বেঙ্গালুরু, 1 মার্চ: একটা ম্যাচ খেলতে না খেলতেই চোট ফিরে এসেছে ৷ ওয়েলিংটন টেস্টের পর গোড়ালির চোটে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন ইশান্ত শর্মা ৷ বিষয়টি নিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ BCCI ৷ আর এই ঘটনায় কাঠগড়ায় বেঙ্গালুরুর জাতীয় অ্যাকাডেমির ফিজিও আশিস কৌশিক ৷ ইশান্তের IPL খেলা নিয়েও তৈরি হয়েছে সংশয় ৷
রণজি ট্রফিতে ডান পায়ের গোড়ালির লিগামেন্টে চোট পেয়েছিলেন দিল্লির ফাস্ট বোলার ইশান্ত শর্মা ৷ বেঙ্গালুরুর জাতীয় অ্যাকাডেমিতে রিহ্যাবের পর নিউজ়িল্যান্ডে প্রথম টেস্ট খেলেন ৷ ওয়েলিংটনে পাঁচটি উইকেট নেওয়া ইশান্তের পারফরমেন্স ছিল দুরন্ত ৷ কিন্তু প্রথম টেস্ট শেষ হওয়ার পরই পুরোনো চোটের জায়গায় অস্বস্তির কথা জানান ইশান্ত ৷ জানা গিয়েছে, দিল্লির রণজি দলের ফিজিওর দেওয়া রিপোর্ট অনুযায়ী, ছয় সপ্তাহ দলের বাইরে থাকতে হতো ইশান্ত শর্মাকে ৷ তা সত্ত্বেও তিন সপ্তাহ পরই NCA আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ইশান্তকে ফিট ঘোষণা করে দেয় ৷ NCA ফিজিও আশিস কৌশিকের এই সিদ্ধান্ত নিয়ে উঠছে প্রশ্ন ৷ জাতীয় অ্যাকাডেমিতে দু'দিনে 21 ওভার বল করার পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ছাড়পত্র পান ইশান্ত ৷
IPL শুরু হতে বেশি সময় নেই ৷ এই মুহূর্তে ফের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করতে হলে ক্রোড়পতি লিগের প্রথম দিকে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নামতে পারবেন না ইশান্ত ৷