ETV Bharat / sports

19 সেপ্টেম্বর শুরু IPL-2020, ফাইনাল 10 নভেম্বর - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ

29 মার্চ থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা থাকলেও কোরোনা ভাইরাস প্যানডেমিকের জেরে তা স্থগিত হয়ে যায় ৷ অবশেষে চলতি বছরে টি-20 বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়ার পর আশার আলো দেখা দেয় ৷ ঠিক হয় আরব আমিরশাহীতে হবে IPL ৷ আজ তার সূচি নির্ধারণ হয় ৷

IPL
IPL
author img

By

Published : Aug 2, 2020, 9:11 PM IST

Updated : Aug 2, 2020, 9:28 PM IST

দিল্লি, 2 অগাস্ট : ঠিক হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2020-র দিনক্ষণ ৷ আগামী 19 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে IPL -এর 13 তম সংস্করণ ৷ কোটিপতি লিগের ফাইনাল খেলা হবে 10 নভেম্বর ৷ আজ বৈঠকে বসেছিল IPL গর্ভনিং কমিটি ৷ সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় আরব আমিরশাহীতে 19 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে IPL-2020 ৷

29 মার্চ থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা থাকলেও কোরোনা ভাইরাস প্যানডেমিকের জেরে তা স্থগিত হয়ে যায় ৷ অবশেষে চলতি বছরে টি-20 বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়ার পর আশার আলো দেখা দেয় ৷ ঠিক হয় আরব আমিরশাহীতে হবে IPL ৷ আজ তার সূচি নির্ধারণ হয় ৷

BCCI এর এক আধিকারিক বলেন, আরও এক সপ্তাহ IPL -কে দীর্ঘায়িত করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ তখন ঠিক করা হয় 10 নভেম্বর হবে IPL -2020-র ফাইনাল ম্যাচ ৷ ওই আধিকারিক আরও বলেন, দুই ম্যাচের মধ্যে যথেষ্ট ব্যবধান রাখতে মাত্র 10টি ডবল হেডার ম্যাচ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন:- ইস্টবেঙ্গলের মশাল ময়দানকে সবসময় আলোকিত করুক, টুইট প্রধানমন্ত্রীর

BCCI জানায়, ‘‘ আমরা 10 নভেম্বর পর্যন্ত IPL করার সিদ্ধান্ত নিয়েছি ৷ তাই এই প্রথম সপ্তাহের মাঝে IPL এর ফাইনাল অনুষ্ঠিত হবে ৷ এছাড়া বায়ো সিকিয়র পরিবেশ ও যাতায়াত সব কিছু চিন্তাভাবনা করে দুই ম্যাচের মধ্যে যথেষ্ট ব্যবধান রাখা হয়েছে ৷

খেলা শুরু সময়ও আধ ঘণ্টা এগিয়ে আনা হয়েছে ৷ সন্ধ্যাকালীন ম্যাচ ভারতীয় সময় রাত 8 টার পরিবর্তে সন্ধে সাড়ে সাতটা থেকে শুরু হবে ৷

দিল্লি, 2 অগাস্ট : ঠিক হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2020-র দিনক্ষণ ৷ আগামী 19 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে IPL -এর 13 তম সংস্করণ ৷ কোটিপতি লিগের ফাইনাল খেলা হবে 10 নভেম্বর ৷ আজ বৈঠকে বসেছিল IPL গর্ভনিং কমিটি ৷ সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় আরব আমিরশাহীতে 19 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে IPL-2020 ৷

29 মার্চ থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা থাকলেও কোরোনা ভাইরাস প্যানডেমিকের জেরে তা স্থগিত হয়ে যায় ৷ অবশেষে চলতি বছরে টি-20 বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়ার পর আশার আলো দেখা দেয় ৷ ঠিক হয় আরব আমিরশাহীতে হবে IPL ৷ আজ তার সূচি নির্ধারণ হয় ৷

BCCI এর এক আধিকারিক বলেন, আরও এক সপ্তাহ IPL -কে দীর্ঘায়িত করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ তখন ঠিক করা হয় 10 নভেম্বর হবে IPL -2020-র ফাইনাল ম্যাচ ৷ ওই আধিকারিক আরও বলেন, দুই ম্যাচের মধ্যে যথেষ্ট ব্যবধান রাখতে মাত্র 10টি ডবল হেডার ম্যাচ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন:- ইস্টবেঙ্গলের মশাল ময়দানকে সবসময় আলোকিত করুক, টুইট প্রধানমন্ত্রীর

BCCI জানায়, ‘‘ আমরা 10 নভেম্বর পর্যন্ত IPL করার সিদ্ধান্ত নিয়েছি ৷ তাই এই প্রথম সপ্তাহের মাঝে IPL এর ফাইনাল অনুষ্ঠিত হবে ৷ এছাড়া বায়ো সিকিয়র পরিবেশ ও যাতায়াত সব কিছু চিন্তাভাবনা করে দুই ম্যাচের মধ্যে যথেষ্ট ব্যবধান রাখা হয়েছে ৷

খেলা শুরু সময়ও আধ ঘণ্টা এগিয়ে আনা হয়েছে ৷ সন্ধ্যাকালীন ম্যাচ ভারতীয় সময় রাত 8 টার পরিবর্তে সন্ধে সাড়ে সাতটা থেকে শুরু হবে ৷

Last Updated : Aug 2, 2020, 9:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.