ETV Bharat / sports

হেলিকপ্টার শটের মতোই চমক, আন্তর্জাতিক কেরিয়ারের ফিনিশিঙেও কুল ক্যাপ্টেন - international cricket

2011-র ভারতের বিশ্বকাপ জয়ের নায়ক মহেন্দ্র সিং ধোনিকে আর দেখা যাবে না মেন ইন ব্লুজ়দের জার্সিতে ৷ আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন বিশ্বের অন্যতম সেরা ফিনাশার ৷ শেষ হল তাঁর দীর্ঘ 15 বছরের কেরিয়ার ৷

মহেন্দ্র সিং ধোনি
‘‘ফিনিশার’’ ধোনি
author img

By

Published : Aug 15, 2020, 10:31 PM IST

দিল্লি, 15 অগাস্ট : 2 এপ্রিল 2011, ওয়াংখেড়ে স্টেডিয়াম ৷ বল হাতে দৌড়ে আসছেন শ্রীলঙ্কার নুয়ান কুলশেখরা ৷ বল পড়ল পিচে ৷ ক্রিজ়ের অন্যপ্রান্তে স্টান্স নেওয়া ব্যাটসম্যান হাঁকালেন হেলিকপ্টার শট ৷ বল গিয়ে পড়ল ওয়াংখেড়ের দর্শক স্ট্যান্ডে ৷ এক হেলিকাপ্টার শটে 28 বছরের খরা কাটানো মাহি তখন ক্রিজে স্থিরভাবে দাঁড়িয়ে ৷ সেই দৃশ্য আজও প্রতিটি ক্রিকেটপ্রেমীর মনে গাঁথা ৷ তবে এই হেলিকপ্টার শটের মহিমা আর দেখতে পাবে না তামাম ক্রিকেট বিশ্ব ৷

2011-র ভারতের বিশ্বকাপ জয়ের নায়ক মহেন্দ্র সিং ধোনিকে আর দেখা যাবে না মেন ইন ব্লুজ়দের জার্সিতে ৷ ভারতের স্বাধীনতা দিবসের দিনে সবাইকে এমনভাবে চমক দেবেন ধোনি, তা বোধহয় ভাবেনি কোনও ভক্তই ৷ তবে ধোনি তো এরকমই ৷ চমক দিতে বরাবরই ভালোবাসেন ৷ 2014 সালে অস্ট্রেলিয়ায় সিরিজ় চলাকালীন জানিয়ে দিয়েছিলেন টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়াচ্ছেন ৷ আবার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগে হঠাৎ জানিয়ে দেন অধিনায়কত্ব ছাড়ছেন ৷ মাঠের ক্যাপ্টেন কুল, ঠান্ডা মাথাতেই সবাইকে চমকে দিয়ে বিদায় জানালেন আন্তর্জাতিক ক্রিকেটকে ৷

মহেন্দ্র সিং ধোনি
মহেন্দ্র সিং ধোনি

2019 বিশ্বকাপ সেমিফাইনাল থেকে ভারতের বিদায় ৷ তার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ধোনির মন্থর ব্যাটিংয়ের সমালোচনা করেছিলেন অনেকেই ৷ কিন্তু সেমিফাইনালে মার্টিন গাপটিলের অসাধারণ থ্রোয়ে উইকেট হারানোর পর হা-হুতাশ করতে দেখা গিয়েছিল সমর্থকদের ৷ তাদের আশা ছিল, আর কিছুক্ষণ মাঠে ধোনি থাকলে ম্যাচটা ভারতের হতে পারত ৷ তারপর থেকে আর মাঠে নামেননি ধোনি ৷ এরপর ভারতীয় ক্রিকেটে যা হওয়ার তাই হয়েছে ৷ ভক্তরা বার বার জানতে চেয়েছে কবে অবসর নিচ্ছেন মাহি ৷ বিশেষজ্ঞদেরও দেখা গেছে নানা মতামত দিতে ৷ কিন্তু, যাকে নিয়ে এত কথা তিনি ছিলেন নিশ্চুপই ৷ এমনকী প্রিয় বন্ধু সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতেও তাঁর মুখ থেকে একটিও শব্দ বেরোয়নি ৷

মহেন্দ্র সিং ধোনি
বিশ্বকাপ হাতে মহেন্দ্র সিং ধোনি

শনিবার সন্ধ্যায় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ধোনি তাঁর অবসর ঘোষণা করেন ৷ ভক্তদের লেখেন, ‘‘কেরিয়ারজুড়ে আমার প্রতি ভালোবাসা ও সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ ৷ 19টা 29 থেকে আমাকে অবসর প্রাপ্ত ক্রিকেটার হিসেবে ধরে নিতে পারো ৷’’

নিজের অবসরের ভিডিয়োতে ধোনি জুড়ে দিয়েছেন 1976 সালে ‘‘কভি কভি’’ সিনেমার বিখ্যাত গান ‘‘মে পল দো পল কা শায়র হুঁ ৷'' এই গানের মাধ্যমেই তিনি হয়ত বোঝাতে চেয়েছেন, ''মুহূর্ত শেষ, তাই তিনিও বিদায় জানালেন ৷''

একটা যুগের শেষ, একটা বর্ণময় ক্রিকেট কেরিয়ারের ইতি ৷ ধোনির ঝুলিতে আছে একাধিক সাফল্য ৷ ক্রিকেটের সব ফর্ম্যাটেই দাপট দেখিয়েছে মাহির নেতৃত্বাধীন ভারতীয় দল ৷ 2007 সালের প্রথম টি-20 বিশ্বকাপ, টেস্টে এক নম্বর দল, চ্যাম্পিয়ন্স ট্রফি, ওয়ানডে বিশ্বকাপ কী নেই সেখানে ৷ 2008 ও 2009 সালে ICC ওয়ানডে ক্রিকেটার অফ দা ইয়ার নির্বাচিত হন মাহি ৷ 2007 সালে রাজীব গান্ধি খেলরত্ন, 2009 সালে পদ্মশ্রী, ও 2018 সালে পদ্মবিভূষণে সম্মানিত হন ৷

দেশের উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে টেস্টে ভারতকে নেতৃত্ব দেওয়া প্রথম ক্রিকেটার তিনিই ৷ তাঁর আমলে প্রথম নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে তাদের মাঠেই সিরিজ় জেতে ভারত ৷ অস্ট্রেলিয়ার বাইরে প্রথম অধিনায়ক হিসেবে 100 ম্যাচে জয় তুলে নেওয়ার কৃতিত্বও তাঁরই ৷ এমন বর্ণময় ক্রিকেটার সবাইকে চমকে দিয়েই ব্যাট, গ্লাভস তুলে রাখার সিদ্ধান্ত নিয়ে ফেললেন ৷ ফিনিশার মাহির আন্তর্জাতিক কেরিয়ার ‘‘ফিনিশ’’ হল ৷

দিল্লি, 15 অগাস্ট : 2 এপ্রিল 2011, ওয়াংখেড়ে স্টেডিয়াম ৷ বল হাতে দৌড়ে আসছেন শ্রীলঙ্কার নুয়ান কুলশেখরা ৷ বল পড়ল পিচে ৷ ক্রিজ়ের অন্যপ্রান্তে স্টান্স নেওয়া ব্যাটসম্যান হাঁকালেন হেলিকপ্টার শট ৷ বল গিয়ে পড়ল ওয়াংখেড়ের দর্শক স্ট্যান্ডে ৷ এক হেলিকাপ্টার শটে 28 বছরের খরা কাটানো মাহি তখন ক্রিজে স্থিরভাবে দাঁড়িয়ে ৷ সেই দৃশ্য আজও প্রতিটি ক্রিকেটপ্রেমীর মনে গাঁথা ৷ তবে এই হেলিকপ্টার শটের মহিমা আর দেখতে পাবে না তামাম ক্রিকেট বিশ্ব ৷

2011-র ভারতের বিশ্বকাপ জয়ের নায়ক মহেন্দ্র সিং ধোনিকে আর দেখা যাবে না মেন ইন ব্লুজ়দের জার্সিতে ৷ ভারতের স্বাধীনতা দিবসের দিনে সবাইকে এমনভাবে চমক দেবেন ধোনি, তা বোধহয় ভাবেনি কোনও ভক্তই ৷ তবে ধোনি তো এরকমই ৷ চমক দিতে বরাবরই ভালোবাসেন ৷ 2014 সালে অস্ট্রেলিয়ায় সিরিজ় চলাকালীন জানিয়ে দিয়েছিলেন টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়াচ্ছেন ৷ আবার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগে হঠাৎ জানিয়ে দেন অধিনায়কত্ব ছাড়ছেন ৷ মাঠের ক্যাপ্টেন কুল, ঠান্ডা মাথাতেই সবাইকে চমকে দিয়ে বিদায় জানালেন আন্তর্জাতিক ক্রিকেটকে ৷

মহেন্দ্র সিং ধোনি
মহেন্দ্র সিং ধোনি

2019 বিশ্বকাপ সেমিফাইনাল থেকে ভারতের বিদায় ৷ তার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ধোনির মন্থর ব্যাটিংয়ের সমালোচনা করেছিলেন অনেকেই ৷ কিন্তু সেমিফাইনালে মার্টিন গাপটিলের অসাধারণ থ্রোয়ে উইকেট হারানোর পর হা-হুতাশ করতে দেখা গিয়েছিল সমর্থকদের ৷ তাদের আশা ছিল, আর কিছুক্ষণ মাঠে ধোনি থাকলে ম্যাচটা ভারতের হতে পারত ৷ তারপর থেকে আর মাঠে নামেননি ধোনি ৷ এরপর ভারতীয় ক্রিকেটে যা হওয়ার তাই হয়েছে ৷ ভক্তরা বার বার জানতে চেয়েছে কবে অবসর নিচ্ছেন মাহি ৷ বিশেষজ্ঞদেরও দেখা গেছে নানা মতামত দিতে ৷ কিন্তু, যাকে নিয়ে এত কথা তিনি ছিলেন নিশ্চুপই ৷ এমনকী প্রিয় বন্ধু সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতেও তাঁর মুখ থেকে একটিও শব্দ বেরোয়নি ৷

মহেন্দ্র সিং ধোনি
বিশ্বকাপ হাতে মহেন্দ্র সিং ধোনি

শনিবার সন্ধ্যায় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ধোনি তাঁর অবসর ঘোষণা করেন ৷ ভক্তদের লেখেন, ‘‘কেরিয়ারজুড়ে আমার প্রতি ভালোবাসা ও সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ ৷ 19টা 29 থেকে আমাকে অবসর প্রাপ্ত ক্রিকেটার হিসেবে ধরে নিতে পারো ৷’’

নিজের অবসরের ভিডিয়োতে ধোনি জুড়ে দিয়েছেন 1976 সালে ‘‘কভি কভি’’ সিনেমার বিখ্যাত গান ‘‘মে পল দো পল কা শায়র হুঁ ৷'' এই গানের মাধ্যমেই তিনি হয়ত বোঝাতে চেয়েছেন, ''মুহূর্ত শেষ, তাই তিনিও বিদায় জানালেন ৷''

একটা যুগের শেষ, একটা বর্ণময় ক্রিকেট কেরিয়ারের ইতি ৷ ধোনির ঝুলিতে আছে একাধিক সাফল্য ৷ ক্রিকেটের সব ফর্ম্যাটেই দাপট দেখিয়েছে মাহির নেতৃত্বাধীন ভারতীয় দল ৷ 2007 সালের প্রথম টি-20 বিশ্বকাপ, টেস্টে এক নম্বর দল, চ্যাম্পিয়ন্স ট্রফি, ওয়ানডে বিশ্বকাপ কী নেই সেখানে ৷ 2008 ও 2009 সালে ICC ওয়ানডে ক্রিকেটার অফ দা ইয়ার নির্বাচিত হন মাহি ৷ 2007 সালে রাজীব গান্ধি খেলরত্ন, 2009 সালে পদ্মশ্রী, ও 2018 সালে পদ্মবিভূষণে সম্মানিত হন ৷

দেশের উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে টেস্টে ভারতকে নেতৃত্ব দেওয়া প্রথম ক্রিকেটার তিনিই ৷ তাঁর আমলে প্রথম নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে তাদের মাঠেই সিরিজ় জেতে ভারত ৷ অস্ট্রেলিয়ার বাইরে প্রথম অধিনায়ক হিসেবে 100 ম্যাচে জয় তুলে নেওয়ার কৃতিত্বও তাঁরই ৷ এমন বর্ণময় ক্রিকেটার সবাইকে চমকে দিয়েই ব্যাট, গ্লাভস তুলে রাখার সিদ্ধান্ত নিয়ে ফেললেন ৷ ফিনিশার মাহির আন্তর্জাতিক কেরিয়ার ‘‘ফিনিশ’’ হল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.