ETV Bharat / sports

আমফানে বিধ্বস্ত কলকাতার সবুজ ফেরাতে বাদশার উদ্যোগ - কলকাতা

আমফান সাইক্লোনের জেরে বিধ্বস্ত কলকাতা সহ বেশ কয়েকটি জেলা । প্রাণহানি যেমন হয়েছে তেমনই প্রচুর বাড়ি ভেঙে পড়েছে । নষ্ট হয়েছে প্রচুর গাছ । সরকারি হিসেব বলছে কলকাতা শহরে উপড়ে পড়েছে ছয় হাজারের বেশি গাছ ।

আমফানে বিধ্বস্ত কলকাতার সবুজ ফেরাতে বাদশার উদ্যোগ
আমফানে বিধ্বস্ত কলকাতার সবুজ ফেরাতে বাদশার উদ্যোগ
author img

By

Published : May 29, 2020, 12:11 PM IST

কলকাতা, 29 মে: তিলোত্তমার সবুজ ফেরাতে উদ্যোগী হলেন বলিউডের বাদশা শাহরুখ খান ৷ আমফানে বিধ্বস্ত বাংলার পরিস্থিতি দেখে আঁতকে উঠেছিলেন তিনি ৷ শুধু সমবেদনা জানানোই নয়, এই বিপর্যয়ে কলকাতার পাশে দাঁড়িয়েছেন তিনি ৷ দলের কর্ণধারের নির্দেশেই শহরে পাঁচ হাজার গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে কলকাতা নাইট রাইডার্স ৷ এর পাশাপাশি কলকাতা সহ ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি বিপর্যস্ত জেলাগুলিতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করেছে KKR ৷

আমফান সাইক্লোনের জেরে বিধ্বস্ত কলকাতা সহ বেশ কয়েকটি জেলা । প্রাণহানি যেমন হয়েছে তেমনই প্রচুর বাড়ি ভেঙে পড়েছে । নষ্ট হয়েছে প্রচুর গাছ । সরকারি হিসেব বলছে কলকাতা শহরে উপড়ে পড়েছে ছয় হাজারের বেশি গাছ । শহরের ফুসফুস বলে পরিচিত কলকাতা ময়দানেও প্রচুর গাছ উপড়ে পড়েছে । সবুজের এই ধ্বংস কীভাবে সামলানো যাবে তা নিয়ে আশঙ্কিত শহরবাসী । এর ফলে লকডাউন উঠে গেলে দূষণ বাড়ার আশঙ্কা করছে পরিবেশবিদরা ৷ এই অবস্থায় কলকাতার পাশে দাঁড়ালেন বলিউড বাদশা শাহরুখ খান । এরাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডার তিনি । তাই বাংলার এই খারাপ সময়ে কলকাতার সবুজায়নের পুনঃরুজ্জীবনে সাহায্যের উদ্যোগ নিল তাঁর IPL দল কলকাতা নাইট রাইডার্স ।

সম্প্রতি টুইট করে KKR জানিয়েছে, "আমফানে বিপর্যস্ত কলকাতার পাশে রয়েছে KKR ৷ আমরা কলকাতা শহরে পাঁচ হাজার গাছ লাগানোর ব্যাপারে উদ্যোগ নেব ।" এক্ষেত্রে শাহরুখের সংস্থা মীর ফাউন্ডেশন ও KKR একযোগে কাজ করবে । এই কাজে নেতৃত্ব দেবেন KKR-এর অন্যতম কর্ণধার জুহি চাওলা । এর আগেও KKR-এর বিভিন্ন সামাজিক কাজে দেখা গিয়েছে জুহি চাওলাকে । কলকাতা, দুটি চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঘূর্ণিঝড় কবলিত এলাকাগুলিতে খাদ্যসামগ্রী পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছে কিং খানের দল ৷ এই চারটি জেলায় খাদ্যসামগ্রী ছাড়াও কোরোনা ঠেকাতে মাস্ক, গ্লাভস, স্যানিটাইজ়ারের মতো জিনিসও পৌঁছে দেবে তারা ৷

বাংলার ব্র্যান্ড আম্বাসাডার হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সবসময়ই সাড়া দিয়েছেন । আগামী দিনে অর্থ সাহায্য করবেন, এই ইঙ্গিতও রয়েছে তাঁর কথায় । পাঁচ হাজার বৃক্ষরোপণ সেই পাশে দাঁড়ানোর অঙ্গীকার পালনের প্রথম ধাপ বলেই মনে করা হচ্ছে ।

কলকাতা, 29 মে: তিলোত্তমার সবুজ ফেরাতে উদ্যোগী হলেন বলিউডের বাদশা শাহরুখ খান ৷ আমফানে বিধ্বস্ত বাংলার পরিস্থিতি দেখে আঁতকে উঠেছিলেন তিনি ৷ শুধু সমবেদনা জানানোই নয়, এই বিপর্যয়ে কলকাতার পাশে দাঁড়িয়েছেন তিনি ৷ দলের কর্ণধারের নির্দেশেই শহরে পাঁচ হাজার গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে কলকাতা নাইট রাইডার্স ৷ এর পাশাপাশি কলকাতা সহ ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি বিপর্যস্ত জেলাগুলিতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করেছে KKR ৷

আমফান সাইক্লোনের জেরে বিধ্বস্ত কলকাতা সহ বেশ কয়েকটি জেলা । প্রাণহানি যেমন হয়েছে তেমনই প্রচুর বাড়ি ভেঙে পড়েছে । নষ্ট হয়েছে প্রচুর গাছ । সরকারি হিসেব বলছে কলকাতা শহরে উপড়ে পড়েছে ছয় হাজারের বেশি গাছ । শহরের ফুসফুস বলে পরিচিত কলকাতা ময়দানেও প্রচুর গাছ উপড়ে পড়েছে । সবুজের এই ধ্বংস কীভাবে সামলানো যাবে তা নিয়ে আশঙ্কিত শহরবাসী । এর ফলে লকডাউন উঠে গেলে দূষণ বাড়ার আশঙ্কা করছে পরিবেশবিদরা ৷ এই অবস্থায় কলকাতার পাশে দাঁড়ালেন বলিউড বাদশা শাহরুখ খান । এরাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডার তিনি । তাই বাংলার এই খারাপ সময়ে কলকাতার সবুজায়নের পুনঃরুজ্জীবনে সাহায্যের উদ্যোগ নিল তাঁর IPL দল কলকাতা নাইট রাইডার্স ।

সম্প্রতি টুইট করে KKR জানিয়েছে, "আমফানে বিপর্যস্ত কলকাতার পাশে রয়েছে KKR ৷ আমরা কলকাতা শহরে পাঁচ হাজার গাছ লাগানোর ব্যাপারে উদ্যোগ নেব ।" এক্ষেত্রে শাহরুখের সংস্থা মীর ফাউন্ডেশন ও KKR একযোগে কাজ করবে । এই কাজে নেতৃত্ব দেবেন KKR-এর অন্যতম কর্ণধার জুহি চাওলা । এর আগেও KKR-এর বিভিন্ন সামাজিক কাজে দেখা গিয়েছে জুহি চাওলাকে । কলকাতা, দুটি চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঘূর্ণিঝড় কবলিত এলাকাগুলিতে খাদ্যসামগ্রী পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছে কিং খানের দল ৷ এই চারটি জেলায় খাদ্যসামগ্রী ছাড়াও কোরোনা ঠেকাতে মাস্ক, গ্লাভস, স্যানিটাইজ়ারের মতো জিনিসও পৌঁছে দেবে তারা ৷

বাংলার ব্র্যান্ড আম্বাসাডার হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সবসময়ই সাড়া দিয়েছেন । আগামী দিনে অর্থ সাহায্য করবেন, এই ইঙ্গিতও রয়েছে তাঁর কথায় । পাঁচ হাজার বৃক্ষরোপণ সেই পাশে দাঁড়ানোর অঙ্গীকার পালনের প্রথম ধাপ বলেই মনে করা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.