ETV Bharat / sports

"মেনে নেওয়া কষ্টকর", বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে মন্তব্য উইলিয়ামসনের

author img

By

Published : May 21, 2020, 6:42 PM IST

2019 ইংল্যান্ড বনাম নিউজ়িল্যান্ড বিশ্বকাপের উত্তেজক ফাইনাল সুপারওভারে গড়ায় । কিন্তু সুপারওভারেও ফলাফল নির্ণয় না হওয়ায় বাউন্ডারি কাউন্টে ইংল্যান্ডকে বিজয়ী ঘোষণা করা হয় । উইলিয়ামসন বলেন, সেদিনের উত্তেজক ফাইনালের শেষ মুহূর্তে কী ঘটেছিল তা এখনও বোঝার চেষ্টা করছেন তিনি ।

Williamson
Williamson

ওয়েলিংটন, 21 মে: শুধু কম বাউন্ডারি মারায় বিশ্বকাপ জিততে পারেনি তাঁর দেশ । প্রায় বছর গড়াতে চললেও বাউন্ডারি কাউন্টে ওয়ার্ল্ড কাপ হাতছাড়া হওয়াটা এখনও ঠিক বোধগম্য হয়নি কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসনের ।

2019 ইংল্যান্ড বনাম নিউজ়িল্যান্ড বিশ্বকাপের উত্তেজক ফাইনাল সুপারওভারে গড়ায় । কিন্তু সুপারওভারেও ফলাফল নির্ণয় না হওয়ায় বাউন্ডারি কাউন্টে ইংল্যান্ডকে বিজয়ী ঘোষণা করা হয় । ফাইনালে দুটি টিম হাড্ডাহাড্ডি লড়াই করলেও শুধু কম বাউন্ডারির জন্য নিউজ়িল্যান্ডের হার অনেকেই মেনে নিতে পারেননি । উইলিয়ামসন বলেন, সেদিনের উত্তেজক ফাইনালের শেষ মুহূর্তে কী ঘটেছিল তা এখনও বোঝার চেষ্টা করছেন তিনি । তাঁর কথায়, "ওই ম্যাচটিকে কেরিয়ারের উচ্চ না কি নিম্ন কোন স্তরের মধ্যে রাখা উচিত তা বুঝতে এখনও সময় লাগবে । সত্যিই সেদিন যে কী ঘটেছিল তা এখনও বোঝার চেষ্টা করি । কখনও কখনও মেনে নিতে খুব কষ্ট হয় । কিন্তু বাস্তবে যখন ঘটেছে তখন মানতেই হবে । এটাই আমাদের জীবনের অঙ্গ ।"

তিনি আরও বলেন, "আমরা হয়তো ফল পাইনি কিন্তু এর ছায়া পেয়েছি । ম্যাচটি বেশ দর্শনীয় । আর এই কঠিন ম্যাচের অঙ্গ হতে পেরে ভালো লাগে । তবে এর অংশ হয়েও এমন কঠিন ম্যাচ বোঝা খুবই শক্ত ।"

উইলিয়ামসন আরও আরও বলেন, "ওই ম্যাচে বেশ কিছু বিষয় নিয়ন্ত্রণের বাইরে ছিল । ম্যাচের আসল ঘটনাগুলিই দেরিতে ঘটেছিল । তার মানে আপনি বোঝার হাজার চেষ্টা করলেও মাথায় ঢুকবে না ।" তবে শেষের মিনিট দুই বাদ দিলে লর্ডসের ফাইনালকে কেরিয়ারের এক অসাধারণ অভিজ্ঞতা বলে বর্ণনা করেছেন তিনি ।

ওয়েলিংটন, 21 মে: শুধু কম বাউন্ডারি মারায় বিশ্বকাপ জিততে পারেনি তাঁর দেশ । প্রায় বছর গড়াতে চললেও বাউন্ডারি কাউন্টে ওয়ার্ল্ড কাপ হাতছাড়া হওয়াটা এখনও ঠিক বোধগম্য হয়নি কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসনের ।

2019 ইংল্যান্ড বনাম নিউজ়িল্যান্ড বিশ্বকাপের উত্তেজক ফাইনাল সুপারওভারে গড়ায় । কিন্তু সুপারওভারেও ফলাফল নির্ণয় না হওয়ায় বাউন্ডারি কাউন্টে ইংল্যান্ডকে বিজয়ী ঘোষণা করা হয় । ফাইনালে দুটি টিম হাড্ডাহাড্ডি লড়াই করলেও শুধু কম বাউন্ডারির জন্য নিউজ়িল্যান্ডের হার অনেকেই মেনে নিতে পারেননি । উইলিয়ামসন বলেন, সেদিনের উত্তেজক ফাইনালের শেষ মুহূর্তে কী ঘটেছিল তা এখনও বোঝার চেষ্টা করছেন তিনি । তাঁর কথায়, "ওই ম্যাচটিকে কেরিয়ারের উচ্চ না কি নিম্ন কোন স্তরের মধ্যে রাখা উচিত তা বুঝতে এখনও সময় লাগবে । সত্যিই সেদিন যে কী ঘটেছিল তা এখনও বোঝার চেষ্টা করি । কখনও কখনও মেনে নিতে খুব কষ্ট হয় । কিন্তু বাস্তবে যখন ঘটেছে তখন মানতেই হবে । এটাই আমাদের জীবনের অঙ্গ ।"

তিনি আরও বলেন, "আমরা হয়তো ফল পাইনি কিন্তু এর ছায়া পেয়েছি । ম্যাচটি বেশ দর্শনীয় । আর এই কঠিন ম্যাচের অঙ্গ হতে পেরে ভালো লাগে । তবে এর অংশ হয়েও এমন কঠিন ম্যাচ বোঝা খুবই শক্ত ।"

উইলিয়ামসন আরও আরও বলেন, "ওই ম্যাচে বেশ কিছু বিষয় নিয়ন্ত্রণের বাইরে ছিল । ম্যাচের আসল ঘটনাগুলিই দেরিতে ঘটেছিল । তার মানে আপনি বোঝার হাজার চেষ্টা করলেও মাথায় ঢুকবে না ।" তবে শেষের মিনিট দুই বাদ দিলে লর্ডসের ফাইনালকে কেরিয়ারের এক অসাধারণ অভিজ্ঞতা বলে বর্ণনা করেছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.