ETV Bharat / sports

দুস্থদের পাশে মোহনবাগানের শেখ সাহিল, অর্থসাহায্য ঐহিকার - East Bengal

নিরন্ন মানুষের পাশে এসে দাঁড়ালেন মোহনবাগানের ফুটবলার শেখ সাহিল । এলাকার দুস্থ মানুষের হাতে চাল-ডাল-আলু তুলে দেন তিনি  । পাশাপাশি সাহায্যের হাত বাড়িয়েছেন ভারতীয় টেবিল টেনিস দলের সদস্য ঐহিকা মুখোপাধ্যায়ও ।

Mohunbagan footballer seikh sahil and tt player oihika mukherjee help poor people in lockdown
Mohunbagan footballer seikh sahil and tt player oihika mukherjee help poor people in lockdown
author img

By

Published : Mar 31, 2020, 11:40 PM IST

কলকাতা, 31 মার্চ : বিশ্বকাপার অভিজিৎ সরকার, রহিম আলির পরে এবার নিরন্ন মানুষের পাশে এসে দাঁড়ালেন মোহনবাগানের ফুটবলার শেখ সাহিল । এলাকার দুস্থ মানুষের হাতে চাল-ডাল-আলু তুলে দেন তিনি । পাশাপাশি সাহায্যের হাত বাড়িয়েছেন ভারতীয় টেবিল টেনিস দলের সদস্য ঐহিকা মুখোপাধ্যায়ও ।

ব্যারাকপুরের বাসিন্দা শেখ সাহিল বলেছেন, “এই কঠিন পরিস্থিতির মধ্যে সবাইকে একজোট হয়ে লড়াই করতে হবে । একটা ম্যাচ জেতার জন্য যেমন 11 জনের লড়াইয়ের প্রয়োজন হয় তেমনই সম্মিলিত লড়াইয়ে লুকিয়ে থাকে বাঁচার মন্ত্র । তাই একজন মানুষ হিসেবে এই সাহায্য করা জরুরি ছিল ।“ তাই করেছেন এই মোহনবাগানের প্রতিভাবান মিডফিল্ডার । সাহায্যের হাত বাড়িয়েছেন ভারতীয় টেবিল টেনিস দলের সদস্য ঐহিকা মুখোপাধ্যায়ও । নৈহাটির মেয়ে ঐহিকা কমনওয়েলথ গেমসে দেশের হয়ে পদক জিতেছেন । মঙ্গলবার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দানের উদ্দেশে নৈহাটি পুরসভার চেয়ারম্যানের হাতে কুড়ি হাজার টাকার চেক তুলে দেন তিনি ।

ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে আগেও সাহায্য করা হয়েছিল । ময়দানের মাঠকর্মীদের হাতে খাবার তুলে দেওয়ার পরে মঙ্গলবার নবান্নে গিয়েছিলেন লাল-হলুদের প্রতিনিধিরা । সেখানকার কর্মীদের হাতে খাবার তুলে দেন তাঁরা । পাশাপাশি এলাকা পরিষ্কারের কাজেও হাত লাগান তাঁরা । এছাড়া মহমেডানের কার্যকরী কমিটির সদস্য ইস্তিয়াক আহমেদ দুস্থদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন ।

মুখ্যমন্ত্রীর জরুরি ত্রাণ তহবিলে শতাব্দী প্রাচীন উয়াড়ি ক্লাব দু’লাখ টাকা দান করার কথা ঘোষণা করেছে । আজ CAB-র অ্যাপেক্স কমিটির সদস্য ও প্রাক্তন মহিলা টেস্ট ক্রিকেটার গার্গী বন্দ্যোপাধ্যায় 10 হাজার টাকা দান করেন । CAB-র মেডিকেল ইউনিটের সদস্যরাও অর্থ সাহায্য নিয়ে এগিয়ে এসেছেন ।

কলকাতা, 31 মার্চ : বিশ্বকাপার অভিজিৎ সরকার, রহিম আলির পরে এবার নিরন্ন মানুষের পাশে এসে দাঁড়ালেন মোহনবাগানের ফুটবলার শেখ সাহিল । এলাকার দুস্থ মানুষের হাতে চাল-ডাল-আলু তুলে দেন তিনি । পাশাপাশি সাহায্যের হাত বাড়িয়েছেন ভারতীয় টেবিল টেনিস দলের সদস্য ঐহিকা মুখোপাধ্যায়ও ।

ব্যারাকপুরের বাসিন্দা শেখ সাহিল বলেছেন, “এই কঠিন পরিস্থিতির মধ্যে সবাইকে একজোট হয়ে লড়াই করতে হবে । একটা ম্যাচ জেতার জন্য যেমন 11 জনের লড়াইয়ের প্রয়োজন হয় তেমনই সম্মিলিত লড়াইয়ে লুকিয়ে থাকে বাঁচার মন্ত্র । তাই একজন মানুষ হিসেবে এই সাহায্য করা জরুরি ছিল ।“ তাই করেছেন এই মোহনবাগানের প্রতিভাবান মিডফিল্ডার । সাহায্যের হাত বাড়িয়েছেন ভারতীয় টেবিল টেনিস দলের সদস্য ঐহিকা মুখোপাধ্যায়ও । নৈহাটির মেয়ে ঐহিকা কমনওয়েলথ গেমসে দেশের হয়ে পদক জিতেছেন । মঙ্গলবার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দানের উদ্দেশে নৈহাটি পুরসভার চেয়ারম্যানের হাতে কুড়ি হাজার টাকার চেক তুলে দেন তিনি ।

ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে আগেও সাহায্য করা হয়েছিল । ময়দানের মাঠকর্মীদের হাতে খাবার তুলে দেওয়ার পরে মঙ্গলবার নবান্নে গিয়েছিলেন লাল-হলুদের প্রতিনিধিরা । সেখানকার কর্মীদের হাতে খাবার তুলে দেন তাঁরা । পাশাপাশি এলাকা পরিষ্কারের কাজেও হাত লাগান তাঁরা । এছাড়া মহমেডানের কার্যকরী কমিটির সদস্য ইস্তিয়াক আহমেদ দুস্থদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন ।

মুখ্যমন্ত্রীর জরুরি ত্রাণ তহবিলে শতাব্দী প্রাচীন উয়াড়ি ক্লাব দু’লাখ টাকা দান করার কথা ঘোষণা করেছে । আজ CAB-র অ্যাপেক্স কমিটির সদস্য ও প্রাক্তন মহিলা টেস্ট ক্রিকেটার গার্গী বন্দ্যোপাধ্যায় 10 হাজার টাকা দান করেন । CAB-র মেডিকেল ইউনিটের সদস্যরাও অর্থ সাহায্য নিয়ে এগিয়ে এসেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.