ETV Bharat / sports

MI বনাম KXIP: চিন্তায় বোলিং বিভাগ, আজ দু'দলেরই ঘুরে দাঁড়ানোর লড়াই

চলতি IPL-এ দু'টি দলেরই ব্যাটিং বিভাগ দুর্দান্ত ৷ পঞ্জাবের শক্তি অধিনায়ক লোকেশ রাহুল, ময়ঙ্ক আগরওয়াল ৷ মুম্বইয়ের বোলিং কোচ শেন বন্ড তো বলেই দিয়েছেন, "রাহুলকে রান করতে দেওয়াই যাবে না ৷"

MI বনাম KXIP: চিন্তায় বোলিং বিভাগ, আজ দু'দলেরই ঘুরে দাঁড়ানোর লড়াই
MI বনাম KXIP: চিন্তায় বোলিং বিভাগ, আজ দু'দলেরই ঘুরে দাঁড়ানোর লড়াই
author img

By

Published : Oct 1, 2020, 12:57 PM IST

আবু ধাবি, 1 অক্টোবর : সুপার ওভারে হারের যন্ত্রণা নিয়ে আজ আবু ধাবিতে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স এবং কিংস ইলেভেন পঞ্জাব ৷ তাই দু'টি দলের মাথায় আজ শুধু জয়ের চিন্তা ৷ ব্যাটিং বিভাগ নিয়ে স্বস্তি থাকলেও মুম্বই ও পঞ্জাব, উভয় দলই বোলিং বিভাগের ব্যর্থতায় নিজেদের ম্যাচ হেরে এসেছে ৷ গত ম্যাচের ব্যর্থতা শুধরে নিয়েই শেখ জায়েদ স্টেডিয়ামে আজ ঘুরে দাঁড়াতে মরিয়া দু'টি দলই ৷

দু'টি দলের পরিস্থিতি একইরকম ৷ দু'টি ম্যাচে হার ও একটিতে জয় নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে রয়েছে কিংস ইলেভেন পঞ্জাব ৷ একই পরিস্থিতি রোহিতদেরও ৷ পঞ্জাবের সমসংখ্যক পয়েন্ট থাকলেও নেট রান রেটের জন্য একধাপ পিছিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ চলতি IPL-এ দু'টি দলেরই ব্যাটিং বিভাগ দুর্দান্ত ৷ পঞ্জাবের শক্তি অধিনায়ক লোকেশ রাহুল, ময়ঙ্ক আগরওয়াল ৷ মুম্বইয়ের বোলিং কোচ শেন বন্ড তো বলেই দিয়েছেন, "রাহুলকে রান করতে দেওয়াই যাবে না ৷" মিডল অর্ডারে রয়েছেন টি-20 স্পেশালিস্ট গ্লেন ম্যাক্সওয়েল, জিমি নিশাম ৷ তিনটি ম্যাচ খেলা হলেও এখনও মাঠে নামেননি ক্রিস গেইল ৷ নিকোলাস পুরানের পরিবর্তে তাঁর ফেরার সম্ভাবনা রয়েছে ৷

অন্যদিকে মুম্বইয়ের ভরসার নাম রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, কায়রন পোলার্ড, হার্দিক পান্ডিয়া ৷ নিজের দিনে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন তাঁরা ৷ গত ম্যাচ ঝড় তুলেছিলেন তরুণ ইশান কিশান ৷ সব মিলিয়ে ব্যাটিং বিভাগ নিয়ে চিন্তার জায়গায় নেই অধিনায়ক রোহিত শর্মা ৷ তাঁর মাথাব্যথা বোলিং ব্রিগেডকে নিয়ে ৷ বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্টের মতো বড় নাম থাকলেও রোহিতের চিন্তা রয়েই যাচ্ছে ৷ ফর্মে নেই বুমরা ৷ সুপার ওভারে মুম্বইকে ম্যাচ জেতাতে পারেননি তিনি ৷

কিংস অধিনায়ক লোকেশ রাহুলের কপালেও ভাঁজ ফেলেছে বোলিং ব্রিগেড ৷ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সুপার ওভারে হারের ম্যাচে প্রচুর রান দিয়েছেন মহম্মদ শামির মতো বোলার ৷ তিনটি উইকেট পেলেও 4 ওভারে 53 রান দেন শামি ৷ ক্যারিবিয়ান পেসার শেলডন কটরেলকে ধুয়ে দিয়ে এক ওভারে 30 রান তুলে হইচই ফেলে দেন রাজস্থানের অনামী ব্যাটসম্যান রাহুল তেওয়াটিয়া ৷ 3 ওভারে 52 রান দেন কটরেল ৷ আজ দলের পাশাপাশি পঞ্জাবের বোলিং বিভাগেরও ঘুরে দাঁড়ানোর লড়াই ৷

আবু ধাবি, 1 অক্টোবর : সুপার ওভারে হারের যন্ত্রণা নিয়ে আজ আবু ধাবিতে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স এবং কিংস ইলেভেন পঞ্জাব ৷ তাই দু'টি দলের মাথায় আজ শুধু জয়ের চিন্তা ৷ ব্যাটিং বিভাগ নিয়ে স্বস্তি থাকলেও মুম্বই ও পঞ্জাব, উভয় দলই বোলিং বিভাগের ব্যর্থতায় নিজেদের ম্যাচ হেরে এসেছে ৷ গত ম্যাচের ব্যর্থতা শুধরে নিয়েই শেখ জায়েদ স্টেডিয়ামে আজ ঘুরে দাঁড়াতে মরিয়া দু'টি দলই ৷

দু'টি দলের পরিস্থিতি একইরকম ৷ দু'টি ম্যাচে হার ও একটিতে জয় নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে রয়েছে কিংস ইলেভেন পঞ্জাব ৷ একই পরিস্থিতি রোহিতদেরও ৷ পঞ্জাবের সমসংখ্যক পয়েন্ট থাকলেও নেট রান রেটের জন্য একধাপ পিছিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ চলতি IPL-এ দু'টি দলেরই ব্যাটিং বিভাগ দুর্দান্ত ৷ পঞ্জাবের শক্তি অধিনায়ক লোকেশ রাহুল, ময়ঙ্ক আগরওয়াল ৷ মুম্বইয়ের বোলিং কোচ শেন বন্ড তো বলেই দিয়েছেন, "রাহুলকে রান করতে দেওয়াই যাবে না ৷" মিডল অর্ডারে রয়েছেন টি-20 স্পেশালিস্ট গ্লেন ম্যাক্সওয়েল, জিমি নিশাম ৷ তিনটি ম্যাচ খেলা হলেও এখনও মাঠে নামেননি ক্রিস গেইল ৷ নিকোলাস পুরানের পরিবর্তে তাঁর ফেরার সম্ভাবনা রয়েছে ৷

অন্যদিকে মুম্বইয়ের ভরসার নাম রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, কায়রন পোলার্ড, হার্দিক পান্ডিয়া ৷ নিজের দিনে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন তাঁরা ৷ গত ম্যাচ ঝড় তুলেছিলেন তরুণ ইশান কিশান ৷ সব মিলিয়ে ব্যাটিং বিভাগ নিয়ে চিন্তার জায়গায় নেই অধিনায়ক রোহিত শর্মা ৷ তাঁর মাথাব্যথা বোলিং ব্রিগেডকে নিয়ে ৷ বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্টের মতো বড় নাম থাকলেও রোহিতের চিন্তা রয়েই যাচ্ছে ৷ ফর্মে নেই বুমরা ৷ সুপার ওভারে মুম্বইকে ম্যাচ জেতাতে পারেননি তিনি ৷

কিংস অধিনায়ক লোকেশ রাহুলের কপালেও ভাঁজ ফেলেছে বোলিং ব্রিগেড ৷ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সুপার ওভারে হারের ম্যাচে প্রচুর রান দিয়েছেন মহম্মদ শামির মতো বোলার ৷ তিনটি উইকেট পেলেও 4 ওভারে 53 রান দেন শামি ৷ ক্যারিবিয়ান পেসার শেলডন কটরেলকে ধুয়ে দিয়ে এক ওভারে 30 রান তুলে হইচই ফেলে দেন রাজস্থানের অনামী ব্যাটসম্যান রাহুল তেওয়াটিয়া ৷ 3 ওভারে 52 রান দেন কটরেল ৷ আজ দলের পাশাপাশি পঞ্জাবের বোলিং বিভাগেরও ঘুরে দাঁড়ানোর লড়াই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.