দিল্লি, 14 মার্চ: বাড়ছে কোরোনা আতঙ্ক ৷ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর এবার ক্রীড়াজগতের অপর এক তারকা লকি ফার্গুসনকে রাখা হল আইসোলেশনে ৷ শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্যাচের শেষে গলায় ব্যথা অনুভব করেন কিউয়ি পেসার ফার্গুসন ৷ এরপরই আইসোলেশনে রাখা হয় কিউয়ি বোলারকে ৷
এই প্রসঙ্গে নিউজ়িল্যান্ডের ক্রিকেটারের মুখপাত্র বলেন, টিমের হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে ফার্গুসনকে ৷ তাঁর থ্রোট সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷ ফলাফল হাতে এলেই সেইমতোই ব্যবস্থা নেওয়া হবে৷ তিনি দলে কবে ফিরবেন, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে টেস্টের রিপোর্ট হাতে এলেই ৷
প্রথমে অস্ট্রেলীয় ফাস্ট বোলার কেন রিচার্ডসনকে কোরোনা আতঙ্কে রাখা হয়েছিল আইসোলেশনে ৷ কিন্তু রিপোর্ট নেগেটিভ আসে ৷ তিনি সিডনি রওনা হন ৷
অস্ট্রেলিয়ার সঙ্গে নিউজ়িল্যান্ডের ম্যাচ ছিল শুক্রবার ৷ কিন্তু ম্যাচ ছিল দর্শকশূন্য ৷ ডান হাতি পেসার ফার্গুসন সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে টিম অস্ট্রেলিয়ার সঙ্গে ফিরেছেন ৷ বৃহস্পতিবারই গলা ব্যথার উপসর্গের কথা জানান তিনি ৷
আতঙ্ক ছড়িয়েছে বিশ্বের সর্বত্র ৷ কোরোনা আতঙ্কে ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো স্বেচ্ছায় আইসোলেশনে গিয়েছেন আগেই ৷ এবার কোরোনা সন্দেহে আইসোলেশনে ক্রিকেট তারকা ফার্গুসনও ৷