ETV Bharat / sports

রোনাল্ডো, ফেডেরাররা পারলে মাহিও পারবে : কেশব বন্দ্য়োপাধ্যায় - ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক

বাইরে বেরোনোর ক্ষেত্রে বিধিনিষেধ এখনও অব্যাহত । তাই রাঁচির বাড়ির সামনে হয়ত ভক্তদের ভিড় দেখা যাবে না । মহেন্দ্র সিং ধোনির ছোটোবেলার কোচ কেশব বন্দ্যোপাধ্যায় বলছেন, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মন খারাপ তাঁর প্রিয় শিষ্যের । তাই এবারের জন্মদিন ঘটা করে পালন করা হয়ত হবে না ।

image
কেশব বন্দ্য়োপাধ্যায়
author img

By

Published : Jul 6, 2020, 10:36 PM IST

কলকাতা, 6 জুলাই : বয়স নয়, ফিটনেস নিয়ে কথা হোক । মহেন্দ্র সিং ধোনির জন্মদিনের আগে এভাবেই প্রিয় ছাত্রের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে বললেন কেশব বন্দ্যোপাধ্যায় । ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মঙ্গলবার 39 বছরে পা দিচ্ছেন । স্বাভাবিকভাবে দেশজুড়ে মাহিভক্তরা উৎসবের আয়োজন করেছে ।

কোরোনা ভাইরাসের কারণে বাইরে বেরোনোর ক্ষেত্রে বিধিনিষেধ এখনও অব্যাহত । তাই রাঁচির বাড়ির সামনে হয়ত ভক্তদের ভিড় দেখা যাবে না । মহেন্দ্র সিং ধোনির ছোটোবেলার কোচ কেশব বন্দ্যোপাধ্যায় বলছেন, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মন খারাপ তাঁর প্রিয় শিষ্যের । তাই এবারের জন্মদিন ঘটা করে পালন করা হয়ত হবে না । তবে তিনি একবার ফোন করে কথা বলার চেষ্টা করবেন । তবে তাঁর পক্ষে যাওয়া সম্ভব নয়, জানিয়ে দিলেন কেশব বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন :- বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খোলেনি ক্রিকেট : রোল্যান্ড বুচার

লকডাউনে বন্ধ ক্রিকেট । IPL-এর ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি । এই অবস্থায় ধোনির অবসর প্রসঙ্গ ফের মাথাচাড়া দিচ্ছে । "ফুটবল টেনিসের তুলনায় ক্রিকেটে ফিটনেস কম লাগে । সেখানে যদি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, রজার ফেডেরাররা খেলতে পারেন তাহলে মাহিকে নিয়ে প্রশ্ন উঠছে কেন? " বলছেন ধোনির কেশব স্যার । একই সঙ্গে বলছেন, " মাহি জায়গা আটকে রাখার মানুষ নয় । বিশ্বকাপের পর থেকে খেলেনি । অনেকেই তো খেলল জায়গা নিতে পারল কি? কখন ছাড়তে হবে মাহি জানে । কাউকে বলতে হবে না । যেদিন মনে করবে, সেদিন জানিয়ে দেবে ।"

ফিটনেসের দিক থেকে ধোনি পিছিয়ে বিশ্বাস করেন না কেশব । বলছেন, " লকডাউনের আগে চেন্নাইতে শিবির হয়েছিল । সেখানে সবার সঙ্গে পাল্লা দিয়ে নেট করেছে । তবে এতদিন পরে ক্রিকেট শুরু হলে শুধু মাহি নয় সবারই অসুবিধা হবে । কারণ ক্রিকেট খেলাটা তো হাত এবং চোখের ভারসাম্যের খেলা ৷ " আশা করছেন অক্টোবর কিংবা নভেম্বর থেকে ক্রিকেট মাঠে বল গড়াবে । তবে আপাতত প্রিয় ছাত্রের জন্মদিনের শুভেচ্ছা জানাতে চান বর্ষীয়ান মানুষটি ।

কলকাতা, 6 জুলাই : বয়স নয়, ফিটনেস নিয়ে কথা হোক । মহেন্দ্র সিং ধোনির জন্মদিনের আগে এভাবেই প্রিয় ছাত্রের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে বললেন কেশব বন্দ্যোপাধ্যায় । ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মঙ্গলবার 39 বছরে পা দিচ্ছেন । স্বাভাবিকভাবে দেশজুড়ে মাহিভক্তরা উৎসবের আয়োজন করেছে ।

কোরোনা ভাইরাসের কারণে বাইরে বেরোনোর ক্ষেত্রে বিধিনিষেধ এখনও অব্যাহত । তাই রাঁচির বাড়ির সামনে হয়ত ভক্তদের ভিড় দেখা যাবে না । মহেন্দ্র সিং ধোনির ছোটোবেলার কোচ কেশব বন্দ্যোপাধ্যায় বলছেন, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মন খারাপ তাঁর প্রিয় শিষ্যের । তাই এবারের জন্মদিন ঘটা করে পালন করা হয়ত হবে না । তবে তিনি একবার ফোন করে কথা বলার চেষ্টা করবেন । তবে তাঁর পক্ষে যাওয়া সম্ভব নয়, জানিয়ে দিলেন কেশব বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন :- বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খোলেনি ক্রিকেট : রোল্যান্ড বুচার

লকডাউনে বন্ধ ক্রিকেট । IPL-এর ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি । এই অবস্থায় ধোনির অবসর প্রসঙ্গ ফের মাথাচাড়া দিচ্ছে । "ফুটবল টেনিসের তুলনায় ক্রিকেটে ফিটনেস কম লাগে । সেখানে যদি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, রজার ফেডেরাররা খেলতে পারেন তাহলে মাহিকে নিয়ে প্রশ্ন উঠছে কেন? " বলছেন ধোনির কেশব স্যার । একই সঙ্গে বলছেন, " মাহি জায়গা আটকে রাখার মানুষ নয় । বিশ্বকাপের পর থেকে খেলেনি । অনেকেই তো খেলল জায়গা নিতে পারল কি? কখন ছাড়তে হবে মাহি জানে । কাউকে বলতে হবে না । যেদিন মনে করবে, সেদিন জানিয়ে দেবে ।"

ফিটনেসের দিক থেকে ধোনি পিছিয়ে বিশ্বাস করেন না কেশব । বলছেন, " লকডাউনের আগে চেন্নাইতে শিবির হয়েছিল । সেখানে সবার সঙ্গে পাল্লা দিয়ে নেট করেছে । তবে এতদিন পরে ক্রিকেট শুরু হলে শুধু মাহি নয় সবারই অসুবিধা হবে । কারণ ক্রিকেট খেলাটা তো হাত এবং চোখের ভারসাম্যের খেলা ৷ " আশা করছেন অক্টোবর কিংবা নভেম্বর থেকে ক্রিকেট মাঠে বল গড়াবে । তবে আপাতত প্রিয় ছাত্রের জন্মদিনের শুভেচ্ছা জানাতে চান বর্ষীয়ান মানুষটি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.