মুঙ্গের, 3 অক্টোবর : মরুশহরে জমে উঠেছে ফ্র্যাঞ্চাইজ়ি ক্রিকেট লিগ IPL ৷ টুর্নামেন্ট যত এগোচ্ছে তত জুয়াড়িদের দৌরাত্ম্যও বাড়ছে ৷ বিহারের মুঙ্গেরে পুলিশের জালে ধরা পড়ল তেমনই এক বুকি ৷ IPL বেটিং চক্রের পান্ডা কৈলাশ ওরফে কালিয়াকে গ্রেপ্তার করে জামালপুর থানার পুলিশ ৷ তার কাছ থেকে ছয় লাখ টাকার ক্যাশ উদ্ধার হয়েছে ৷ উদ্ধার হয়েছে একটি ল্যাপটপ ও তিনটি মোবাইল ৷
ওই এলাকায় IPL বেটিংয়ের বড় নেটওয়ার্ক চলছে বলে খবর পান পুলিশ কমিশনার লিপি সিং ৷ তাঁর নির্দেশে নয়া গাঁওয়ের ইস্ট কলোনি থানার মঙ্গরোশে হানা দিয়ে বেটিং চক্রের ওই পান্ডাকে গ্রেপ্তার করা হয় ৷ কৈলাশ ওরফে কালিয়ার নেটওয়ার্কে 50 লাখেরও বেশি টাকার বাজি ধরা হয়েছিল ৷ এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত রয়েছে আরও অনেক লোক ৷ যাদের মোবাইল ও ল্যাপটপের সাহায্যে নিজের বাড়ি থেকে অপারেট করত ওই বুকি ৷
জানা গেছে, টিভি খুলে লাইভ ম্যাচ দেখতে দেখতে জুয়াড়িদের সঙ্গে ফোনে কথা হত কালিয়ার ৷ প্রথম বল থেকে শেষ বল পর্যন্ত চলত জুয়া খেলা ৷ প্রতিটি ওভারে কোন ব্যাটসম্যান কত রান করবে তার উপরও বাজি ধরা হত ৷ জেরায় জানিয়েছে ওই বুকি ৷ জেরায় বেশ কয়েকজনের নাম জানিয়েছে কালিয়া ৷