ETV Bharat / sports

অশ্বিন, চহ্বালকে ছাপিয়ে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারি বুমরা - অশ্বিন ও চহ্বালকে ছাপিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি বুমরা

53 টি উইকেট তুলে নিয়ে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি হলেন জসপ্রীত বুমরাহ ৷ 45টি ম্যাচে এই উইকেট সংগ্রহ বুমরার ৷ এগিয়ে গেলেন অশ্বিন ও চহ্বালকে ৷

image
বুমরা
author img

By

Published : Jan 11, 2020, 1:14 PM IST

পুনে, 11 জানুয়ারি : যুজবেন্দ্র চহ্বাল ও রবিচন্দ্রন অশ্বিনকে ছাপিয়ে গেলেন বুমরাহ ৷ শুক্রবার পুনেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ের তৃতীয় তথা শেষ ম্যাচে একটি উইকেট তুলে নেন জসপ্রীত বুমরা ৷ আর তাতেই ভারতের সর্বোচ্চ টি-20 বোলার হয়ে গেলেন তিনি ৷ বর্তমানে অশ্বিনের উইকেট সংখ্যা 53 ৷

45টি টি-20 ম্যাচে বুমরা 53টি উইকেট তুলে নিলেন ৷ এর আগে টি-20 ক্রিকেটে ভারতের উইকেট শিকারিদের তালিকায় সবার উপরে ছিলেন তিন বোলার ৷ রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চহ্বালের সঙ্গে 52টি উইকেট ছিল বুমরাহের ৷ শুক্রবার ম্যাচে শ্রীলঙ্কান ওপেনার গুণতিলকার উইকেট তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই টি-20 তে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি হলেন তিনি ৷

106টি উইকেট তুলে নিয়ে টি-20তে সর্বোচ্চ উইকেটশিকারি শ্রীলঙ্কান অধিনায়ক লাসিথ মালিঙ্গা ৷ দ্বিতীয় স্থানে 98টি উইকেট নিয়ে আছেন পাকিস্তানের শাহিদ আফ্রিদি ৷ তিন ম্যাচের সিরিজ়ের শেষ ম্যাচে জয় তুলে নিয়ে বিশ্বকাপের পর ঘরের মাটিতে টানা চারটি সিরিজ় জয় করল ভারত ৷

পুনে, 11 জানুয়ারি : যুজবেন্দ্র চহ্বাল ও রবিচন্দ্রন অশ্বিনকে ছাপিয়ে গেলেন বুমরাহ ৷ শুক্রবার পুনেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ের তৃতীয় তথা শেষ ম্যাচে একটি উইকেট তুলে নেন জসপ্রীত বুমরা ৷ আর তাতেই ভারতের সর্বোচ্চ টি-20 বোলার হয়ে গেলেন তিনি ৷ বর্তমানে অশ্বিনের উইকেট সংখ্যা 53 ৷

45টি টি-20 ম্যাচে বুমরা 53টি উইকেট তুলে নিলেন ৷ এর আগে টি-20 ক্রিকেটে ভারতের উইকেট শিকারিদের তালিকায় সবার উপরে ছিলেন তিন বোলার ৷ রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চহ্বালের সঙ্গে 52টি উইকেট ছিল বুমরাহের ৷ শুক্রবার ম্যাচে শ্রীলঙ্কান ওপেনার গুণতিলকার উইকেট তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই টি-20 তে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি হলেন তিনি ৷

106টি উইকেট তুলে নিয়ে টি-20তে সর্বোচ্চ উইকেটশিকারি শ্রীলঙ্কান অধিনায়ক লাসিথ মালিঙ্গা ৷ দ্বিতীয় স্থানে 98টি উইকেট নিয়ে আছেন পাকিস্তানের শাহিদ আফ্রিদি ৷ তিন ম্যাচের সিরিজ়ের শেষ ম্যাচে জয় তুলে নিয়ে বিশ্বকাপের পর ঘরের মাটিতে টানা চারটি সিরিজ় জয় করল ভারত ৷

Hyderabad, Jan 11 (ANI): All India Majlis-e-Ittehadul Muslimeen (AIMIM) chief Asaduddin Owaisi took out a 'Tiranga Rally' to mark an anti-CAA protest in Hyderabad on Jan 10. Speaking on it, Owaisi said, "This is not politics. This is our country's flag and it is power of our country. Each individual of this country feels happiness as soon he sees the 'Tiranga'. We have not come outside with 'Tiranga' to show our loyalty. But to tell the country that people who are doing drama, who are raising the Tricolor, but saying 'long live Godse', we have snatched the 'Tiranga' from them. We want to fulfill the dreams of Bapu and Baba Saheb that is why we took the 'Tiranga rally'. People should be happy that we held 'Tiranga'."

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.