ETV Bharat / sports

বিশেষ নজির, শততম টেস্টে শতরান রুটের - England captain joe root

এম চিদাম্বরম স্টেডিয়ামে সিরিজ়ের প্রথম টেস্টের প্রথম দিনেই শতরান করলেন জো রুট ৷

শততম টেস্টে শতরান রুটের
শততম টেস্টে শতরান রুটের
author img

By

Published : Feb 5, 2021, 5:24 PM IST

Updated : Feb 5, 2021, 7:54 PM IST

চেন্নাই, 5 ফেব্রুয়ারি : শততম ম্যাচে শতরান জো রুটের ৷ চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে সিরিজ়ের প্রথম টেস্টের প্রথম দিনেই শতরান করলেন জো রুট ৷ বিশ্বের নবম ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন রুট ৷

এর আগে এই বিশেষ কৃতিত্ব আছে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়েরও ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের শততম টেস্টে শতরান করেন তিনি ৷

তবে সবার প্রথম এই রেকর্ড গড়েন প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার কলিন কাউডরে ৷ তিনি ইংল্যান্ডের হয়ে 114টি টেস্ট খেলেন ৷ এছাড়া আরও এক ব্রিটিশ ক্রিকেটারের এই কৃতিত্ব আছে ৷ তিনি হলেন অ্যালেস স্ট্রুয়ার্ট ৷

চেন্নাই টেস্টে প্রথম দিনের শেষে 3 উইকেট হারিয়ে ইংল্যান্ডের রান 263 ৷ অপরাজিত 128 রান করে ক্রিজ়ে আছেন অধিনায়ক জো রুট ৷ ভারতের হয়ে জসপ্রীত বুমরা 2টি উইকেট তুলে নেন ৷

চেন্নাই, 5 ফেব্রুয়ারি : শততম ম্যাচে শতরান জো রুটের ৷ চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে সিরিজ়ের প্রথম টেস্টের প্রথম দিনেই শতরান করলেন জো রুট ৷ বিশ্বের নবম ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন রুট ৷

এর আগে এই বিশেষ কৃতিত্ব আছে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়েরও ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের শততম টেস্টে শতরান করেন তিনি ৷

তবে সবার প্রথম এই রেকর্ড গড়েন প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার কলিন কাউডরে ৷ তিনি ইংল্যান্ডের হয়ে 114টি টেস্ট খেলেন ৷ এছাড়া আরও এক ব্রিটিশ ক্রিকেটারের এই কৃতিত্ব আছে ৷ তিনি হলেন অ্যালেস স্ট্রুয়ার্ট ৷

চেন্নাই টেস্টে প্রথম দিনের শেষে 3 উইকেট হারিয়ে ইংল্যান্ডের রান 263 ৷ অপরাজিত 128 রান করে ক্রিজ়ে আছেন অধিনায়ক জো রুট ৷ ভারতের হয়ে জসপ্রীত বুমরা 2টি উইকেট তুলে নেন ৷

Last Updated : Feb 5, 2021, 7:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.