ETV Bharat / sports

রাবাডার পিছনে বুমরা, ফাইনালের আগে জমে উঠেছে টুপির লড়াই - IPL 2020 news

মঙ্গলবারের ফাইনালে শিখরের সামনে রাহুলকে টপকে যাওয়ার হাতছানি ৷

বুমরার পিছনে রাবাডা, ফাইনালের আগে জমে উঠেছে টুপির লড়াই
বুমরার পিছনে রাবাডা, ফাইনালের আগে জমে উঠেছে টুপির লড়াই
author img

By

Published : Nov 9, 2020, 4:14 PM IST

আবু ধাবি, 9 নভেম্বর : একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে 13তম IPL ৷ মঙ্গলবারই আবু ধাবিতে মেগা ফাইনাল ৷ তার আগে জমে উঠেছে অরেঞ্জ ও পার্পল ক্যাপের লড়াই ৷ সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালস ম্যাচের পরই এই তালিকায় পরিবর্তন হয়েছে ৷ এমনকী ফাইনাল ম্যাচের পর বদলে যেতে পারেন কমলা ও বেগুনি টুপির মালিকরা ৷

পার্পল ক্যাপ ধরে রেখেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের পেসার জসপ্রীত বুমরা ৷ রবিবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের পর তালিকার প্রথমে থাকা বুমরাকে পিছনে ফেলেছেন দিল্লি ক্যাপিটালসের তারকা পেসার কাগিসো রাবাডা ৷ গতকালের ম্যাচে 29 রান দিয়ে 4টি উইকেট নিয়ে হায়দরাবাদের IPL দৌড় শেষ করেছেন প্রোটিয়া পেসার ৷ এই পারফরম্যান্সের সঙ্গেই 16টি ম্যাচে 29টি উইকেট নিয়ে তালিকার প্রথমে পৌঁছে গেছেন রাবাডা ৷ দ্বিতীয় স্থানে থাকা বুমরার সংগ্রহ 27টি উইকেট ৷ মঙ্গলবারের ফাইনালে দুই টিমের দু'জন তারকা পেসারের উপর নজর থাকবে ৷ ফাইনালে তাঁদের পারফরম্যান্সের উপরই নির্ভর করবে এবারের পার্পল ক্যাপের অধিকারী কে হবে ৷

এদিকে টুর্নামেন্টের প্রথম থেকেই অরেঞ্জ ক্যাপ দখলে রেখেছেন লোকেশ রাহুল ৷ 670 রান নিয়ে এখনও তালিকার প্রথমেই রয়েছেন তিনি ৷ তবে রাহুলের ঘাড়ে নিশ্বাস ফেলছেন দিল্লি ওপেনার শিখর ধাওয়ান ৷ গতকালের ম্যাচে 50 বলে 78 রানের ইনিংস খেলেন ধাওয়ান ৷ ফলে ফাইনালের আগে পর্যন্ত তাঁর সংগ্রহ 603 রান ৷ ফাইনালেও ধাওয়ানের ব্যাটে ঝড় উঠলে রাহুলের পক্ষে কমলা টুপি ধরে রাখা সম্ভব হবে না ৷ মঙ্গলবারের ফাইনালে শিখরের সামনে রাহুলকে টপকে যাওয়ার হাতছানি ৷

আবু ধাবি, 9 নভেম্বর : একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে 13তম IPL ৷ মঙ্গলবারই আবু ধাবিতে মেগা ফাইনাল ৷ তার আগে জমে উঠেছে অরেঞ্জ ও পার্পল ক্যাপের লড়াই ৷ সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালস ম্যাচের পরই এই তালিকায় পরিবর্তন হয়েছে ৷ এমনকী ফাইনাল ম্যাচের পর বদলে যেতে পারেন কমলা ও বেগুনি টুপির মালিকরা ৷

পার্পল ক্যাপ ধরে রেখেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের পেসার জসপ্রীত বুমরা ৷ রবিবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের পর তালিকার প্রথমে থাকা বুমরাকে পিছনে ফেলেছেন দিল্লি ক্যাপিটালসের তারকা পেসার কাগিসো রাবাডা ৷ গতকালের ম্যাচে 29 রান দিয়ে 4টি উইকেট নিয়ে হায়দরাবাদের IPL দৌড় শেষ করেছেন প্রোটিয়া পেসার ৷ এই পারফরম্যান্সের সঙ্গেই 16টি ম্যাচে 29টি উইকেট নিয়ে তালিকার প্রথমে পৌঁছে গেছেন রাবাডা ৷ দ্বিতীয় স্থানে থাকা বুমরার সংগ্রহ 27টি উইকেট ৷ মঙ্গলবারের ফাইনালে দুই টিমের দু'জন তারকা পেসারের উপর নজর থাকবে ৷ ফাইনালে তাঁদের পারফরম্যান্সের উপরই নির্ভর করবে এবারের পার্পল ক্যাপের অধিকারী কে হবে ৷

এদিকে টুর্নামেন্টের প্রথম থেকেই অরেঞ্জ ক্যাপ দখলে রেখেছেন লোকেশ রাহুল ৷ 670 রান নিয়ে এখনও তালিকার প্রথমেই রয়েছেন তিনি ৷ তবে রাহুলের ঘাড়ে নিশ্বাস ফেলছেন দিল্লি ওপেনার শিখর ধাওয়ান ৷ গতকালের ম্যাচে 50 বলে 78 রানের ইনিংস খেলেন ধাওয়ান ৷ ফলে ফাইনালের আগে পর্যন্ত তাঁর সংগ্রহ 603 রান ৷ ফাইনালেও ধাওয়ানের ব্যাটে ঝড় উঠলে রাহুলের পক্ষে কমলা টুপি ধরে রাখা সম্ভব হবে না ৷ মঙ্গলবারের ফাইনালে শিখরের সামনে রাহুলকে টপকে যাওয়ার হাতছানি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.