ETV Bharat / sports

জাতীয় দলে ফেরার জন্য হার্দিককে ঘরোয়া ক্রিকেট খেলতে বলল BCCI

জাতীয় দলে ফিরতে গেলে খেলতে হবে ঘরোয়া ক্রিকেট ৷ এমনটাই জানানো হল হার্দিক পাণ্ডিয়াকে ৷ অস্ত্রপ্রচারের পর আপাতত মাঠের বাইরে হার্দিক ৷

image
হার্দিক পাণ্ডিয়া
author img

By

Published : Jan 22, 2020, 3:29 PM IST

দিল্লি, 22 জানুয়ারি : ফিটনেসে টেস্টে ব্যর্থ হয়ে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে জায়গা করে নিতে পারেন নি অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া ৷ এবার জাতীয় দলে আসার জন্য তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলতে বলা হল ৷

জাতীয় দলে ফোরার জন্য বরোদার হয়ে কমপক্ষে একটি ঘরোয়া ক্রিকেট ম্যাচ খেলতে হবে অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়াকে ৷ নিউজ়ল্যান্ড সফরের পর ঘরের মাঠে মার্চে একদিনের সিরিজ় খেলবে ভারতীয় ক্রিকেট দল ৷ অস্ত্রপ্রচারের পর ফিরে এসে বোলিংয়ের ফিটনেস টেস্টে ব্যর্থ হন পাণ্ডিয়া ৷

সম্প্রতি পাণ্ডিয়া জানান নিউজ়িল্যান্ড সফরের শেষ দিকে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন ৷ কিন্তু BCCI -র পক্ষ থেকে এটা ক্রিকেটারের নিজস্ব মতামত বলে দাবি করা হয় ৷ আসন্ন টি-20 বিশ্বকাপের দলে গুরুত্বপূর্ণ সদস্য হতে পারেন পাণ্ডিয়া ৷ কারণ তাঁর মিডিয়াম পেস বোলিং ও পাওয়ার হিটিং ভারতের বিশ্বকাপের দলের ভারসম্য বজায় রাখতে সাহায্য করবে বলেই মত বিশেষজ্ঞদের ৷

দিল্লি, 22 জানুয়ারি : ফিটনেসে টেস্টে ব্যর্থ হয়ে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে জায়গা করে নিতে পারেন নি অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া ৷ এবার জাতীয় দলে আসার জন্য তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলতে বলা হল ৷

জাতীয় দলে ফোরার জন্য বরোদার হয়ে কমপক্ষে একটি ঘরোয়া ক্রিকেট ম্যাচ খেলতে হবে অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়াকে ৷ নিউজ়ল্যান্ড সফরের পর ঘরের মাঠে মার্চে একদিনের সিরিজ় খেলবে ভারতীয় ক্রিকেট দল ৷ অস্ত্রপ্রচারের পর ফিরে এসে বোলিংয়ের ফিটনেস টেস্টে ব্যর্থ হন পাণ্ডিয়া ৷

সম্প্রতি পাণ্ডিয়া জানান নিউজ়িল্যান্ড সফরের শেষ দিকে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন ৷ কিন্তু BCCI -র পক্ষ থেকে এটা ক্রিকেটারের নিজস্ব মতামত বলে দাবি করা হয় ৷ আসন্ন টি-20 বিশ্বকাপের দলে গুরুত্বপূর্ণ সদস্য হতে পারেন পাণ্ডিয়া ৷ কারণ তাঁর মিডিয়াম পেস বোলিং ও পাওয়ার হিটিং ভারতের বিশ্বকাপের দলের ভারসম্য বজায় রাখতে সাহায্য করবে বলেই মত বিশেষজ্ঞদের ৷

New Delhi, Jan 22(ANI): The impeachment trial of President Trump began in US Senate on Jan21.Last month, the US House of Representatives had voted to impeach President Donald Trump. He is accused of abusing his power and subsequently obstructing a congressional probe into his action. This is the 3rd time in the country's 244-year history a US President has been targeted for removal from office
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.