দিল্লি, 6 নভেম্বর : এবার হয়তো অন্য ভূমিকায় দেখা যাবে "ক্যাপ্টেন কুল" মহেন্দ্র সিং ধোনিকে ৷ সব কিছু ঠিকঠাক হলে ভারত বনাম বাংলাদেশ দিন রাতের টেস্টে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাবে ভারতের সফততম অধিনায়ককে ৷ একেই নৈশালোকে গোলাপি বলের টেস্টে ইতিহাসের সাক্ষী হতে চলেছে ইডেন ৷ তার উপর মাহি যদি ধারাভাষ্যকারের ভূমিকা নেন, তাহলে তো কথাই নেই ৷ টেলিভিশন সম্প্রচার সংস্থার পক্ষ থেকে ইতিমধ্যেই BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলে খবর ৷
ভারতের সমস্ত প্রাক্তন অধিনায়ককে আমন্ত্রণ জানানো হবে ইডেনের টেস্টে ৷ ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাস সম্পর্কে নিজেদের স্মরণীয় মুহূর্ত গুলো সবার সঙ্গে ভাগ করে নেওয়ারও আবেদন জানানো হবে ৷
সমস্ত অধিনায়কদের অতিথি ভাষ্যকার হিসাবে নিয়ে আসা হবে ৷ ধোনি যদি আসেন তাহলে ভাষ্যকার হিসাবে প্রথমবার তাঁকে দেখা যাবে ৷ এটা বলাই বাহুল্য ধোনিকে নতুন অবতারে দেখার জন্য মুখিয়ে থাকবে আপামর ক্রিকেটপ্রেমী ৷