দিল্লি, 14 অক্টোবর : পাকিস্তান ক্রিকেট দলের নির্বাচক পদ থেকে ইস্তফা দিলেন মিসবা উল হক ৷ যদিও তিনি দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন ৷
গত বছর সেপ্টেম্বর থেকে দলের প্রধান কোচ ও প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করছেন তিনি ৷ বলেন, ‘‘আমি জিম্বাবোয়ের বিরুদ্ধে আসন্ন সিরিজ়ের দল নির্বাচন করব ৷ কিন্তু তারপর আমি দলের প্রধান কোচের কাজে বেশি করে মনোযোগ দিতে চাই ৷’’ 30 নভেম্বর পর্যন্ত প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করবেন তিনি ৷
কোনও চাপে পড়ে দলের নির্বাচকের পদ ছাড়ছেন না বলে স্পষ্ট করে দিয়েছেন তিনি ৷ বলেন, ‘‘এটা সম্পূর্ণ আমার নিজের সিদ্ধান্ত ৷ কারণ আমি মনে করি একই সঙ্গে দু'টি হাইপ্রোফাইল কাজ করা সহজ নয় ৷ আমি জাতীয় দলের কোচ হিসেবে নিজের সেরাটা দিতে চাই ৷ তবে যেই প্রধান নির্বাচক হন না কেন আমি তাঁকে পূর্ণ সহযোগিতা করব ৷ এবং পাকিস্তানকে ক্রিকেটের তিন ফর্ম্যাটে সেরা করার চেষ্টা করব ৷’’
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার এই সিদ্ধান্ত সম্পূর্ণ ক্রিকেটীয় বলেও দাবি করেছেন ৷ গত মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও প্রাক্তন অধিনায়ক ইমরান খানের সঙ্গে মিসবা এবং সিনিয়র ক্রিকেটার আজহার আলি ও মহম্মদ হাফিজ় বৈঠক করেন ৷ মিসবার এই সিদ্ধান্তের সঙ্গে ওই বৈঠকের কোনও যোগাযোগ নেই বলেও দাবি করেন তিনি ৷
মিসবা ওই প্রসঙ্গে বলেন, ‘‘ যদি ওই বৈঠক আমার দায়িত্ব ছাড়ার কারণ হত তাহলে আমি মনে করি আমার প্রধান কোচের পদও থাকত না ৷ আমি যখন দায়িত্ব নিয়েছিলাম তখন ভেবেছিলাম আমি দুটি কাজই দায়িত্ব নিয়ে সামলাতে পারব ৷ কিন্তু যত সময় গিয়েছে আমি বুঝেছি দুটি কাজ একসঙ্গে করা সহজ নয় ৷
বিশ্বকাপের সেমিফাইনালে ব্যর্থতার পর মিকি আর্থার ও তাঁর সাপোর্টিং স্টাফকে সরিয়ে মিসবাকে দায়িত্ব দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড ৷ কোচের পাশাপাশি তাঁকে প্রধান নির্বাচকের দায়িত্বও দেওয়া হয় ৷ দেশের প্রধান নির্বাচক হওয়ার জন্য কয়েকদিন আগে ইচ্ছাপ্রকাশ করেন দলের প্রাক্তন পেসার শোয়েব আখতার ।