ইসলামাবাদ, 30 জুলাই : ফের পাকিস্তান ক্রিকেট বোর্ডকে একহাতে নিলেন প্রাক্তন ক্রিকেটার দিনেশ কানারিয়া ৷ সম্প্রতি ক্রিকেটার উমর আকমলের 3 বছরের নির্বাসন কমিয়ে 18 মাস করা হয় ৷ তারপরই সরব হন দিনেশ কানারিয়া ৷ তিনি অভিযোগ করেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের জিরো টলারেন্স নীতি শুধুমাত্র তাঁর জন্যই ৷
কানারিয়া টুইট করে লেখেন, ‘‘ জিরো টলারেন্স নীতি শুধুমাত্র দিনেশ কানারিয়ার জন্য, অন্য কারও জন্য নয়৷ কেউ কী আমাকে বলবে কেনও আমার আজীবন নির্বাসন হল ৷ নীতি কি শুধুমাত্র জাতি, ধর্ম ও বর্ণের উপর নির্ভর করে হয় ৷ আমি হিন্দু, আমি সেই জন্য গর্বিত ৷ এটাই আমার ব্যাকগ্রাউন্ড, এটাই আমার ধর্ম ৷’’ বুধবার উমর আকমলের 3 বছরের শাস্তি কমিয়ে 18 মাস করেন পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারক ফকির মহম্মদ খোখার ৷
গত 27 এপ্রিল, PCB-র শৃঙ্খলা রক্ষা প্যানেলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারক ফজল-ই-মিরান চৌহ্বান আকমলকে তিন বছরের নির্বাসন দেয় ৷ পাকিস্তানের উইকেটরক্ষক এই ব্যাটসম্যান PCB-র দুর্নীতি দমন নিয়মের দুটি ধারায় অভিযুক্ত হন ৷
আরও পড়ুন :- ক্রিকেট জীবনের শুরুতে খেয়েছিলেন 6 ছক্কা, আজ 500 উইকেটের মালিক
19 মে নিজের নির্বাসনের শাস্তি কমানোর আবেদন করেন উমর আকমল ৷ যদিও 2020 সালের ফেব্রুয়ারি মাস থেকে 2021 সালের অগস্ট মাস পর্যন্ত নির্বাসিত থাকবেন আকমল ৷
শাস্তি কমার পর আকমল বলেন, ‘‘ আমার আইনজীবীর কথা শোনার জন্য বিচারককে ধন্যবাদ ৷ আমি বাকি থাকা নির্বাসন নিয়ে চিন্তা করছি ৷ এবং ভবিষ্যতে শাস্তি কমানোর চেষ্টা করব ৷ কিন্তু বর্তমানে আমি খুশি ৷ এরপর আমার আইনজীবী ও পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ করব ৷’’
অন্যদিকে স্পট ফিক্সিং কাণ্ডে দোষী সাব্যস্ত হন কানারিয়া ৷ ইংলিশ ক্লাব এসেক্সের হয়ে খেলার সময় স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়েন কানারিয়া ৷ তাঁকে এরপর আজীবন নির্বাসন দেওয়া হয় ৷