পুনে, 11 জানুয়ারি : যুজবেন্দ্র চহ্বাল ও রবিচন্দ্রন অশ্বিনকে ছাপিয়ে গেলেন বুমরাহ ৷ শুক্রবার পুনেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ের তৃতীয় তথা শেষ ম্যাচে একটি উইকেট তুলে নেন জসপ্রীত বুমরা ৷ আর তাতেই ভারতের সর্বোচ্চ টি-20 বোলার হয়ে গেলেন তিনি ৷ বর্তমানে অশ্বিনের উইকেট সংখ্যা 53 ৷
45টি টি-20 ম্যাচে বুমরা 53টি উইকেট তুলে নিলেন ৷ এর আগে টি-20 ক্রিকেটে ভারতের উইকেট শিকারিদের তালিকায় সবার উপরে ছিলেন তিন বোলার ৷ রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চহ্বালের সঙ্গে 52টি উইকেট ছিল বুমরাহের ৷ শুক্রবার ম্যাচে শ্রীলঙ্কান ওপেনার গুণতিলকার উইকেট তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই টি-20 তে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি হলেন তিনি ৷
-
BOOOM 💥💥
— BCCI (@BCCI) January 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Jasprit Bumrah is now the leading wicket-taker in T20Is for #TeamIndia 🎯🎯 pic.twitter.com/7PWeaq2Fyj
">BOOOM 💥💥
— BCCI (@BCCI) January 10, 2020
Jasprit Bumrah is now the leading wicket-taker in T20Is for #TeamIndia 🎯🎯 pic.twitter.com/7PWeaq2FyjBOOOM 💥💥
— BCCI (@BCCI) January 10, 2020
Jasprit Bumrah is now the leading wicket-taker in T20Is for #TeamIndia 🎯🎯 pic.twitter.com/7PWeaq2Fyj
106টি উইকেট তুলে নিয়ে টি-20তে সর্বোচ্চ উইকেটশিকারি শ্রীলঙ্কান অধিনায়ক লাসিথ মালিঙ্গা ৷ দ্বিতীয় স্থানে 98টি উইকেট নিয়ে আছেন পাকিস্তানের শাহিদ আফ্রিদি ৷ তিন ম্যাচের সিরিজ়ের শেষ ম্যাচে জয় তুলে নিয়ে বিশ্বকাপের পর ঘরের মাটিতে টানা চারটি সিরিজ় জয় করল ভারত ৷