আবুধাবি, 16 অক্টোবর : কুইন্টার ডি'কক এবং রোহিত শর্মার ঝড়ে উড়ে গেল কলকাতা । 149 রানের লক্ষ্য মাত্র দুই উইকেট খুঁইয়ে তুলে দিল মুম্বই । মুম্বইয়ের দুই ওপেনারের ঝড়ের পর শেষ বেলায় তাণ্ডব দেখান হার্দিক পাণ্ড্য । সহজের আট উইকেট জিতল মুম্বই ।
এ দিন শুরুতে পরপর উইকেট হারিয়ে আবুধাবিতে চাপে পড়েছিল কলকাতা নাইট রাইডার্স ৷ কিন্তু সেখান থেকে দলকে লড়াই করার মতো স্কোরে নিয়ে গেলেন প্যাট কামিন্স ও ইয়ন মরগ্যান ৷ নির্ধারিত 20 ওভারে কলকাতার রান 5 উইকেটে 148 রান ৷
টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক ইয়ন মরগ্যান ৷ ব্যাট করতে নেমে ধীরে শুরু করে KKR ৷ ইনিংসের তিন ওভারের মাথায় সূর্যকুমার যাদবের দুরন্ত ক্যাচে ফিরতে হয় রাহুল ত্রিপাঠীকে ৷ 9 বল খেলে 7 রান করেন ত্রিপাঠী ৷ অন্যদিকে নীতিশ রানা আউট হলেন কুল্টার নাইলের বলে ৷ 6 বলে তাঁর অবদান 5 রান ৷
কিন্তু তারপর নিয়মিত ব্যবধানে উইকেট হারায় নাইটরা ৷ রাহুল চাহারের বলে আউট হয়ে ফেরেন শুভমন গিল ৷ 23 বলে 21 রান করেন তিনি ৷ পরের বলেই স্কুপ করতে গিয়ে ফিরতে হয় দীনেশ কার্তিককে ৷ অধিনায়কত্ব ছেড়েছেন কিন্তু ফর্ম যে তলানিতে ছিল সেখানেই আছে ৷ 8 বলে 4 রান করেন তিনি ৷ আশা জাগিয়েছিলেন আন্দ্রে রাসেল ৷ কিন্তু বুমরার বাউন্সারে শরীর বাঁচাতে গিয়ে ব্যাটে বল লাগে তাঁর ৷ সহজ ক্যাচ ধরেন কুইন্টন ডি'কক ৷
এরপর কলকাতার ইনিংস টানেন মরগ্যান ও কামিন্স ৷ মূলত কামিন্সের ঝোড়ো ব্যাটিংয়ের সৌজন্যে লড়াই করার মতো রান করে KKR ৷ অর্ধশতরান করেন প্যাট ক্যামিন্স ৷ 36 বলে করেন 53 রান ৷ অন্যদিকে 29 বলে অধিনায়ক মরগ্যানের সংগ্রহ 39 রান ৷