কলকাতা, ২৬ মার্চ : রবিবাসরীয় ইডেনের নায়ক সোমবার বেলা করে ঘুম থেকে ওঠায় নাইটদের রুটিনে বড়সড় রদবদল। জয়ের পরের দিন পুরো দলকে নিয়ে ফটোসেশন ছিল। কিন্তু আন্দ্রে রাসেল ঘুম থেকে দেরি করে ওঠায় প্রায় ঘণ্টা দুয়েক পরে শুরু হয় নাইটদের ফটোসেশন। অবশ্য দেরি হওয়ার কারণ হায়দরাবাদ সানরাইজ়ার্সের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেওয়ার পরে টিম হোটেলে রাতভর জয়োৎসব। কেক কাটা, নাচ গানের পাশাপাশি পঞ্জাবের বিরুদ্ধে জয়ের ধারাবাহিকতা বজায় রাখার শপথ নাইটদের সংসারে।
গতকাল দলের অপশনাল প্র্যাকটিসে এসে কোচ জ্যাক কালিস বলছেন রাসেলের ইনিংসটা সত্যিই অসাধারণ। তিনি বলেন, " রাসেল যখন মাঠে নামল তখন আমাদের জন্য পরিস্থিতি কাঠিন ছিল। তবে অনেকদিন পর এত ভাল ইনিংস দেখলাম।" নিজের খেলোয়াড় জীবনে ব্যাট ও বল হাতে দাপিয়ে পারফরম্যান্স করেছেন জ্যাক কালিস। সেই নিরিখে ১৮ বলে ৫৩ রান করতে হবে দেখেও ঘাবড়ে যাননি। রাসেলের দুরন্ত ব্যাটিং-এর সঙ্গে পরিচয় ছিল। তাই ক্যারিবিয়ান অলরাউন্ডারকে বাইশ গজে খেলতে দেখে আশায় বুক বেঁধেছিলেন। জয় ছিনিয়ে নিতে একটা স্পেশাল ইনিংস দরকার ছিল। সেটাই রাসেল করেছে বলে মনে করেন কালিস। একই সঙ্গে নাইট হেডস্যার শুভমান গিলের ব্যাটিং-এর পরিণতবোধের প্রশংসা করেন।
"আমরা ম্যাচ হারতে পারি না।" দলের মধ্যে এই বিশ্বাস ছিল বলে জানিয়েছেন কালিস ক্রিকেটাররা জানতেন শেষ অবধি ম্যাচটা টেনে নিয়ে যেতে পারলে জেতা সম্ভব। হায়দরাবাদের চ্যালেঞ্জ সামলানোর পরে এবার সামনে কিংস ইলেভেন পঞ্জাব। নাইট বোলারদের কাজটা কঠিন করার মানসিকতা নিয়ে মাঠে নামবেন ক্রিস গেইল। সেকথা মাথায় রেখেই জ্যাক কালিস জানিয়েছেন, তারা কেবলমাত্র একজন ক্রিকেটারকে নিয়ে চিন্তা করছেন না। পঞ্জাবের পুরো দলকে নিয়েই ছক সাজাচ্ছেন।
চোটের জন্য সুনীল নারিনকে ঘিরে সংশয় তৈরি হলেও কালিস জানিয়েছেন, বুধবার ক্যারিবিয়ান স্পিনার সুস্থ হয়ে মাঠে নামবেন। নীতিশ রানা হঠাৎ করে ইনিংস গোড়াপত্তন করে নেমে সফল। বিষয়টি দলের গেমপ্ল্যানে ছিল বলে জানিয়েছেন কালিস। প্রতিপক্ষকে চমকে দেওয়ার জন্য এরকম আরও প্ল্যান রয়েছে বলে জানিয়েছেন জ্যাক কালিস।