ETV Bharat / sports

IPL আয়োজনের অনুমতি চেয়ে কেন্দ্রকে চিঠি পাঠাবে BCCI - IPL-এর চেয়ারম্যান বৃজেশ প্যাটেল

সোমবার টি-20 বিশ্বকাপ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ICC । তারপরই সেপ্টেম্বরে দেশ অথবা দেশের বাইরে IPL-এর আয়োজন নিয়ে তোড়জোড় শুরু করেছে BCCI ।

IPL
IPL
author img

By

Published : Jul 21, 2020, 2:06 PM IST

মুম্বই, ২১ জুলাই: IPL আয়োজনের অনুমতি চেয়ে কেন্দ্রকে চিঠি পাঠাবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড । সেপ্টেম্বরে দেশে অথবা সংযুক্ত আরব আমিরশাহীতে এই লিগ আয়োজনের কথা ভাবছে তারা । দুটি ক্ষেত্রেই কেন্দ্রের অনুমতি প্রয়োজন বলে জানিয়েছেন IPL-এর চেয়ারম্যান বৃজেশ প্যাটেল । সাত থেকে 10 দিনের মধ্যে সূচি সহ অন্যান্য বিষয় নিয়ে বৈঠক করবে IPL-এর গভর্নিং কাউন্সিল ।

সোমবার বোর্ড মিটিংয়ের পর টি-20 বিশ্বকাপ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ICC । আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এই সিদ্ধান্তে IPL-এর পথ পরিষ্কার । চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-20 বিশ্বকাপ হওয়ার কথা ছিল । বিশ্বকাপ স্থগিত হওয়ায় সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে লিগ আয়োজন করতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড । দেশ অথবা দেশের বাইরে IPL আয়োজন নিয়ে জোরকদমে তোড়জোড় শুরু করেছে BCCI । তবে দেশ হোক বা তার বাইরে IPL আয়োজনের জন্য কেন্দ্রের অনুমতির প্রয়োজন রয়েছে । আগে সেই কাজটা সেরে রাখতে চাইছে বোর্ড । খুব শীঘ্রই এই বিষয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি পাঠাবে BCCI । এই বিষয়ে IPL চেয়ারম্যান বৃজেশ প্যাটেল বলেছেন, "সেপ্টেম্বর পর্যন্ত আমরা দেশের পরিস্থিতির উপর নজর রাখছি । দেশ না দেশের বাইরে IPL আয়োজিত হবে তা পরিস্থিতি দেখে ঠিক করা হবে । তবে এর জন্য সরকারের অনুমতির প্রয়োজন রয়েছে ।"

এদিকে সূচি সহ অন্যান্য বিষয় নিয়ে খুব শীঘ্রই বৈঠকে বসবে IPL-এর গভর্নিং কাউন্সিল । সাত থেকে 10 দিনের মধ্যে হতে পারে সেই বৈঠক । ডবল হেডারের সংখ্যা বাড়তে পারে । তবে শোনা যাচ্ছে টুর্নামেন্ট ছোটো করার ভাবনা নিয়ে খুশি নয় IPL-এর সম্প্রচারকারী সংস্থা । এতে TRP কমার আশঙ্কা করছে সংস্থাটি ।

মুম্বই, ২১ জুলাই: IPL আয়োজনের অনুমতি চেয়ে কেন্দ্রকে চিঠি পাঠাবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড । সেপ্টেম্বরে দেশে অথবা সংযুক্ত আরব আমিরশাহীতে এই লিগ আয়োজনের কথা ভাবছে তারা । দুটি ক্ষেত্রেই কেন্দ্রের অনুমতি প্রয়োজন বলে জানিয়েছেন IPL-এর চেয়ারম্যান বৃজেশ প্যাটেল । সাত থেকে 10 দিনের মধ্যে সূচি সহ অন্যান্য বিষয় নিয়ে বৈঠক করবে IPL-এর গভর্নিং কাউন্সিল ।

সোমবার বোর্ড মিটিংয়ের পর টি-20 বিশ্বকাপ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ICC । আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এই সিদ্ধান্তে IPL-এর পথ পরিষ্কার । চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-20 বিশ্বকাপ হওয়ার কথা ছিল । বিশ্বকাপ স্থগিত হওয়ায় সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে লিগ আয়োজন করতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড । দেশ অথবা দেশের বাইরে IPL আয়োজন নিয়ে জোরকদমে তোড়জোড় শুরু করেছে BCCI । তবে দেশ হোক বা তার বাইরে IPL আয়োজনের জন্য কেন্দ্রের অনুমতির প্রয়োজন রয়েছে । আগে সেই কাজটা সেরে রাখতে চাইছে বোর্ড । খুব শীঘ্রই এই বিষয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি পাঠাবে BCCI । এই বিষয়ে IPL চেয়ারম্যান বৃজেশ প্যাটেল বলেছেন, "সেপ্টেম্বর পর্যন্ত আমরা দেশের পরিস্থিতির উপর নজর রাখছি । দেশ না দেশের বাইরে IPL আয়োজিত হবে তা পরিস্থিতি দেখে ঠিক করা হবে । তবে এর জন্য সরকারের অনুমতির প্রয়োজন রয়েছে ।"

এদিকে সূচি সহ অন্যান্য বিষয় নিয়ে খুব শীঘ্রই বৈঠকে বসবে IPL-এর গভর্নিং কাউন্সিল । সাত থেকে 10 দিনের মধ্যে হতে পারে সেই বৈঠক । ডবল হেডারের সংখ্যা বাড়তে পারে । তবে শোনা যাচ্ছে টুর্নামেন্ট ছোটো করার ভাবনা নিয়ে খুশি নয় IPL-এর সম্প্রচারকারী সংস্থা । এতে TRP কমার আশঙ্কা করছে সংস্থাটি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.