ETV Bharat / sports

জাদেজা, চাওলার ফর্ম নিয়ে চিন্তায় চেন্নাই কোচ

গত 12 বছর ধরে IPL - এ চেন্নাইয়ের সাফল্যের পিছনে স্পিনারদের ভূমিকা প্রচুর । কিন্তু আরব আমিরশাহীর উইকেটে CSK - এর সেই স্পিনাররাই ভেলকি দেখাতে ব্যর্থ ।

K
K
author img

By

Published : Sep 26, 2020, 1:13 PM IST

দুবাই, 26 সেপ্টেম্বর : রবীন্দ্র জাদেজা ও পীযূষ চাওলার ফর্ম চিন্তায় রেখেছে দলকে । পরপর দু'টি ম্যাচে হারের পর স্বীকার করলেন চেন্নাই সুপার কিংস কোচ স্টিফেন ফ্লেমিং । গতকাল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে 44 রানে হেরেছে CSK ।

গত 12 বছর ধরে IPL - এ চেন্নাইয়ের সাফল্যের পিছনে স্পিনারদের ভূমিকা প্রচুর । কিন্তু আরব আমিরশাহীর উইকেটে CSK - এর সেই স্পিনাররাই ভেলকি দেখাত ব্যর্থ । টুর্নামেন্টে জাদেজা এখনও পর্যন্ত দু'টি উইকেট পেয়েছেন । রান বিলিয়েছেন অকাতরে । রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে 4 ওভারে 40 রানের বেশি দিয়েছেন । এবছর ইয়েলো ব্রিগেডে যোগ দেওয়া পীযূষ চাওলা তিনটি ম্যাচে চারটি উইকেট তুললেও রান দেওয়ার ক্ষেত্রে মোটেও কার্পণ্য করেননি । রাজস্থানের বিরুদ্ধে নিজের 4 ওভারের কোটায় 55 রান দিয়েছেন তিনি ।

স্পিনারদের ফর্ম নিয়ে চিন্তিত ফ্লেমিং বলেছেন, “বিষয়টি খুব চিন্তার । গত 12 বছর ধরে CSK যে পদ্ধতিতে খেলে এসেছে তা স্পিন বিভাগের উপর প্রবলভাবে নির্ভরশীল ।" তিনি আরও বলেন, "আমরা তিনটি মাঠে খেলছি । প্রতিটি মাঠের পরিস্থতি আলাদা । যে কারণে গতি ও বোলিং শৈলীর মধ্যে সামঞ্জস্য রাখতে গিয়ে বোলারদের স্ট্রাগল করতে হচ্ছে । আমরা গত কয়েকটি ম্যাচে ভালো বল করতে পারিনি ।"

দুবাই, 26 সেপ্টেম্বর : রবীন্দ্র জাদেজা ও পীযূষ চাওলার ফর্ম চিন্তায় রেখেছে দলকে । পরপর দু'টি ম্যাচে হারের পর স্বীকার করলেন চেন্নাই সুপার কিংস কোচ স্টিফেন ফ্লেমিং । গতকাল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে 44 রানে হেরেছে CSK ।

গত 12 বছর ধরে IPL - এ চেন্নাইয়ের সাফল্যের পিছনে স্পিনারদের ভূমিকা প্রচুর । কিন্তু আরব আমিরশাহীর উইকেটে CSK - এর সেই স্পিনাররাই ভেলকি দেখাত ব্যর্থ । টুর্নামেন্টে জাদেজা এখনও পর্যন্ত দু'টি উইকেট পেয়েছেন । রান বিলিয়েছেন অকাতরে । রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে 4 ওভারে 40 রানের বেশি দিয়েছেন । এবছর ইয়েলো ব্রিগেডে যোগ দেওয়া পীযূষ চাওলা তিনটি ম্যাচে চারটি উইকেট তুললেও রান দেওয়ার ক্ষেত্রে মোটেও কার্পণ্য করেননি । রাজস্থানের বিরুদ্ধে নিজের 4 ওভারের কোটায় 55 রান দিয়েছেন তিনি ।

স্পিনারদের ফর্ম নিয়ে চিন্তিত ফ্লেমিং বলেছেন, “বিষয়টি খুব চিন্তার । গত 12 বছর ধরে CSK যে পদ্ধতিতে খেলে এসেছে তা স্পিন বিভাগের উপর প্রবলভাবে নির্ভরশীল ।" তিনি আরও বলেন, "আমরা তিনটি মাঠে খেলছি । প্রতিটি মাঠের পরিস্থতি আলাদা । যে কারণে গতি ও বোলিং শৈলীর মধ্যে সামঞ্জস্য রাখতে গিয়ে বোলারদের স্ট্রাগল করতে হচ্ছে । আমরা গত কয়েকটি ম্যাচে ভালো বল করতে পারিনি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.