দিল্লি, 23 জুন : পাকিস্তান জাতীয় দলের তিন ক্রিকেটার কোরোনায় আক্রান্ত ৷ এই তিন ক্রিকেটার হলেন- হায়দার আলি, শাদাব খান ও হ্যারিস রউফ ৷ সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে এই তিন ক্রিকেটারের কোরোনা আক্রান্তের কথা জানানো হয় ৷
এই তিন ক্রিকেটারের কোনও উপসর্গ দেখা যায়নি ৷ ইংল্যান্ড সফরের জন্য রবিবার রাউলপিণ্ডিতে তাঁদের কোরোনা পরীক্ষা করার জন্য সোয়াবের নমুনা নেওয়া হয় ৷ সোমবার তাঁদের রিপোর্ট পজ়িটিভ আসে ৷ অন্য দুই ক্রিকেটার ইমাদ ওয়াসিম ও উসমান শিনওয়ারির রিপোর্ট নেগেটিভ এসেছে ৷
একটি বিবৃতি দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়, PCB -র মেডিকেল দল ওই তিন ক্রিকেটারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে ৷ তিনজনকেই আইসোলেশনে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ৷ এছাড়া রাউলপিণ্ডিতে আরও দুই ক্রিকেটার ইমাদ ওয়াসিম ও উসমান শিনওয়ারির সোয়াবের নমুনা পরীক্ষা করা হয় ৷ তাঁদের রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ তাই 24 তারিখে তাঁরা লাহোর যাচ্ছেন ৷
আরও পড়ুন :- দলে রাজনীতির শিকার ! বাংলার হয়ে আর খেলবেন না অশোক দিন্দা
অনূর্ধ্ব 19 বিশ্বকাপে পাকিস্তানের হয়ে দুরন্ত খেলেছেন হায়দার ৷ তারই পুরস্কারস্বরূপ প্রথমবার জাতীয় দলে ডাক পান তিনি ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট ও তিনটি টি-20 ম্যাচের জন্য 29 জনের প্রথমিক দল নির্বাচন করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ৷ এখনও পর্যন্ত 7টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন হায়দার ৷ প্রায় 50 এর গড় নিয়ে তাঁর রান 645 ৷
শেষ বিগ ব্যাশ লিগে দুরন্ত ছন্দে ছিলেন পেসার হ্যারিস রউফ ৷ এখনও পর্যন্ত পাকিস্তানের হয়ে দুটি টি-20 ম্য়াচ খেলেছেন তিনি ৷ এবং সেখানে যথেষ্ট মুন্সিয়ানা দেখিয়েছেন ৷ দুরন্ত গতি দিয়ে ব্যাটসম্যানদের সমস্যায় ফেলেন তিনি ৷
আরও পড়ুন :- দু'বার তাঁর ভুল সিদ্ধান্তের শিকার হয়েছিলেন সচিন, স্বীকারোক্তি বাকনরের
অন্যদিকে শাদাব খান পাকিস্তান ক্রিকেট দলের নিয়মিত সদস্য ৷ এখনও পর্যন্ত পাকিস্তানের হয়ে 88টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি ৷ 40টি টি-20 ম্যাচে 48টি উইকেট তুলে নিয়েছেন শাদাব। ওয়ানডেতে 43টি ম্যাচে এই লেগব্রেক বোলারের সংগ্রহ 59টি উইকেট ৷ পাকিস্তানের হয়ে 5টি টেস্ট ম্যাচও খেলেছেন শাদাব ৷ তুলে নিয়েছেন 12 টি উইকেট ৷