দিল্লি, 22 জানুয়ারি : ফিটনেসে টেস্টে ব্যর্থ হয়ে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে জায়গা করে নিতে পারেন নি অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া ৷ এবার জাতীয় দলে আসার জন্য তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলতে বলা হল ৷
জাতীয় দলে ফোরার জন্য বরোদার হয়ে কমপক্ষে একটি ঘরোয়া ক্রিকেট ম্যাচ খেলতে হবে অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়াকে ৷ নিউজ়ল্যান্ড সফরের পর ঘরের মাঠে মার্চে একদিনের সিরিজ় খেলবে ভারতীয় ক্রিকেট দল ৷ অস্ত্রপ্রচারের পর ফিরে এসে বোলিংয়ের ফিটনেস টেস্টে ব্যর্থ হন পাণ্ডিয়া ৷
সম্প্রতি পাণ্ডিয়া জানান নিউজ়িল্যান্ড সফরের শেষ দিকে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন ৷ কিন্তু BCCI -র পক্ষ থেকে এটা ক্রিকেটারের নিজস্ব মতামত বলে দাবি করা হয় ৷ আসন্ন টি-20 বিশ্বকাপের দলে গুরুত্বপূর্ণ সদস্য হতে পারেন পাণ্ডিয়া ৷ কারণ তাঁর মিডিয়াম পেস বোলিং ও পাওয়ার হিটিং ভারতের বিশ্বকাপের দলের ভারসম্য বজায় রাখতে সাহায্য করবে বলেই মত বিশেষজ্ঞদের ৷