ETV Bharat / sports

"মোর্তাজার এবার ক্রিকেটকে বিদায় জানানো উচিত" - "মোর্তাজার এবার ক্রিকেটকে বিদায় জানানো উচিত"

বাংলাদেশের ক্রিকেটকে মোর্তাজার আর কিছু দেওয়ার আছে বলে মনে করছেন না গিবসন । 2023 বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশের হেড কোচ রাসেল ডোমেঙ্গো যে পরিকল্পনা নিয়েছেন তাতে কোথাও মাশরাফিকে দেখতে পাচ্ছেন না টাইগারদের বোলিং কোচ ।

Mortaza
Mortaza
author img

By

Published : May 18, 2020, 10:08 PM IST

ঢাকা, 18 মে: 2023 বিশ্বকাপে মাশরাফি বিন মোর্তাজার কোনও প্রয়োজনীয়তাই দেখছেন না তিনি । তাই রাখঢাক না করে সরাসরি 36 বছরের এই ক্রিকেটারকে অবসর নেওয়ার পরামর্শ দিচ্ছেন বাংলাদেশের বোলিং কোচ ওটিস গিবসন । তাঁর মতে, মোর্তাজার অবসর নেওয়ার এটাই সঠিক সময় ।

বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি গত বছর বিশ্বকাপে আটটি ম্যাচ খেলে মাত্র একটি উইকেট নিতে পেরেছিলেন । তারপর থেকেই মাশরাফির অবসর নিয়ে চলছে জোর চর্চা । কিন্তু টাইগারদের এই অভিজ্ঞ পেসার অবসরের সমস্ত জল্পনাকেই খারিজ করে দিয়েছেন । চলতি বছরের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ় চলাকালীন নেতৃত্ব ছেড়ে দেন তিনি । বাংলাদেশের ক্রিকেটকে মোর্তাজার আর কিছু দেওয়ার আছে বলে মনে করছেন না গিবসন । 2023 বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশের হেড কোচ রাসেল ডোমেঙ্গো যে পরিকল্পনা নিয়েছেন তাতে কোথাও মাশরাফিকে দেখতে পাচ্ছেন না টাইগারদের বোলিং কোচ । যে কারণে তাঁকে অবসর নেওয়ার পরামর্শ দিচ্ছেন গিবসন ।

ওয়েস্ট ইন্ডিজের এই প্রাক্তন ক্রিকেটার বলেছেন, "ভবিষ্যতের জন্য রাসেল একটি ভালো টিম তৈরি করার চেষ্টা করছেন । সেই টিমে মাশরাফির কোনও ভূমিকাই দেখতে পাচ্ছি না । আমার মনে হয় মাশরাফির ক্রিকেটকে বিদায় জানানোর জন্য এটাই সঠিক সময় ।" গিবসনের মতে, খেলোয়াড় হিসেবে নয় বরং অন্যভাবে দলের তরুণদের নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে পারেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক । তিনি বলেন, "ক্রিকেট নিয়ে ওর যা অভিজ্ঞতা তা মাঠে থেকে তরুণদের সঙ্গে ভাগ করে নিতে পারবে না । এই অভিজ্ঞতা তরুণদের মধ্যে ছড়িয়ে দিতে তাঁকে অন্য পথ বেছে নিতে হবে ।" 2023 বিশ্বকাপের জন্য হেড কোচ রাসেল ডোমিঙ্গো এবং বোলিং কোচ ওটিস গিবসন দলে তরুণদের প্রাধান্য দিতে চাইছেন ।

ঢাকা, 18 মে: 2023 বিশ্বকাপে মাশরাফি বিন মোর্তাজার কোনও প্রয়োজনীয়তাই দেখছেন না তিনি । তাই রাখঢাক না করে সরাসরি 36 বছরের এই ক্রিকেটারকে অবসর নেওয়ার পরামর্শ দিচ্ছেন বাংলাদেশের বোলিং কোচ ওটিস গিবসন । তাঁর মতে, মোর্তাজার অবসর নেওয়ার এটাই সঠিক সময় ।

বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি গত বছর বিশ্বকাপে আটটি ম্যাচ খেলে মাত্র একটি উইকেট নিতে পেরেছিলেন । তারপর থেকেই মাশরাফির অবসর নিয়ে চলছে জোর চর্চা । কিন্তু টাইগারদের এই অভিজ্ঞ পেসার অবসরের সমস্ত জল্পনাকেই খারিজ করে দিয়েছেন । চলতি বছরের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ় চলাকালীন নেতৃত্ব ছেড়ে দেন তিনি । বাংলাদেশের ক্রিকেটকে মোর্তাজার আর কিছু দেওয়ার আছে বলে মনে করছেন না গিবসন । 2023 বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশের হেড কোচ রাসেল ডোমেঙ্গো যে পরিকল্পনা নিয়েছেন তাতে কোথাও মাশরাফিকে দেখতে পাচ্ছেন না টাইগারদের বোলিং কোচ । যে কারণে তাঁকে অবসর নেওয়ার পরামর্শ দিচ্ছেন গিবসন ।

ওয়েস্ট ইন্ডিজের এই প্রাক্তন ক্রিকেটার বলেছেন, "ভবিষ্যতের জন্য রাসেল একটি ভালো টিম তৈরি করার চেষ্টা করছেন । সেই টিমে মাশরাফির কোনও ভূমিকাই দেখতে পাচ্ছি না । আমার মনে হয় মাশরাফির ক্রিকেটকে বিদায় জানানোর জন্য এটাই সঠিক সময় ।" গিবসনের মতে, খেলোয়াড় হিসেবে নয় বরং অন্যভাবে দলের তরুণদের নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে পারেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক । তিনি বলেন, "ক্রিকেট নিয়ে ওর যা অভিজ্ঞতা তা মাঠে থেকে তরুণদের সঙ্গে ভাগ করে নিতে পারবে না । এই অভিজ্ঞতা তরুণদের মধ্যে ছড়িয়ে দিতে তাঁকে অন্য পথ বেছে নিতে হবে ।" 2023 বিশ্বকাপের জন্য হেড কোচ রাসেল ডোমিঙ্গো এবং বোলিং কোচ ওটিস গিবসন দলে তরুণদের প্রাধান্য দিতে চাইছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.