ETV Bharat / sports

বাংলাদেশের অধিনায়কত্ব ছাড়ছেন মোর্তাজা

আজই বাংলাদেশ অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ খেলবেন মাশরাফি মোর্তাজা ৷

image
মাশরফি মোর্তাজা
author img

By

Published : Mar 6, 2020, 12:56 PM IST

দিল্লি, 6 মার্চ : বাংলাদেশের অধিনায়ক হিসেবে শুক্রবারই শেষ ম্যাচ খেলতে চলেছেন মাশরাফি মোর্তাজা ৷ সেদিন জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ়ের শেষ ম্যাচ খেলতে চলেছে বাংলাদেশ ৷

সাদা বলের ক্রিকেটে 2014 সালে বাংলাদেশকে প্রথম নেতৃত্ব দেন মাশরাফি ৷ সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশকে 87 বার নেতৃত্ব দিয়েছেন তিনি ৷ শুক্রবার সিলেটে ম্যাচ জিতলে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশের পাশাপাশি তাঁর নেতৃত্বে 50 তম ম্যাচেও জয় পাবে বাংলাদেশ ৷

  • Tomorrow will be my last game as captain My love for all cricket lovers, will be with me throughout my life,।।
    অধিনায়ক হয়ে আগামিকালের খেলাটি হবে আমার শেষ খেলা।
    সকল ক্রিকেট প্রেমি দের প্রতি থাকবে আমার অপুরন্ত ভালোবাসা আজীবন।। pic.twitter.com/MA9l8zuAXG

    — MASHRAFE BIN MORTAZA🌀 (@mashrafebd) March 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সাংবাদিক বৈঠকে মাশরফি মোর্তাজা বলেন, ‘‘আমি বাংলাদেশের অধিনায়কত্ব ছাড়ছি ৷ শেষ তথা তৃতীয় ম্যাচই অধিনায়ক হিসেবে আমার শেষ ম্যাচ ৷ আমি নিজে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছি ৷ সুযোগ পেলে সেরাটা দেওয়ার চেষ্টা করব ৷ আগামীর অধিনায়কের জন্য অসংখ্য শুভেচ্ছা ৷’’

মোর্তাজা মনে করেন, এই মুহূর্তে তিন সিনিয়র ক্রিকেটার আছেন যাঁরা অধিনায়কত্ব সামলাতে পারেন ৷ যদিও কারও নাম উল্লেখ করেননি তিনি ৷ বলেন, ক্রিকেটার না হলে তিনি মৎস্যচাষ করতেন ৷

দিল্লি, 6 মার্চ : বাংলাদেশের অধিনায়ক হিসেবে শুক্রবারই শেষ ম্যাচ খেলতে চলেছেন মাশরাফি মোর্তাজা ৷ সেদিন জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ়ের শেষ ম্যাচ খেলতে চলেছে বাংলাদেশ ৷

সাদা বলের ক্রিকেটে 2014 সালে বাংলাদেশকে প্রথম নেতৃত্ব দেন মাশরাফি ৷ সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশকে 87 বার নেতৃত্ব দিয়েছেন তিনি ৷ শুক্রবার সিলেটে ম্যাচ জিতলে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশের পাশাপাশি তাঁর নেতৃত্বে 50 তম ম্যাচেও জয় পাবে বাংলাদেশ ৷

  • Tomorrow will be my last game as captain My love for all cricket lovers, will be with me throughout my life,।।
    অধিনায়ক হয়ে আগামিকালের খেলাটি হবে আমার শেষ খেলা।
    সকল ক্রিকেট প্রেমি দের প্রতি থাকবে আমার অপুরন্ত ভালোবাসা আজীবন।। pic.twitter.com/MA9l8zuAXG

    — MASHRAFE BIN MORTAZA🌀 (@mashrafebd) March 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সাংবাদিক বৈঠকে মাশরফি মোর্তাজা বলেন, ‘‘আমি বাংলাদেশের অধিনায়কত্ব ছাড়ছি ৷ শেষ তথা তৃতীয় ম্যাচই অধিনায়ক হিসেবে আমার শেষ ম্যাচ ৷ আমি নিজে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছি ৷ সুযোগ পেলে সেরাটা দেওয়ার চেষ্টা করব ৷ আগামীর অধিনায়কের জন্য অসংখ্য শুভেচ্ছা ৷’’

মোর্তাজা মনে করেন, এই মুহূর্তে তিন সিনিয়র ক্রিকেটার আছেন যাঁরা অধিনায়কত্ব সামলাতে পারেন ৷ যদিও কারও নাম উল্লেখ করেননি তিনি ৷ বলেন, ক্রিকেটার না হলে তিনি মৎস্যচাষ করতেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.