ETV Bharat / sports

স্থগিত হতে পারে লঙ্কা প্রিমিয়ার লিগ : SLC

আগেই ক্রিকেটারদের ড্রাফটিং হয়েছে ৷ সেখানে ক্রিস গেইল, ড্যারেন সামি, ড্যারেন ব্রাভো, শাহিদ আফ্রিদি, শাকিব অল হাসানের মতো ক্রিকেটার ছিলেন ৷ লঙ্কা প্রিমিয়ার লিগে ভারতের একমাত্র ক্রিকেটার হিসেবে অংশ নিয়েছেন ইরফান পাঠান ৷

Lanka premier league
Lanka premier league
author img

By

Published : Nov 2, 2020, 6:55 PM IST

কলম্বো, 2 নভেম্বর : কোরোনা ভাইরাসের প্রকোপে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল খেলাধূলা ৷ তবে ধীরে ধীরে সব খেলাই শুরু হচ্ছে ৷ এরই মধ্যে লঙ্কা প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণ শুরু হওয়ার কথা ৷ হয়ে গিয়েছিল প্লেয়ার ড্রাফিটিংও ৷ 21 নভেম্বর থেকে দ্বীপরাষ্ট্রে শুরু হওয়ার কথা লঙ্কা প্রিমিয়ার লিগ ৷ তবে তা প্রশ্ন চিহ্নের মুখে ৷

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সূত্রে খবর, স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রয়োজনীয় অনুমতি পত্র এখনও হাতে পায়নি বোর্ড ৷ ফলে লঙ্কা প্রিমিয়ার লিগ নিয়ে সংশয় শুরু হয়েছে ৷ 4 নভেম্বর থেকে শুরু হতে চলা বিদেশি ক্রিকেটারদের 14 দিনের কোয়ারানটিন নিয়ে সংশয় তৈরি হয়েছে ৷

আগেই ক্রিকেটারদের ড্রাফটিং হয়েছে ৷ সেখানে ক্রিস গেইল, ড্যারেন সামি, ড্যারেন ব্রাভো, শাহিদ আফ্রিদি, শাকিব অল হাসানের মতো ক্রিকেটার ছিলেন ৷ লঙ্কা প্রিমিয়ার লিগে ভারতের একমাত্র ক্রিকেটার হিসেবে অংশ নিয়েছেন ইরফান পাঠান ৷ 30 জন বিদেশি ক্রিকেটার খেলেবেন পাঁচটি দলে ৷ 21 নভেম্বর থেকে শুরু হয়ে 14 ডিসেম্বর প্রর্যন্ত খেলা হওয়ার কথা ৷

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সচিব মোহন ডি সিলভা বলেন, ‘‘ আমরা LPL নিয়ে একটু চিন্তায় আছি ৷ কারণ এখনও পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রক থেকে অনুমতি পত্র আসেনি ৷ আজ না এলে আমাদের বাধ্য হয়ে টুর্নামেন্ট পিছানোর সিদ্ধান্ত নিতে হবে ৷ তবে লিগ পিছানো মানে একাধিক খরচ ও ক্রিকেটারদের সময় পাওয়া না পাওয়া নিয়ে অনেক প্রশ্নচিহ্ন উঠবে ৷’’

তিনি আরও বলেন, ‘‘ আমরা অনুমতির জন্য একাধিকবার স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেছি ৷ খেলাগুলি হওয়ার কথা ছিল হামবানতোতা ও পাল্লেকেলেতে ৷ যেখানে ক্রিকেটাররা বায়ো বাবলে থাকবেন ৷ মাত্তালা এয়ারপোর্ট থেকে তাঁরা সরাসরি হোটেলে ও সেখান থেকে মাঠে যাবেন ৷ নিরপত্তা, সেনা ও স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে এই পরিকল্পনা নিয়ে একাধিক আলোচনা করা হয়েছে ৷’’

কলম্বো, 2 নভেম্বর : কোরোনা ভাইরাসের প্রকোপে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল খেলাধূলা ৷ তবে ধীরে ধীরে সব খেলাই শুরু হচ্ছে ৷ এরই মধ্যে লঙ্কা প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণ শুরু হওয়ার কথা ৷ হয়ে গিয়েছিল প্লেয়ার ড্রাফিটিংও ৷ 21 নভেম্বর থেকে দ্বীপরাষ্ট্রে শুরু হওয়ার কথা লঙ্কা প্রিমিয়ার লিগ ৷ তবে তা প্রশ্ন চিহ্নের মুখে ৷

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সূত্রে খবর, স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রয়োজনীয় অনুমতি পত্র এখনও হাতে পায়নি বোর্ড ৷ ফলে লঙ্কা প্রিমিয়ার লিগ নিয়ে সংশয় শুরু হয়েছে ৷ 4 নভেম্বর থেকে শুরু হতে চলা বিদেশি ক্রিকেটারদের 14 দিনের কোয়ারানটিন নিয়ে সংশয় তৈরি হয়েছে ৷

আগেই ক্রিকেটারদের ড্রাফটিং হয়েছে ৷ সেখানে ক্রিস গেইল, ড্যারেন সামি, ড্যারেন ব্রাভো, শাহিদ আফ্রিদি, শাকিব অল হাসানের মতো ক্রিকেটার ছিলেন ৷ লঙ্কা প্রিমিয়ার লিগে ভারতের একমাত্র ক্রিকেটার হিসেবে অংশ নিয়েছেন ইরফান পাঠান ৷ 30 জন বিদেশি ক্রিকেটার খেলেবেন পাঁচটি দলে ৷ 21 নভেম্বর থেকে শুরু হয়ে 14 ডিসেম্বর প্রর্যন্ত খেলা হওয়ার কথা ৷

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সচিব মোহন ডি সিলভা বলেন, ‘‘ আমরা LPL নিয়ে একটু চিন্তায় আছি ৷ কারণ এখনও পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রক থেকে অনুমতি পত্র আসেনি ৷ আজ না এলে আমাদের বাধ্য হয়ে টুর্নামেন্ট পিছানোর সিদ্ধান্ত নিতে হবে ৷ তবে লিগ পিছানো মানে একাধিক খরচ ও ক্রিকেটারদের সময় পাওয়া না পাওয়া নিয়ে অনেক প্রশ্নচিহ্ন উঠবে ৷’’

তিনি আরও বলেন, ‘‘ আমরা অনুমতির জন্য একাধিকবার স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেছি ৷ খেলাগুলি হওয়ার কথা ছিল হামবানতোতা ও পাল্লেকেলেতে ৷ যেখানে ক্রিকেটাররা বায়ো বাবলে থাকবেন ৷ মাত্তালা এয়ারপোর্ট থেকে তাঁরা সরাসরি হোটেলে ও সেখান থেকে মাঠে যাবেন ৷ নিরপত্তা, সেনা ও স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে এই পরিকল্পনা নিয়ে একাধিক আলোচনা করা হয়েছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.