর আগে সর্বকালীন সেরা দর উঠেছিল যুবরাজ সিংয়ের ৷ 2015 সালে 16 কোটিতে তাঁকে কিনেছিল দিল্লি ৷ 2017 সালে সাড়ে 14 কোটি টাকায় বেন স্টোকসকে কিনেছিল পুণে সুপারজায়েন্টস ৷ এর আগে বিদেশি ক্রিকেটারদের তালিকায় সবথেকে বেশি দর ছিল তাঁরই ৷

প্রতিবছরের মতো এবারও নিলামের শুরু থেকেই KKR ভক্তদের নজর ছিল নাইট শিবিরের CEO বেঙ্কি মাইসোরের দিকে ৷ কোন কোন খেলোয়াড়কে তুলে আনবেন তিনি তা নিয়ে জল্পনাও শুরু হয়েছিল KKR সমর্থকদের মধ্যে ৷ নিলামে নামার আগে নাইটদের হাতে ছিল 35 কোটি 65 লক্ষ টাকা ৷ 4 বিদেশি সহ মোট 11 জন খেলোয়াড়ের জন্য এবারের নিলামে ঝাঁপিয়েছিল বেঙ্কি অ্যান্ড কো ৷ প্রথম দিনেই KKR তুলে নিল 9 জনকে ৷

দেখে নেওয়া যাক কোন কোন খেলোয়াড়কে আজ কিনল কলকাতা ৷

  • ইয়ন মর্গ্যান
  • প্যাট কামিন্স
  • রাহুল ত্রিপাঠি
  • বরুণ চক্রবর্তী
  • মনিমরন সিদ্ধার্থ
  • ক্রিস গ্রিন
  • টম ব্যান্টন
  • প্রবীণ তাম্বে
  • নিখিল নায়েক

বিগত বেশ কয়েকটি মরসুমে নাইট শিবিরকে একমাত্র পিছিয়ে রেখেছিল বিদেশি পেস বোলিং-এর অভাব ৷ আজকের নিলাম শেষে সেই দুশ্চিন্তা থেকে আপাতত নিস্তার পেল মেন ইন পারপেল ৷ ঝুলিতে এল প্যাট কামিন্স ৷ ধারাবাহিকতা ও ছন্দ দু'টিই সমানভাবে রয়েছে তার মধ্যে ৷ বর্তমানে ICC টেস্ট ব়্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন তিনি ৷ নিলামে নাইট শিবিরের পক্ষ থেকে বেঙ্কি মাইসোরের সঙ্গে উপস্থিত ছিলেন হেড কোচ ব্রেন্ডন ম্যাককালামও ৷ প্যাট কামিন্সকে দলে পেয়ে খুশি ম্যাককালাম ৷ নিলাম শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, " আমার মতে নিলামের সেরা খেলোয়াড় প্যাট কামিন্স ৷" ক্রিকেটার হিসেবে কামিন্স এখন আগের থেকে আরও অনেক বেশি পরিণত হয়েছে বলেও জানান নাইটদের হেড কোচ ৷ ম্যাককালাম আরও বলেন, "বর্তমানে অস্ট্রেলিয়ার জাতীয় দলের সহ অধিনায়ক সে ৷ এর থেকেই বোঝা যায় কতটা পরিণত হয়েছে ৷"

আরও পড়ুন : কার্তিকের পরামর্শে ঘুরে দাঁড়িয়েছেন বরুণ

বেঙ্কি মাইসোরও পুরোনো নাইটের ঘরে ফেরা নিয়ে খুশি ৷ তিনি বলেন, "কামিন্সের জন্য আমাদের আরও আগে নামা উচিৎ ছিল ৷ আগেও কামিন্স আমাদের দলের জন্য খেলেছে ৷ আমরা ওকে দলে পাওয়ার জন্য আগ্রহী ছিলাম ৷" প্রসঙ্গত, শুরুতে কামিন্সকে দলে পাওয়ার জন্য টক্কর চলছিল দিল্লি ও ব্যাঙ্গালোরের মধ্যে ৷ অনেক পরে নাইটরা এই অজ়ি অল রাউন্ডারের জন্য ঝাপানোর সিদ্ধান্ত নেয় ৷

আরও পড়ুন : ফুচকা বিক্রেতা থেকে কোটিপতি ক্রিকেটার, যশস্বীর জীবনের টাইমলাইন রূপকথাময়

পাশাপাশি বেস প্রাইসের থেকে 15 গুণ বেশি দামে শিমরন হেটম্যায়ারকে কিনে নিল দিল্লি ক্যাপিটালস ৷ প্রাক্তন নাইট ক্রিস লিনকে 2 কোটি টাকায় তুলে নিল মুম্বই শিবির ৷ আরও এক প্রাক্তন নাইট রবিন উথাপ্পাকে রাজস্থান কিনল 3 কোটি টাকায় ৷

আজকের নিলামে অবিক্রিতই থেকে গেলেন চেতেশ্বর পূজারা, এভিন লুইস, মনোজ তিওয়ারি, মারটিন গাপতিল, মুশফিকুর রহিম, ইউসুফ পাঠান, টিম সাউদি, অ্যাডাম জ়্যাম্পা, বেন কাটিং, কারলোস ব্রেথওয়েট থেকে শুরু করে একগুচ্ছ নামী দামি খেলোয়াড় ৷ আগামীকাল বাকি থাকা ক্রিকেটারদের সঙ্গে ফের একবার ভাগ্য নির্ধারণ হবে এই না বিক্রি হওয়া খেলোয়াড়দের ৷

কলকাতা, 19 ডিসেম্বর : শেষ হল IPL 2020 নিলামের প্রথম দিন ৷ ভারতীয় ও বিদেশি মিলিয়ে মোট 338 জন ক্রিকেটার নাম দিয়েছিলেন এবারের নিলামে ৷ নিলামের প্রথম দিনেই রাজত্ব করলেন অজ়িরা ৷ IPL-এর ইতিহাসে বিদেশি খেলোয়াড় হিসেবে রেকর্ড দামে বিক্রি হলেন অস্ট্রেলিয় অলরাউন্ডার প্যাট কামিন্স ৷ ভারতীয় মুদ্রায় সাড়ে 15 কোটিতে প্যাট কামিন্সকে কিনে নিল কলকাতা নাইট রাইডার্স ৷ 10 কোটি 75 লাখ টাকায় আরেক অজ়ি অল রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে কিনল পঞ্জাব ৷ ক্রিস মরিসকে 10 কোটির মূল্যে কিনল রয়্যাল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালোর ৷ এক কথায় আজকের নিলামে রাজত্ব করেছেন অলরাউন্ডাররাই ৷ নিলামের প্রথম দিনে ভারতীয়দের মধ্যে চড়া দাম উঠল প্রাক্তন নাইট পীয়ূষ চাওলারও ৷ 6 কোটি 75 লাখে তাঁকে কিনে নিল চেন্নাই সুপার কিংস ৷

এর আগে সর্বকালীন সেরা দর উঠেছিল যুবরাজ সিংয়ের ৷ 2015 সালে 16 কোটিতে তাঁকে কিনেছিল দিল্লি ৷ 2017 সালে সাড়ে 14 কোটি টাকায় বেন স্টোকসকে কিনেছিল পুণে সুপারজায়েন্টস ৷ এর আগে বিদেশি ক্রিকেটারদের তালিকায় সবথেকে বেশি দর ছিল তাঁরই ৷

প্রতিবছরের মতো এবারও নিলামের শুরু থেকেই KKR ভক্তদের নজর ছিল নাইট শিবিরের CEO বেঙ্কি মাইসোরের দিকে ৷ কোন কোন খেলোয়াড়কে তুলে আনবেন তিনি তা নিয়ে জল্পনাও শুরু হয়েছিল KKR সমর্থকদের মধ্যে ৷ নিলামে নামার আগে নাইটদের হাতে ছিল 35 কোটি 65 লক্ষ টাকা ৷ 4 বিদেশি সহ মোট 11 জন খেলোয়াড়ের জন্য এবারের নিলামে ঝাঁপিয়েছিল বেঙ্কি অ্যান্ড কো ৷ প্রথম দিনেই KKR তুলে নিল 9 জনকে ৷

দেখে নেওয়া যাক কোন কোন খেলোয়াড়কে আজ কিনল কলকাতা ৷

  • ইয়ন মর্গ্যান
  • প্যাট কামিন্স
  • রাহুল ত্রিপাঠি
  • বরুণ চক্রবর্তী
  • মনিমরন সিদ্ধার্থ
  • ক্রিস গ্রিন
  • টম ব্যান্টন
  • প্রবীণ তাম্বে
  • নিখিল নায়েক

বিগত বেশ কয়েকটি মরসুমে নাইট শিবিরকে একমাত্র পিছিয়ে রেখেছিল বিদেশি পেস বোলিং-এর অভাব ৷ আজকের নিলাম শেষে সেই দুশ্চিন্তা থেকে আপাতত নিস্তার পেল মেন ইন পারপেল ৷ ঝুলিতে এল প্যাট কামিন্স ৷ ধারাবাহিকতা ও ছন্দ দু'টিই সমানভাবে রয়েছে তার মধ্যে ৷ বর্তমানে ICC টেস্ট ব়্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন তিনি ৷ নিলামে নাইট শিবিরের পক্ষ থেকে বেঙ্কি মাইসোরের সঙ্গে উপস্থিত ছিলেন হেড কোচ ব্রেন্ডন ম্যাককালামও ৷ প্যাট কামিন্সকে দলে পেয়ে খুশি ম্যাককালাম ৷ নিলাম শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, " আমার মতে নিলামের সেরা খেলোয়াড় প্যাট কামিন্স ৷" ক্রিকেটার হিসেবে কামিন্স এখন আগের থেকে আরও অনেক বেশি পরিণত হয়েছে বলেও জানান নাইটদের হেড কোচ ৷ ম্যাককালাম আরও বলেন, "বর্তমানে অস্ট্রেলিয়ার জাতীয় দলের সহ অধিনায়ক সে ৷ এর থেকেই বোঝা যায় কতটা পরিণত হয়েছে ৷"

আরও পড়ুন : কার্তিকের পরামর্শে ঘুরে দাঁড়িয়েছেন বরুণ

বেঙ্কি মাইসোরও পুরোনো নাইটের ঘরে ফেরা নিয়ে খুশি ৷ তিনি বলেন, "কামিন্সের জন্য আমাদের আরও আগে নামা উচিৎ ছিল ৷ আগেও কামিন্স আমাদের দলের জন্য খেলেছে ৷ আমরা ওকে দলে পাওয়ার জন্য আগ্রহী ছিলাম ৷" প্রসঙ্গত, শুরুতে কামিন্সকে দলে পাওয়ার জন্য টক্কর চলছিল দিল্লি ও ব্যাঙ্গালোরের মধ্যে ৷ অনেক পরে নাইটরা এই অজ়ি অল রাউন্ডারের জন্য ঝাপানোর সিদ্ধান্ত নেয় ৷

আরও পড়ুন : ফুচকা বিক্রেতা থেকে কোটিপতি ক্রিকেটার, যশস্বীর জীবনের টাইমলাইন রূপকথাময়

পাশাপাশি বেস প্রাইসের থেকে 15 গুণ বেশি দামে শিমরন হেটম্যায়ারকে কিনে নিল দিল্লি ক্যাপিটালস ৷ প্রাক্তন নাইট ক্রিস লিনকে 2 কোটি টাকায় তুলে নিল মুম্বই শিবির ৷ আরও এক প্রাক্তন নাইট রবিন উথাপ্পাকে রাজস্থান কিনল 3 কোটি টাকায় ৷

আজকের নিলামে অবিক্রিতই থেকে গেলেন চেতেশ্বর পূজারা, এভিন লুইস, মনোজ তিওয়ারি, মারটিন গাপতিল, মুশফিকুর রহিম, ইউসুফ পাঠান, টিম সাউদি, অ্যাডাম জ়্যাম্পা, বেন কাটিং, কারলোস ব্রেথওয়েট থেকে শুরু করে একগুচ্ছ নামী দামি খেলোয়াড় ৷ আগামীকাল বাকি থাকা ক্রিকেটারদের সঙ্গে ফের একবার ভাগ্য নির্ধারণ হবে এই না বিক্রি হওয়া খেলোয়াড়দের ৷

New Delhi, Dec 19 (ANI): Amid protests against Citizenship Amendment Act (CAA) on December 19 across the nation, Minister of State for Home Affairs, G Kishan Reddy, said that except Lucknow, no violent protests took place in the country today. "There aren't violent protests anywhere except Lucknow where violence broke out today. Otherwise situation is peaceful everywhere," said G Kishan Reddy.
Last Updated : Dec 20, 2019, 12:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.